• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
‘প্রকল্প সময়মতো শেষ না হলে জবাবদিহি করতে হবে’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে চলমান প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন করতে জোর তদারকি করব। প্রকল্প সময়মতো সম্পন্ন না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে। শুক্রবার (১৯ জানুয়ারি) সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. একে আব্দুল মোমেন বলেন, দেশ ও জনগণের জন্য রাজনীতি করে বলেই জনগণ আওয়ামী লীগকে আবার নির্বাচিত করেছে। আমি কৃতজ্ঞ, সিলেটের মানুষ ভালোবেসে পুনরায় নির্বাচিত করেছে। জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবা করে যাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ। এসময় বক্তব্য দেন, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ প্রমুখ।
২০ জানুয়ারি ২০২৪, ০২:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়