• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
দিনাজপুরের হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি পাঁচ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার হিলি বটতলী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিনাজপুর থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। এমন খবর জানতে পেরে উপ-অধিনায়ক আফিক হাসানের নেতৃত্বে ওই যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিজিবির সদসরা। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি ৫ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়। জব্দ করা কোকেনের মূল্য প্রায় ৫০ লাখ ২৫ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫

ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
সংযুক্ত আরব আমিরাত উপকূলে ইরানের রেভল্যুশনারি গার্ডের হাতে আটক ইসরায়েলি কন্টেইনার জাহাজের ২৫ জনের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। শনিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এনডিটিভি জানায়, ‘হেলিবোর্ন অপারেশন’ চালিয়ে হরমুজ প্রণালীর কাছে এমএসসি অ্যারিজ নামের কন্টেইনারবাহী জাহাজটি আটক করা হয়েছে এবং এটি এখন ইরানের আঞ্চলিক জলসীমার দিকে যাচ্ছে।  একটি সূত্র জানিয়েছে, এমএসসি অ্যারিজ নামে একটি কার্গো জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এতে ১৭ জন ভারতীয় নাগরিক ছিলেন। আমরা তেহরান ও দিল্লিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, কল্যাণ ও দ্রুত মুক্তি নিশ্চিত করা যায়।  জাহাজটির অপারেটর ইতালিয়ান-সুইস গ্রুপ এমএসসি বিষয়টি নিশ্চিত করে জানায়, ইরানি কর্তৃপক্ষ জাহাজটিতে জব্দ করেছে। আমরা দুঃখের সাথে নিশ্চিত করছি যে, জোডিয়াক মেরিটাইমের সাথে যুক্ত এবং এমএসসির চার্টার্ড গোর্টাল শিপিং ইনকর্পোরেটেডের মালিকানাধীন এমএসসি মেরিজকে ইরানি কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে জব্দ করেছে।  মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই জাহাজটি আটকের ঘটনা ঘটল। প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার দামেস্কে তাদের দূতাবাসের কনস্যুলার সেকশনে বিমান হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। বিমান হামলায় দুই জেনারেলসহ ইরানের ৭ জন নিহত হন। ইরান বলেছে, জাহাজটি উপসাগরীয় ইহুদিবাদী সরকারের (ইসরায়েল) সঙ্গে সম্পর্কিত। vesselfinder.com ও marinetraffic.com জাহাজ চলাচল ট্র্যাক করে এমন দুটি ওয়েবসাইট জানিয়েছে, এমএসসি অ্যারিজ একটি পর্তুগিজ পতাকাবাহী কন্টেইনার জাহাজ এবং এর সর্বশেষ রিপোর্ট করা অবস্থান উপসাগরীয় অঞ্চলে ছিল।   আইআরএনএ এজেন্সির খবরে বলা হয়েছে, ‘এমসিএস অ্যারিজ’ নামের একটি কন্টেইনার জাহাজ হেলিকপ্টারে অভিযান চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডস নেভির স্পেশাল ফোর্সেস জব্দ করেছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর কাছে এই অভিযান চালানো হয়, যা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং 'এই জাহাজটি এখন ইরানের আঞ্চলিক জলসীমার দিকে পরিচালিত হয়েছে'। জাহাজটি জব্দের পর ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চলে সংঘাত বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে জানিয়েছে, ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে।  
১৪ এপ্রিল ২০২৪, ০০:৩৫

ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরান
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডোরা হরমুজ প্রণালীর কাছে ইসরায়েল সংশ্লিষ্ট এমএসসি এআরইএস কন্টেইনার জাহাজ জব্দ করেছে। শনিবার (১৩ এপ্রিল) এ খবর জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রথম প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কমান্ডোরা হেলিকপ্টারে করে গুরুত্বপূর্ণ জলপথের কাছে একটি জাহাজে অভিযান চালাচ্ছে। জাহাজটি ছিল পর্তুগিজ পতাকাবাহী এমএসসি মেষ, লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইমের সাথে যুক্ত একটি কন্টেইনার জাহাজ। জোডিয়াক মেরিটাইম ইসরায়েলি ধনকুবের আইয়াল ওফারের জোডিয়াক গ্রুপের অংশ। জোডিয়াক গ্রুপ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে এবং এমএসসিকে প্রশ্নগুলি উল্লেখ করেছে, যা তাত্ক্ষণিকভাবে সাড়া দেয়নি। এমএসসি মেষ সর্বশেষ শুক্রবার (১২ এপ্রিল) দুবাই থেকে হরমুজ প্রণালীর দিকে যাচ্ছিল। জাহাজটি তার ট্র্যাকিং ডেটা বন্ধ করে দিয়েছিল, যা এই অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েল-অনুমোদিত জাহাজগুলির জন্য স্বাভাবিক বিষয়।   Video purportedly from the IRGC boarding of the Israeli-linked MSC ARIES container ship in the Strait of Hormuz. pic.twitter.com/UXOS2EuxKU — Emanuel (Mannie) Fabian (@manniefabian) April 13, 2024 ভিডিওতে ব্রিটিশ সেনাবাহিনীর যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই হামলার কথা জানিয়েছিল। আমিরাতের বন্দর নগরী ফুজাইরাহের কাছে ওমান উপসাগরে জাহাজটি ‌‘আঞ্চলিক কর্তৃপক্ষ জব্দ করেছে’ বলে জানিয়েছে তারা। ভিডিওতে দেখা যায়, কমান্ডোরা জাহাজের ডেকে বসে থাকা কন্টেইনারের স্তূপের ওপর নেমে পড়েন। জাহাজে থাকা এক ক্রু সদস্যকে বলতে শোনা যায়, 'বাইরে এসো না। ক্রু মেট তখন তার সহকর্মীদের জাহাজের সেতুতে যেতে বলে কারণ আরও কমান্ডো ডেকে নেমে আসে। একজন কমান্ডোকে সম্ভাব্য কভার ফায়ার সরবরাহের জন্য অন্যদের উপরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে এপি যাচাই না করলেও বিস্তারিত তথ্য মিলেছে এবং এতে জড়িত হেলিকপ্টারটি ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের ব্যবহৃত হেলিকপ্টারটি ব্যবহার করেছে বলে মনে হচ্ছে, যারা অতীতে অন্যান্য জাহাজে অভিযান চালিয়েছে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস কম্পাউন্ডের একটি ভবনে হামলা চালানোর পর ইসরায়েল তেহরান থেকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এতে দুই জেনারেলসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড ফোর্সের বেশ কয়েকজন কমান্ডার নিহত হন। ইরান তাৎক্ষণিকভাবে কোনো জাহাজ আটকের কথা স্বীকার করেনি এবং রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ ঘটনা সম্পর্কে কোনো প্রতিবেদনও প্রকাশ করা হয়নি। তবে, ২০১৯ সাল থেকে ইরান বেশ কয়েকটি জাহাজ আটকে রেখেছে এবং তার দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমের সাথে চলমান উত্তেজনার মধ্যে জাহাজগুলিতে হামলা চালিয়েছে। ওমান উপসাগর হরমুজ প্রণালীর কাছে অবস্থিত, যা পারস্য উপসাগরের সংকীর্ণ মুখ, যার মধ্য দিয়ে সমস্ত তেলের এক পঞ্চমাংশ প্রবাহিত হয়। সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরাহ এই অঞ্চলের একটি প্রধান বন্দর যেখানে জাহাজ নতুন তেলবাহী জাহাজ গ্রহণ করতে পারে, রসদ সংগ্রহ করতে পারে বা ক্রুদের বাণিজ্য করতে পারে। ২০১৯ সাল থেকে ফুজাইরাহ উপকূলের জলসীমায় একের পর এক বিস্ফোরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মার্কিন নৌবাহিনী ট্যাংকারের ক্ষতিগ্রস্ত জাহাজে লিমপেট মাইন হামলার জন্য ইরানকে দোষারোপ করেছে।
১৩ এপ্রিল ২০২৪, ১৮:৩৪

চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার ২০৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা নামক স্থান থেকে চার হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করে। তিনি আরও বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জব্দ ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩০ মার্চ ২০২৪, ১৫:১৯

বরগুনায় ৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ
বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।  শনিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উপজেলার বলেশ্বর ও বিষখালী নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পাথরঘাটা কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদীর বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরঘাটার লঞ্চঘাট, তালতলা, চরদুয়ানী, টেংরা, হাজীরখাল, রুহিতা,পদ্মা, আজির খাল,হরিণঘাটা, বাদুরতলা এলাকা থেকে মাছ শিকারে ব্যবহৃত ৩ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।  এ বিষয়ে পাথরঘাটা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, ‘কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. রিয়াজ হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বিষখালী ও বলেশ্বর নদীতে সকল অবৈধ জাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত।
২৪ মার্চ ২০২৪, ০০:০১

শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪
শরীয়তপুরের গোসাইরহাটে ৪০০ কেজি জাটকা জব্দসহ ৪ জনকে আটক করেছে নৌপুলিশ। পরে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে মাছগুলো জব্দ করে নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। আটকরা হলেন হিজলা গৌরবর্দী এলাকার শরীফ মাঝি (৩০), শাহিন মাঝি (২৪), আনিছ সরদার (৩৮) ও ভোলা জেলার মো. সাগর (২৫)। স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল জেলার হিজলা উপজেলার অরাকুল এলাকা থেকে দুইটি নৌকায় জাটকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় যাচ্ছিলেন অসাধু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সখিপুর নরসিংহপুর নৌপুলিশের একটি টিম কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০০ কেজি জাটকা জব্দ করার পাশাপাশি চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ জাটকাগুলো স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়। নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি নৌকা থেকে চারশো কেজি জাটকা জব্দ করা হয়েছে। মাছ পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। 
২৩ মার্চ ২০২৪, ১৫:২১

১৫৪ বাসের নামে মামলা, জব্দ ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী দ্রুতগতির যানের লেনে বাস থামিয়ে যাত্রী নামানোর ঘটনায় ১০ দিনে ১৫৪টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে।  বৃহস্পতিবার (২১ মার্চ) হাইওয়ে পুলিশ শিমরাইল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনাকালে ৫০টি বাসের নামে মামলা হয়েছে।  এদিকে দুপুরে মহাসড়কের শিমরাইল অংশ পরিদর্শনে আসেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, র‍্যাব-১১ সিইও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ তানভীর মাহমুদ পাশা, সদরের ইউএনও দেদারুল ইসলামসহ কর্মকর্তারা।  হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দিন গণমাধ্যমকে বলেন, ১১ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ১৫৪টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। কাগজপত্র না থাকায় আরও ১০টি গাড়ি আটক করা হয়েছে। 
২২ মার্চ ২০২৪, ১৩:২৫

ফেনীতে ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ পিকআপ জব্দ
অবৈধভাবে পাচারকালে ফেনীতে প্রায় ১৪৬ ঘনফুট আকাশমণি কাঠসহ একটি পিকআপ জব্দ করেছে সামাজিক বন বিভাগ।  সোমবার (১৮ মার্চ) দুপুরে শহরের রামপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পিকআপসহ কাঠগুলো জব্দ করা হয়। স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ফেনীস্থ বিভাগীয় বন কর্মকর্তার রুহুল আমিনের নির্দেশে একটি অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রামের দিক থেকে ঢাকামুখী কাঠবাহী একটি পিকআপ মহাসড়কের রামপুর রাস্তার মাথায় আসে। পরে সেখানে টহলরত বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীর নেতৃত্বে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করা হয়। এরপর তাদের চোখ ফাঁকি দিয়ে পিকআপটি রেখে চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। সামাজিক বনবিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকৃত মালিক না থাকায় জব্দ কাঠগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে।
১৮ মার্চ ২০২৪, ২৩:৫১

মেঘনা থেকে ৭০ মণ জাটকা জব্দ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
১৮ মার্চ ২০২৪, ২০:২০

মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে মাগুরার একটি ফলের গুদামে অভিযান চালিয়ে মজুতকৃত ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (১৬ মার্চ) দুপুরে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভাণ্ডারের গুদামে এ অভিযান চালানো হয়।  এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন। ইউএনও মিজানুর রহামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভান্ডারের গুদামে এ অভিযান চালানো হয়। মজুতকৃত খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদোত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাস এ কারচুপির আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেছেন। ফল ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন, গত ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর তিনি যশোর রাসেল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ক্রয় করেন। প্রায় ১০ লাখ টাকার খেজুর কেনা হয়েছিল। তিনি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বাজারে বিক্রি করেছেন।  তিনি আরও বলেন, এ অপরাধে ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।           
১৬ মার্চ ২০২৪, ২৩:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়