• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ছয় নাটক নিয়ে সজীবের ঈদ
চলছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর সেই আনন্দের পাল্লা ভারী করতে শোবিজ অঙ্গনেও আছে বিস্তর আয়োজন। যেমন তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব একাই বানালেন ছয়টি নাটক। গত ক’বছরে নির্মাণে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার হাত খুলে কাজ করলেন দর্শকের জন্য। ঈদ উপলক্ষে তরুণ তারকাদের নিয়েই দেড় হালি নাটক বানিয়েছেন তিনি। এর মধ্যে পাঁচটি নাটকে আছেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। আর একটি নাটকের নায়ক ইয়াশ রোহান। নাটকগুলো হলো, ‘কুমিরের দরজা’ (খায়রুল বাসার ও সাবিলা নূর), ‘আমি এখানেই থাকবো’ (খায়রুল বাসার ও আনিকা বিনতে কামাল আইরা), ‘কথা বন্ধু’ (ইয়াশ রোহান ও কেয়া পায়েল), ‘একটু আধটু প্রেম’ (খায়রুল বাসার ও সাফা কবির), ‘ভালো মানুষ’ (খায়রুল বাসার ও সামিরা খান মাহি) এবং ‘আজকাল তুমি আমি’ (খায়রুল বাসার ও সাদিয়া আয়মান)। কাজগুলো প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজীব বললেন, আমি বিশ্বাস করি গল্পের সময় ফিরে এসেছে। এখন ভালো ভালো গল্পের কাজ দর্শক গ্রহণ করছেন। এই ঈদে তাই খুব সুন্দর ছয়টি গল্পের নাটক নিয়ে আসছি। চেষ্টা করেছি কাজগুলোতে ভিন্নতা রাখতে। আশা করি দর্শক সেই বৈচিত্র্য উপভোগ করবেন। নির্মাতা জানিয়েছেন, ঈদে নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে, অতঃপর পাওয়া যাবে ইউটিউবে।
১২ এপ্রিল ২০২৪, ১৫:১৩

ছয় খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপের চার দেশ
ছয়টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) চারটি দেশ। ইতোমধ্যে এই চার দেশে দক্ষ কর্মী পাঠাতে রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে। আর এই দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের জন্য প্রাথমিকভাবে বাংলাদেশকে ৩০ লাখ ইউরোর আর্থিক সহায়তা দিচ্ছে ইইউ। কথা আছে, আগামী জুন মাসের মধ্যেই ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর এই রোডম্যাপ চূড়ান্ত করে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে সরকার। গত সপ্তাহে এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়।  প্রায় দুই বছর ধরে বৈধ পথে অভিবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইইউর আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ৩০ লাখ ইউরো সহায়তা দেবে। এটি একটি পাইলট প্রকল্প। আমরা মনে করছি এটি বাস্তবায়নের পর ইউরোপের অন্যান্য দেশগুলো বাংলাদেশ থেকে লোক নিতে আগ্রহী হবে। সবার এখন দক্ষ শ্রমিকের সংকট রয়েছে। এখানে আধা বা অদক্ষ শ্রমিকদের স্থান নেই। আগামীতে বিশ্বে যে শ্রমিক চাহিদা তৈরি হচ্ছে সেটি দক্ষতার ওপর ভিত্তি করেই হবে।’ বৈধ পথে ইউরোপে অভিবাসনে সহায়তার জন্য ২০২১ সালে ট্যালেন্ট পার্টনারশিপ নামে বিশেষায়িত কর্মসূচি শুরু করেছে ইইউ। এর আওতায় থাকা সাত দেশের মধ্যে একটি বাংলাদেশ। মূলত ইউরোপের বাইরের অংশীদার দেশগুলোর নাগরিকদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ দিতেই এই কর্মসূচি নিয়েছে ইইউ। ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে ইতোমধ্যে চারটি দেশ– জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে জাহাজ নির্মাণ, বস্ত্র ও তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নির্মাণ খাত, পর্যটন ও কৃষি খাতে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এখন বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ায় লোক পাঠানো হবে, তা নিয়ে ইইউর সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক কালে বাংলাদেশ থেকে দুটি প্রক্রিয়ায় কর্মী পাঠানো সফলভাবে সম্পন্ন হয়েছে। এর একটি হচ্ছে বিশেষায়িত দক্ষ কর্মী (এসএসডব্লিউ-স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার) মডেল, যার মাধ্যমে জাপানে লোক পাঠানো হয়। আরেকটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার জন্য অনুসৃত কর্মসংস্থান অনুমোদন প্রকল্প (ইপিএস-এমপ্লয়মেন্ট পারমিট স্কিম)। ইউরোপের ক্ষেত্রে এ দুটি মডেলের ধারাবাহিকতায় একটি মডেল তৈরি করা যেতে পারে। কিংবা অতীতে হংকংয়ে যেভাবে লোক পাঠানো হয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে ইউরোপে যে প্রক্রিয়াতেই কর্মী পাঠানো হোক না কেন, নিয়োগের নিয়ন্ত্রণ ইউরোপের হাতেই থাকবে। তবে দক্ষ শ্রমিকদের কোনো সনদ না থাকলে সেটি যেন তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে ইইউর কাছে সম্প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। কারণ, বাংলাদেশে একাধিক বৃহৎ প্রকল্পে (মেগা প্রজেক্ট) অন্তত ৪০ হাজার শ্রমিক কাজ করেছেন এবং করছেন। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল বা এ ধরনের প্রকল্পে কাজ করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং সেটি তারা অর্জন করেছেন। কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক কোনো সনদ নেই। বাংলাদেশে প্রতি বছর চার বছরের নার্সিং কোর্স করে শ্রম বাজারে প্রবেশ করে ৩৫ হাজার স্নাতক। কিন্তু তাদের আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এ ধরনের দক্ষ কর্মীরা যেন বিদেশে কাজের সুযোগ পায় সেজন্য আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।  মনে করা হচ্ছে, ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় এই চার দেশে দক্ষ কর্মী পাঠানো শুরু হলে তার ধারাবাহিকতায় ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি উন্নত বিশ্বেও কাজের পরিধি বাড়বে বাংলাদেশের।  
০৬ এপ্রিল ২০২৪, ০৮:৩২

‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস ২০২৩’ পেলেন এক ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠান
দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এক ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানকে ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস ২০২৩’ প্রদান করা হয়েছে। রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি বুধবার (১৩ মার্চ) আরটিভিতে সম্প্রচার করা হয়। ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩’ পেল যারা: সেরা লাইফ বীমা কোম্পানি ক্যাটাগরিতে এ বছর সম্মাননা পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাশাপাশি সেরা নন-লাইফ বীমা কোম্পানি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ ছাড়া সেরা সংগঠন হিসেবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং সেরা প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে এক্সপার্টস একাডেমি লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি বীমা ব্যক্তিত্ব প্রয়াত আলহাজ মকবুল হোসেনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। তার পুত্র সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মজিবুল ইসলাম এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের অনেকের অনেক সম্পদ থাকতে পারে। কিন্তু সেগুলো একা ভোগ করার জন্য নয়। প্রতিটি মানুষের জন্ম হয়েছে দেশ, সমাজ ও মানুষের জন্য কিছু-না কিছু করার জন্য। আমাদের মানবিক হতে হবে। অবহেলিত মানুষের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে। আমাদের বীমা খাত অনেক পিছিয়ে আছে। এর মধ্যেও যারা ভালো করছে তাদের উৎসাহ দিতে হবে। খারাপ করলে তিরস্কার করতে হবে। এর ফলে ভালো করার প্রবল আগ্রহ তৈরি হবে। সবাই মিলে ভালোভাবে কাজ করে বীমা খাতকে সমৃদ্ধির জায়গা নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম বলেন, বীমা মানুষের রিস্ক কাভার করে। তাই মানুষকে বীমা করতে উৎসাহী করতে হবে। বীমার সুফল সম্পর্কে মানুষকে জানাতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য রাখায় এই খাতের গুরুত্ব অনেকে বেড়েছে। বীমা দিবস পালনের কারণে আমাদের প্রচারণা অনেক বেড়েছে। সবাই মিলে সততার সঙ্গে কাজ করে আমাদের বীমা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে। আমি মনে করি, এই শিল্পের সঙ্গে যারা জড়িত, তারা নিজেদের প্রতিশ্রুতি রাখলে বীমার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং এই শিল্প আরও সম্প্রসারিত হবে। স্বাগত বক্তব্যে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের পক্ষে দেশের মানুষকে সুসংগঠিত করতে বীমা খাতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির বাইরে একমাত্র বীমা খাতকে পেশা হিসেবে নিয়েছিলেন। ১৯৬০ সালের ১ মার্চ তিনি তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। সেখানে বসেই তিনি ছয় দফা প্রণয়ন করেন। মহান পিতার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বীমা পরিবারের সদস্য হিসেবে মনে করেন এবং বঙ্গবন্ধুর মতো তিনিও রাজনীতির বাইরে বীমা খাতকে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। বীমা খাতের এমন ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে ২০২১ সাল থেকে প্রতি বছর আরটিভি বীমা অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে। তারই ধারবাহিকতায় এবার আমরা আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩ প্রদান করছি। আমরা মনে করি বাংলাদেশের বীমা খাতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। বিনিয়োগের জন্য অর্থের জোগান আসবে, সরকার রাজস্ব পাবে। একইসঙ্গে দেশের অর্থনীতি চাঙা হবে এবং সাধারণ মানুষের ভবিষ্যত সুরক্ষিত হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রমুখ। আরটিভি বীমা অ্যাওয়ার্ডস ২০২৩-এর পুরো আয়োজন ছিল ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সৌজন্যে। সহযোগিতায় ছিল কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এক্সপার্টস একাডেমি লিমিটেড।  
১৪ মার্চ ২০২৪, ১১:৪৮

‘মোবাইল ব্যাংকিংয়ে ছয় মাসে লেনদেন ৬ লাখ ৮২ হাজার কোটি টাকা’
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত) মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৬ লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা লেনদেন হয়েছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারদলীয় এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন (১ হাজার ২৯০ কোটি ৬ লাখ ৩০ হাজার) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থমন্ত্রী আরও বলেন, এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ২ হাজার ৪২৫ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য থেকে ১ হাজার ৬১০ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, সৌদি আরব থেকে ১ হাজার ৬০১ দশমিক ২২, যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৩৩২ দশমিক ৬৩ এবং ইতালি থেকে এসেছে ৯০০ দশমিক ২৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স। অপরদিকে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারি উদ্যোগে চালু থাকা ১৮টি পার্কে দেশি-বিদেশি ১৯২টি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত বেসরকারি সেক্টর থেকে বিনিয়োগ হয়েছে প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

বাগেরহাটে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, ছয় পুলিশসহ আহত ২০ 
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজী গ্রুপ ও খাকী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পান্না মোল্লা (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে পুলিশের ৩ এসআইসহ ৬ পুলিশ সদস্য রয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। নিহত পান্না মোল্লা মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের তৈয়াব মোল্লার ছেলে।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম। তিনি জানান, রোববার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কাজী গ্রুপ ও খাকী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশীয় ইট, গুলতি, কাচের বল, চাকতি, বর্শাসহ দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কাজী গ্রুপের পান্না মোল্লা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ওপরও দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে এসআই মামুন, এসআই মাজহার, এসআই বিধান, পুলিশ সদস্য গোপাল, সঞ্জয় ও হাফিজ আহত হন। তিনি আরও জানান, উভয়পক্ষের আরও ১৪ জন আহত হয়েছেন। পুলিশসহ আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২

ছয় শতাধিক নেতাকর্মীর পদত্যাগ, যা জানাল জাতীয় পার্টি
ঢাকা মহানগর উত্তরের নয়টি থানার ও বিভিন্ন পর্যায়ের ৬৬৮ জন নেতাকর্মীর দল থেকে পদত্যাগের বিষয়টি সত্য নয় বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানান জাপা চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। বার্তায় জালালি বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে- ‘জাতীয় পার্টি থেকে ৬৭১ জন পদত্যাগ করেছে।’ আমাদের প্রশ্ন হচ্ছে, আসলে ওই সভায় কতজন উপস্থিত ছিলেন? যারা উপস্থিত ছিলেন তারা সবাই কী জাতীয় পার্টির সদস্য? তাছাড়া, যারা সংবাদ সম্মেলন করেছেন তারা কী ৬৭১ জনের কোনো তালিকা প্রকাশ করেছে?’  তিনি বলেন, ‘প্রকৃত সত্য হলো, ঢাকা মহানগর উত্তরের বেশির ভাগ নেতাকর্মী আজ জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে উপস্থিত থেকে গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আজ দুপুরে বনানীস্থ কার্যালয়ে নব গঠিত ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির নেতৃবৃন্দ একটি সভাও করেছেন।’  প্রসঙ্গত, এদিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে, বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় পার্টি থেকে ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের ৬৬৮ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।
২৫ জানুয়ারি ২০২৪, ২৩:১২

ছয় মামলায় গয়েশ্বরের আগাম জামিন
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পৃথক ৬ মামলায় উচ্চ আদালতে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  জানা গেছে, এদিন রাজধানীর পল্টন ও রমনা থানায় দায়ের করা এসব মামলায় আদালতে গয়েশ্বরের আগাম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। এটিকে কেন্দ্র করে নাশকতা এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছিল। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়ের করা নাশকতা মামলায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন আদালত। আগামী ২৫ মার্চ পর্যন্ত তার জামিনও বহাল থাকবে।
২২ জানুয়ারি ২০২৪, ১৬:২৮

জাল ভোট : দুজনের ছয় মাসের কারাদণ্ড
সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   রোববার (৭ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন। দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১-চ ধারা অনুযায়ী তাদের দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়