• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে
দিনাজপুরের নবাবগঞ্জে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান (৬৬) ও তার ছেলে বর্তমান চেয়ারম্যান বাবুল আহসান কবীর ওরফে শামীমকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক গিয়াসউদ্দিন তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী এমদাদুল হকের বাবা মৃত আব্দুল লতিফ মিয়া ও চাচা আব্দুর রহমান ১৯৬৫ সালে তাদের মায়ের মৃত্যুর পর সম্পত্তিসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। পরবর্তীতে ১৯৯৭ সালের ২৬ নভেম্বর সেরাজ উদ্দিন ৫৬ শতাংশ তার স্ত্রী ও ৮১ শতাংশ বদিউজ্জামান ও মনিরুজ্জামানের নিকট বিক্রি করে। পরবর্তীতে আব্দুর রহমান তাদের সঙ্গে একত্রে মাছ চাষ করছিলেন। এক পর্যায়ে তাদেরকে আসামিরা নিজের সম্পত্তি দাবি করে মাছ চাষে বাধা প্রদান করেন। ২০২৩ সালের ৬ জানুয়ারি স্থানীয় থানায় সালিশ হয়। তখন ওই জমি ১৯৬৪ সালে ক্রয় করেছেন বলে তারা একটি দলিলের ফটোকপি দেখিয়ে রহমানের পুকুরের অংশও নিজেদের দাবি করেন। যা সম্পূর্ণ জাল দলিল প্রমাণিত হয়। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন এমদাদুল হক। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, জমিজমা (সিআর) মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করতে আসলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এ ঘটনায় বিকেলে বাবা ও ছেলেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ১১:২১

শটগান নিয়ে জমি মাপায় বাধা স্বেচ্ছাসেবক লীগ নেতার
গাজীপুরে শটগান নিয়ে প্রতিপক্ষকে জমি মাপে বাধা দিয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা। এ সময় বন্দুক তাক করে গুলি চালিয়ে প্রতিপক্ষের বুক ফুটো করে দেওয়ারও হুমকি দেন তিনি।  শনিবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর মহানগর সদর থানার দেশি পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান মাসুমদের সঙ্গে স্থানীয় দেশিপাড়া মৌজায় কিছু জমি নিয়ে হারুন অর রশিদদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শনিবার সকাল ১০টায় হারুন ও তার স্বজনরা ওই জমি মাপজোখ করে সীমানা চিহ্নিত করতে যান। এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে শটগান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম। এ সময় তিনি প্রতিপক্ষের হারুনকে বুকে গুলি করতে উদ্যত হয়ে মাপজোখ বন্ধ করতে বলেন। অন্যথায় গুলি করে বুক ফুটো করে দেবেন বলে হুমকি দেন। এ সময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় আমিন মাপজোখ ফেলেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এক ভিডিওচিত্রে মাসুমকে লক্ষ্য করে প্রতিপক্ষের একজন নারীকে বলতে দেখা যায়, ‘আমরা রেকর্ডমূলে মালিক, তোমরা আমাদের জমিতে বাধা দেওয়ার কে?’ প্রতিউত্তরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম ওই নারীকে বলেন, ‘রেকর্ড ধুয়ে গিয়ে পানি খাও, আমাদের ১৩ পাহি জমির কোনো রেকর্ড নাই। এই জন্য আমাদের জমি ছুইটা যায় নাই।’ এদিকে ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, তাদের নানার কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১.৪২ একর জমি স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম ও তার পরিবারের লোকজন অন্যায়ভাবে দখল করে রেখেছেন। এ ব্যাপারে তারা গাজীপুর সদর সহকারী কমিশনারের (ভূমি) রাজস্ব আদালতে মিস কেস করে সম্প্রতি রায় পান। শনিবার সকালে সার্ভেয়ার নিয়ে জমিটি মাপতে গেলে মাসুম শটগান দিয়ে গুলি করে তার বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। এমনকি একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিলঘুসি মেরে জমি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান মাসুম বলেন, আমার লাইসেন্স করা অস্ত্র আমি সঙ্গে নিয়েছিলাম। তবে হারুনকে আমি গুলি করার কোনো হুমকি দিইনি। তিনি বলেন, ওই জমি ১৯৫২ সালে আমার দাদা ক্রয় করেছেন। পরবর্তীতে আমাদের নামে রেকর্ড না হওয়ার অজুহাতে তারা আমাদের জমির মালিকানা দাবি করছে। এ ব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করীম বলেন, শটগান নিয়ে জমি মাপজোখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি আমার নজরেও এসেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২১ এপ্রিল ২০২৪, ১৩:০৭

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির জিলানি (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটি বাজারের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির জিলানি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলা গ্রামের আব্দুস মোবাহানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একই গোষ্ঠির মামুন-সোহাগ ও নিহত আব্দুল কাদির জিলানির সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জিলানি আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।  ত্রিশাল থানার সেকেন্ড অফিসার (এসআই) বিকাশ সরকার বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৭ এপ্রিল ২০২৪, ১০:০৭

জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় প্রতিপক্ষের হামলায় ধলু বেপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।  বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার বড় কৃষ্ণনগর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধলু বেপারী ওই এলাকার মৃত হুকুম আলী বেপারীর ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মৃধাকান্দি এলাকার ধলু বেপারীর সঙ্গে প্রতিবেশী দুদু মিয়ার জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এ বিষয়ে আদালতে উভয়পক্ষের বেশ কয়েকটি মামলাও চলমান আছে। আজ সকালে বিরোধপূর্ণ জমিতে পাট বুনছিলেন প্রতিপক্ষ দুদু মিয়া ও তার লোকজন। এ সময় সেখানে ধলু বেপারীর সঙ্গে কথা কাটাকাটি হয় দুদু মিয়ার। এক পর্যায়ে ধলু বেপারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরে আহত অবস্থায় ধলু বেপারীকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ধলু বেপারীর পরিবারের লোকজনের দাবি, দুদু মিয়া বেপারী ও তার লোকজন আমাদের জমিতে জোর করে পাট মেস্তা বুনছিলেন। আমার শ্বশুর সেখানে গেলে তাকে মারধর করা হয়। মারধরেই তিনি মারা যান। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় অভিযুক্ত দুদু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২৭ মার্চ ২০২৪, ১৩:৩০

জামিন পেতে ধর্ষকের জমি লিখে দিতে হবে জন্ম নেওয়া সন্তানকে
ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সেইসঙ্গে জন্ম নেওয়া শিশু সন্তানের ভরনপোষণ দিতে বলা হয় ২১ বছর পর্যন্ত। তবে আসামি সেই রায় না মেনে আপিল করেন হাইকোর্টে, চান জামিনও। তবে শুনানিতে সন্তানের স্বীকৃতি ও সম্পত্তি লিখে দিতে রাজি হলে মিলে জামিন।  বুধবার (২০ মার্চ) দুই মাসের মধ্যে সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠে।  আসাদুলের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। সঙ্গে ছিলেন আইনজীবী মাহফুজুল আলম মুন্না। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল আজিজ মিয়া মিন্টু ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।  আইনজীবীদের তথ্য অনুযায়ী, রংপুরের মিঠাপুকুরের আসাদুলের সঙ্গে তার চাচাতো বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হন ওই নারী। বিয়ের জন্য চাপ দিলে আসাদুল সম্পর্ক ও অনাগত সন্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। এরপর আসাদুলকে আসামি করে ২০০৭ সালে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী।একপর্যায়ে আদালতের আদেশে শিশুর পিতৃপরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্ট হয়। এতে জানা যায়, ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া ওই ছেলে শিশুর বাবা আসাদুল। শিশুটির বয়স এখন ১৫ বছর। ২০১৬ সালের রংপুরের বিচারিক আদালত এক রায়ে আসাদুলকে যাবজ্জীবন সাজার রায় দেয়। এরপর সাজার বিরুদ্ধে আপিল করেন তা আইনজীবীরা। এর ধারাবাহিকতায় জামিনের আবেদনের পর গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জামিন পান আসামি।  আইনজীবীদের তথ্য অনুযায়ী আরও জানা যায়, দুই মাস আগে যখন জামিন হয় তখন হাইকোর্ট শর্ত দিয়ে বলেছিলেন, ওই শিশু সন্তানের ভরণপোষণ ও ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে। এ বিষয়ে বিস্তারিত শুনতে বুধবার ধার্য করেছিল হাইকোর্ট। দুপক্ষের আইনজীবীসহ স্বজনরাও উপস্থিত ছিলেন। ভোক্তভোগী নারীর আইনজীবী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উভয়পক্ষের আইনজীবী ও স্বজনের উপস্থিতিতে বুধবার আদালত নির্দেশ দেন ৫ বিঘা জমি লিখে দিতে হবে। দলিল দাখিলের পর পরবর্তী আদেশ দেওয়া হবে।  তবে ভোক্তভোগী নারী দাবি করেন আসাদুলের সম্পত্তি আরও বেশি রয়েছে। পরে আদালত সিদ্ধান্ত দেন তার প্রাপ্ত সম্পত্তির অর্ধেক লিখে দিতে হবে। আর সম্পত্তি না লিখে দিলে তার জামিন বাতিল হবে। আর এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত।
২১ মার্চ ২০২৪, ১১:৫০

‘হিজড়াদের আবাসন সমস্যা সমাধানে জমি খুঁজছে সরকার’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনাদের প্রধান সমস্যা আবাসন। সেই সমস্যা সমাধানে আমরা জমি খুঁজছি। যেখানে আপনারা একসঙ্গে থাকবেন এবং একই সঙ্গে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা ৮ উপজেলায় কতজন সংখ্যায় আছেন এবং কীভাবে থাকতে চান সেই তথ্য দিলে আমরা সেভাবে ব্যবস্থা করব। শনিবার (১৬ মার্চ) চাঁদপুর সার্কিট হাউসে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সমাজকল্যাণমন্ত্রী বলেন, আপনারা (হিজড়া) সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন। সে জায়গা থেকে আপনাদেকে এগিয়ে নিতে হবে। আর সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত। আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনাদের সামর্থ্যানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। উপস্থিত হিজড়াদের দাবির প্রেক্ষিতে সমাজকল্যাণমন্ত্রী বলেন, কে শহর কিংবা গ্রামবাসী, নারী-পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের (হিজড়া) সেটি বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর মধ্যে সরকার যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবে। আপনাদের চিকিৎসার জন্য আপনারা সরসারি জেলা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও চিকিৎসার ব্যবস্থা হবে।   দীপু মনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করলে সংশ্লিষ্ট বিষয়ে সরঞ্জামের জন্য আপনাদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। ইতোমধ্যে আপনাদের চাকরির জন্য অনেকেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে যদি আপনার যোগ্যতা অর্জন করেন তাহলে অবশ্যই চাকরি পাবেন।   এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, হিজড়াদের দলনেত্রী মৌসুমী, তামান্না চৌধুরী প্রমুখ।
১৬ মার্চ ২০২৪, ২৩:৫৬

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই কহেল উদ্দিন (৬০) নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।  নিহত কহেল উদ্দিন মুন্সী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিন মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, নিহত কহেল মুন্সী ও তার বড় ভাই ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। গত রোববার দুপুরে কহেল মুন্সী ও তার প্রবাসফেরত ছেলে শাহানুর বসতবাড়ির সীমানা পরিষ্কার করতে যান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই ইসলাম মুন্সী (৬৫), তার ছেলে হৃদয় (২৪), স্ত্রী কুলসুম (৫৫), মেয়ে রোজিনা (২৮) ও নাতনি কণক (১৮) লাঠিসোঁটা নিয়ে কহেল মুন্সী ও তার ছেলে শাহানুরকে মারধর করে। সেই সঙ্গে অসুস্থ স্ত্রী সাফিয়া খাতুনকেও প্রহার করেন তারা। এতে কহেল মুন্সীসহ তার পরিবারের তিনজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা আরও জানান, আহতদের মধ্যে কহেল মুন্সী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপর আহতরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নিহত কহেল মুন্সীর মেয়ে রওশন আরা বলেন, দিন-দুপুরে আমাদের পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
১১ মার্চ ২০২৪, ১৮:৩৭

জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, কৃষক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে উভয়পক্ষের বেশ কয়েকজন। শনিবার (২ মার্চ) বিকেলে উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মল্লিক (৫০) ওই গ্রামের প্রয়াত আবদুল হাকিম মল্লিকের ছেলে। কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ঠুঁটিয়া গ্রামের মল্লিক গ্রুপ ও ব্যাপারী গ্রুপের মধ্যে একটি বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার দুপুরে সার্ভেয়ার দিয়ে ওই বাড়িটি পরিমাপ করার জন্য সেখানে গিয়েছিলাম।  তখন দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে চলে আসি। বিকেল ৫টার দিকে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়; ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের মধ্যে দুলাল মল্লিককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, সংঘর্ষের সময় ফলার আঘাতে দুলাল মল্লিক মারা যান। মৃতদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৩ মার্চ ২০২৪, ১২:২৫

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৫ 
পটুয়াখালীর মহিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে কারিমা বেগম (৩৫) নামের এক নারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাজুরা এলাকার সেলিম মোল্লার সঙ্গে ১৪ শতাংশ জমি নিয়ে একই এলাকার সোনাগাজীর বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সেলিম মোল্লার মেয়ে কারিমা বেগম ও জামাতা মিজানুর রহমান তাদের বাড়িতে বেড়াতে যায়। সকাল দশটার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই সোনাগাজী প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নজরুল ইসলাম (১৯), কারিমা বেগম (৩৫), রাহিমা বেগম (২৬), মহিদুল (২২) ও রাকিবুল (৫) নামের এক শিশু আহত হয়।  স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কারিমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সেবাচিম হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।   সেলিম মোল্লার জামাতা মিজানুর রহমান জানান, আমরা সকালে বেড়াতে গিয়েছি। আমরা বাড়ির ভেতরেই ছিলাম কোনো কিছু বুঝে ওঠার আগেই ৫০/৬০ জন সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে আমার স্ত্রীকে বরিশাল নিয়ে এসেছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকি যারা আহত হয়েছে তারা কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।  এ বিষয়ে সোনাগাজী জানান, আমার জমিতে তারা সকালে মাটি কাটা শুরু করেছে। আমি বাধা দিলে তারাই আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদেরকে মারধর করে।  মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪

‘বিনিয়োগের জন্য বাংলাদেশের কাছে জমি চায় সৌদি’
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চায় সৌদি আরব। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ খবর জানান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনোমিক জোনে ৬০০ একর জমি চায় সৌদি আরব। ড. হাছান মাহমুদ জানান, চলতি বছরের জুনের পর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেনের চিঠির পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরও দুদেশের সম্পর্ককে বহুমুখী করতে সহায়ক হবে। বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে তাদের কর্মীরা সাড়া দেয় না। রোজার মাসে কর্মসূচি দিলে কর্মী ও জনগণের তোপের মুখে পড়বে দলটি।      
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়