• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সাংবাদিক বোনের প্রশ্নের জবাবে যা বললেন জাকের
একসময় হবিগঞ্জ জেলা নারী দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে কালের বিবর্তনে তিনি এখন সংবাদকর্মী। বলছিলাম শাকিলা ববির কথা। তার আরেকটা পরিচয় ক্রিকেটার জাকের আলী অনিকের বোন তিনি। একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করেন জাকেরের বোন ববি। জাতীয় দলের হয়ে জাকের যখন নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচটা খেললেন, তখন পেশাদারিত্ব পালনে প্রেসবক্সে বসে ভাইয়ের খেলা উপভোগ করেছেন ববি।  লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন জাকের। তবে অল্পের জন্য দলের জয় নিশ্চিত করতে পারেননি এই ব্যাটার। এই ম্যাচে ৩ রানের পরাজয় দেখেছে লাল-সবুজেরা।  এমন ইনিংসের পর টাইগারদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাকের। সেখানে জাকেরকে সাংবাদিক বোনের প্রশ্নের উত্তরও দিতে হয়েছে। ভাইয়ের স্মরণীয় দিনে বোন ববি প্রশ্ন করলেন, ‘যেহেতু সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন; যারা দর্শক ছিল, সবাই আপনার নাম ধরে চিৎকার করছিল, কেমন উপভোগ করলেন?’ শুরুতে ‘আপু’ সম্বোধন করে জাকিরের জবাব, আমি সবসময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকও এখানে। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল, যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগতো। এরপর আরেকজন সংবাদ কর্মীর প্রশ্নের জবাবে জাকের বলেন, অবশ্যই আপু হিসেবে এটা গর্বের ব্যাপার ভাই ভালো খেলছে। সব আল্লাহ তায়ালার মেহেরবানি। আমি নিশ্চিত সে খুব ভালো অনুভব করছে। এদিকে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাকেরের বোন। এ সময়ে তিনি জানান, বোন হিসেবে জাকেরকে নিয়ে গর্বিত তিনি। শাকিলার ভাষ্য, আপনাদের কাছে আমি জাকের আলী অনিকের বোন। আমার এলাকায় জাকের এখনও ববির ভাই। জাকের আলী অনিকের বোন হওয়া অনেক গর্বের। আমি হবিগঞ্জ জেলা দলের অধিনায়কত্ব করেছি; বেশ কয়েক বছর আমি ক্রিকেট খেলেছি। আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে চারজনই ক্রিকেট খেলেছি এবং জেলা দলে খেলেছি।
০৫ মার্চ ২০২৪, ১৪:২৯

বিপিএল নিয়ে হাথুরুসিংহের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা জানাল বিসিবি
বিপিএল মানেই সমালোচনা এটা অনেক পুরনো কথা। তবে ঘরের মানুষ যখন সেই সমালোচনা করে তাহলে তো আরও বেশি গায়ে লাগবে সেটাই স্বাভাবিক। সম্প্রতি বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করে বোমা ফাটিয়েছেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। যার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল শেষ করে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন লঙ্কান হেডমাস্টার। এরপর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন হাথুরু। বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। হাথুরু বিপিএলের ওপর আইসিসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি। হাথুরুসিংহের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। বিশেষ করে বিপিএলের আয়োজনের সঙ্গে জড়িত ক্রিকেট সংশ্লিষ্টরা কেউই টাইগারদের প্রধান কোচের বক্তব্য ভালোভাবে নেয়নি। বিসিবির বেতনভুক্ত কোচ হয়ে টুর্নামেন্ট চলাকালীন সময়েই এভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন কিনা সেই প্রশ্নও অনেকের। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, হাথুরুর এমন বক্তব্যে তারাও বিব্রতকর। তিনি বলেন, আমরা হাথুরুর সাক্ষাৎকারটি পড়েছি। বিষয়টি আমাদের নজরেও এসেছে। এটা নিশ্চিতভাবেই বিব্রতকর। আমরা তার সঙ্গে কথা বলেছি। এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এবং আপনাদের জানাবো।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩

শুভ্রদেবের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স মাহমুদ
শুভ্রদেবের একুশে পদকপ্রাপ্তির খবর প্রকাশের পর থেকে প্রিন্স মাহমুদের সঙ্গে পাল্টাপাল্টি জবাব চলছে। প্রথমে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন প্রিন্স মাহমুদ। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেন শুভ্রদেব। ফেসবুকের মাধ্যমে এবার আবার তার জবাব দিলেন প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদ প্রসঙ্গে শুভ্রদেব বলেছিলেন, তিনি (প্রিন্স মাহমুদ) তো আমার গানের জন্য বাসায় এসে বসে থাকতেন। কদিন আগেও তিনি আমাকে গানের জন্য ফোন করেছেন।’ শুভ্রদেবের এমন বক্তব্যের পর বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে ফেসবুকে আবার পোস্ট দিয়েছেন প্রিন্স মাহমুদ। ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ বলেন, ক্ষুদ্র মানুষ কিন্তু মিথ্যা বলিনা। তিনি সত্য গোপন করছেন। কিছুদিন আগে কেন আমি তাকে ২৫ বছরে ফোন করি নাই। ভদ্রলোকের বাসা যে পল্লবী এটা জানতাম না। সবসময় সবার থেকে দূরে থাকতে পছন্দ করি। অতি নিকটজন না হলে আড্ডায় বসি না কোথাও গিয়ে বসে থাকা তো দূর। পুরনো দিনে গানের যোগাযোগ সব স্টুডিওতে হতো। কাজ শেষ হলে এক মুহূর্ত স্টুডিওতে আড্ডা দেই নাই ।  নিজের পোস্টের মন্তব্যের ঘরে প্রিন্স মাহমুদ আরও লিখেছেন, আমার কাছে সব শিল্পী এক। সংগীতের শপথ, আমার কারও ওপর কোনো রাগ নাই। আমি শুধু দু–একটা অসংগতি–অনিয়ম নিয়ে কথা বলেছি। ভুল হলে ক্ষমা করবেন। এর আগে শুভ্রদেব তার বক্তব্যে বলেছিলেন, প্রিন্স মাহমুদ ক্যারিয়ারের দিক থেকে আমার অনেক জুনিয়র। ও (প্রিন্স মাহমুদ) আমার পল্লবীর বাসায় এসে বসে থাকত আমাকে দিয়ে গাওয়ানোর জন্য। ও একটা মিক্সড অ্যালবামে গান করার জন্য অনেক দিন গিয়ে বসে ছিল। আমি মিক্সড অ্যালবামে গান করব না। কারণ, তখন সলো অ্যালবামে আমি সবচেয়ে বেশি টাকা নিতাম। তারপরও আমার খারাপ লাগল, অনেক ইয়াং একটা ছেলে। চলতি বছর সংগীতে একুশে পদক পেয়েছেন এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্রদেব। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ‘একুশে পদক ২০২৪’-এর মনোনীত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এবারের একুশে পদক যেদিন ঘোষণা করা হয়, সেদিন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, দেশের সংগীতে শুভ্রদেবের অবদান আছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকী আখান্দ্‌, আইয়ুব বাচ্চু, ফুয়াদ নাসের বাবু, নকীব খান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদুল হক, মাহফুজ আনাম জেমস এবং প্রিয় গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গির। প্রিয় শুভ্রদেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যিকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক।  তবে প্রিন্স মাহমুদের এসব কথাকে একেবারে আমলে নেননি শুভ্রদেব। তিনি পাল্টা বলেছেন, আজকে যদি সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লার মতো শিল্পীরা কিছু বলতেন, তাহলে হয়তো আমি ভাবতাম। জুনিয়ররা অনেকে অনেক কিছু বলে ফেলে, আমি এগুলো ক্ষমাসুন্দর চোখে দেখি। আমার মনে হয়, তিনি কারও ইন্ধনে এমন কথা বলেছেন। নইলে এমন কথা কীভাবে তিনি বলেন! যারা সমালোচনা করছেন, তারা তো আমার লেভেলের (সমসাময়িক) না। তিনি (প্রিন্স মাহমুদ) তো আমার গানের জন্য বাসায় এসে বসে থাকতেন। কদিন আগেও তিনি আমাকে গানের জন্য ফোন করেছেন।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১১

ইয়েমেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি হুতিদের 
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতি যোদ্ধাদের পক্ষ থেকে এ অভিযানের কথা নিশ্চিত করা হয়ছে। একই সঙ্গে এই হামলার জবাবে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে বিদ্রোহী স্বশস্ত্র গোষ্ঠীটি। খবর বিবিসির।  শুক্রবার (১২ জানুয়ারি) হামলার খবর নিশ্চিত করে হুতি কর্মকর্তা আব্দুল কাদের আল-মোর্তাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ জানিয়েছে, ইয়েমেনজুড়ে হামলা চালানো হয়েছে। রাজধানী সানা, হুদায়দাহ গভর্নরেট, সাদা ও ধামারে বেশ কয়েকটি হামলা হয়েছে। হুতিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদায়াদাতে হামলা করা হয়েছে। ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই ‘নির্লজ্জ আগ্রাসনের’ জন্য ‘চরম মূল্য’ দিতে হবে।  গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে সম্প্রতি যেসব হামলা চালিয়ে আসছে তার জবাবে হুতিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালালো দেশ দুটির সেনাবাহিনী। রাজধানী সানার হুদাইদাহে  লোহিত সাগর বন্দর, ধামার ও উত্তর-পশ্চিমাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। 
১২ জানুয়ারি ২০২৪, ১০:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়