• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
দগ্ধ মা-বাবার পর চলে গেলেন ছেলেও
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা ও মায়ের পর ছেলে সোহাগও (১৯) মারা গেছেন। সোমবার (১ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ২৬ মার্চ রাত সাড়ে ৩টার দিকে এলপিজি গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। সেহরির সময় রান্না করার জন্য আগুন জ্বালাতেই তা পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩১ মার্চ রাত সাড়ে ১১টায় নুরুল ইসলাম নান্নু (৬২) মারা যান। এরপর তার স্ত্রী সুফিয়া বেগম সোমবার ভোরে এবং দুপুর পৌনে ১২টায় মারা যান তাদের ছেলে সোহাগ। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।  বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় দগ্ধ নুরুল ইসলামের মেয়ে সাথী আক্তার এখনও চিকিৎসাধীন। তার শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া নিহত সুফিয়ার শরীরের ৮০ শতাংশ, নুরুল ইসলামের ৪৮ শতাংশ ও সোহাগের শরীরের ৩৮ শতাংশ পুড়ে যায় বলেও জানান তিনি।
০১ এপ্রিল ২০২৪, ১৭:১৭

মায়ের মারা যাওয়ার খবর শুনে চলে গেলেন ছেলেও
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছেলেও। বুধবার (৩ জানুয়ারি) রাতে মারা যান মা লায়লা বেগম (৭০)। এর আধঘণ্টা পরে মারা যান মো. রেজাউল করিম (৪৫)। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে আসেন মো. রেজাউল করিম। দুই মেয়ে আছে। মরিয়াম নগর ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম হিরু বলেন, রেজাউল করিমের মা লায়লা বেগম (৭০) বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টা ৩০ মিনিটে দিকে মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল গণমাধ্যমকে বলেন, মা-ছেলের মৃত্যুর খবরে এলাকার সবাই শোকাহত। রেজাউলের দুই মেয়ে আছে। বৃহস্পতিবার মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
০৪ জানুয়ারি ২০২৪, ১৮:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়