• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বিরোধের জেরে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে লিয়াকত আলী (৫৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন।   শুক্রবার (২২ মার্চ) উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।  লিয়াকত সাঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্তরা একই এলাকার হেলাল মিয়াসহ আরও দুই-তিনজন।  পুলিশ ও স্থানীয়রা বলছেন, লিয়াকত আলীর সঙ্গে হেলাল মিয়ার বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই হেলালসহ দু-তিনজন ওই লিয়াকতকে ঘেরাও করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২৩ মার্চ ২০২৪, ১৪:০৪

রাবির হলের কক্ষে শিক্ষার্থীর বুকে ছুরিকাঘাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হলে নিজ কক্ষে থাকা অবস্থায় ছুরিকাঘাতে আহত হয়েছেন জয়দেব সাহা নামের এক শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, জয়দেব সাহা  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থী শাহ মখ্দুম হলের হলের ৩৪১ নং রুমে থাকতেন। তার বাড়ি নোয়াখালীতে। ওই শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, অনেকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেওয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া-দাওয়াও করেছে।  আহত জয়দেব জানান, তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে। শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে এসেছি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪নং ওয়ার্ডে ভর্তি আছে। সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে, এ বিষয়ে এখনও জানা যায়নি।  
২৩ মার্চ ২০২৪, ০১:৩৫

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা মার্কেটের নৈশপ্রহরীকে ছুরিকাঘাত 
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদকে (৬৫) ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মার্কেটের দোকান মালিকরা আহত অবস্থায় নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।  মঙ্গলবার (১২ মার্চ) রাতের কোনো এক সময়ে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়কের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আহত নৈশপ্রহরী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ারপাচিল গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। মার্কেটের দোকানদার রেজাউল, শহিদুল ও মোস্তফা বলেন, সকালে দোকান খোলার জন্য মার্কেটে এসে দেখা যায় নৈশপ্রহরী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করেছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সুমন কুমার দাস জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। সিরাজগঞ্জের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহত বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদকে হাসপাতালে দেখতে যাই। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
১২ মার্চ ২০২৪, ১৫:৫৫

থানার কাছেই পুলিশকে যুবকের ছুরিকাঘাত
রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আহত করেছেন সেলিম ইসলাম (৩০) নামের এক যুবক। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দূর্গাপুর থানার মোড়ে ঘটনাটি ঘটেছে। আহত ওই পুলিশ কনস্টেবলের নাম ফিরোজ আহম্মেদ (৩৭)। জানা গেছে, এদিন দুপুর দুইটার দিকে দূর্গাপুর বাজারে সোনালী ব্যাংকের সামনে দিয়ে কনস্টেবলের ফিরোজ যাচ্ছিলেন। এসময় সেলিম তার সমানে এসে দাঁড়ায়ে একে অপরের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে সেলিম তার পকেট থেকে ছুরি বের করে ওই কনস্টেবলের পেটের ভেতরে আঘাত করে। এরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে হোজা দক্ষিণ পাড়া গ্রামের আনসার আলীর ছেলে সেলিম (৩০)। আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আটক সেলিমের ভাই মজনু জানিয়েছেন, সেলিম রেজা মানসিক রোগী। তাকে কাজের সন্ধানে সৌদি আরবে পাঠানো হয়। এক সময় সেখানে পুলিশের হাতে আটক হয়, জেলও খাটে। এরপর তাকে সেই দেশের পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দেয়। গত দুই বছর আগে সে দেশে আসে। এরপর থেকে সে মানসিক রোগী হয়ে যায়।  দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতে আমাদের এক পুলিশের সদস্য আহত হয়েছেন। আমি থানার বাইরে আছি, ফিরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১০

ফেসবুকে ছবি আপলোড নিয়ে ঝামেলা, ৪ বন্ধুকে ছুরিকাঘাত
দিনাজপুরের হিলিতে এক মেয়ের ছবি ফেসবুক মেসেঞ্জারে আপলোড ও সেন্ড করা নিয়ে পূর্ব বিরোধের জেরে চার বন্ধুকে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করেছেন আল-আমিন নামের এক যুবক। পরে সেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেছেন আহতদের ফুফাতো ভাই নাইম ইসলাম।  গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার বাজারস্থ এলএসডি গোডাইন মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।  গ্রেপ্তারকৃত আসামি আল-আমিন (২৫) হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার তাজরুল ইসলামের ছেলে।  মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী নাইম ইসলাম, নাহিদ হাসান, কাওসার আহমেদ শাকিল ও মইন মিয়া সজল উপজেলার এলএসডি গোডাউন মোড়ে চা খাওয়ার জন্য বের হোন। এ সময় তারা বিবাদী আল-আমিনের পাটের বস্তার দোকানের সামনে পৌঁছালে আল-আমিন তাদের দেখতে পেয়ে ধারালো চাকু ও লাঠি হাতে পথরোধ করে। আল-আমিন অকথ্য ভাষায় গালিগালাজ করার সময় কাওসার আহমেদ প্রতিবাদ করলে বিবাদী আল-আমিন হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাকেসহ নাহিদ হাসান, বন্ধু কাওসার আহমেদ শাকিল, মইন মিয়া সজলকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় এবং রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে কাওসার আহমেদ শাকিলের শরীরের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন। তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আহতরা চিকিৎসা নিয়েছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
১৩ জানুয়ারি ২০২৪, ২০:০৩

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারের সময় দুজনকে ছুরিকাঘাত
চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে প্রচারের সময় তার দুই কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলা চালিয়ে আরও পাঁচজনকে আহত করা হয় বলেও জানা গেছে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।  নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। আরও পড়ুন : মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ   ছুরিকাঘাতে আহত দুজন হলেন বিক্রমজিৎ মিত্র (৪০) ও রনি মিত্র (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল পাঁচটার দিকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গৌরগোবিন্দ আশ্রমের সামনে ঈগল প্রতীকের পক্ষে প্রচারপত্র বিলি করছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় প্রায় ৩০ জনের একটি দল প্রচারণায় থাকা ব্যক্তিদের অতর্কিত মারধর শুরু করেন। একপর্যায়ে দুজনকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের বাইরে আরও অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে ঝুলন দত্ত (৪৮) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরও পড়ুন : কাশিমপুর কারাগারে বন্দি নারী হাজতির মৃত্যু   আহত ঝুলন দত্ত পটিয়া উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, নৌকার সমর্থক ও উপজেলা মৎস্যজীবী লীগের নেতা সাইফুল ইসলাম ও মোহাম্মদ আরিফের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়েছে। ঈগলের পক্ষে কাজ করায় তাদের গালিগালাজ করতে করতে মারধর করা হয়। অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা (আহতরা) বিএনপি-এলডিপির লোক। তারা বিএনপির প্রচারপত্র বিতরণ করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করেছে। নৌকার পক্ষে মিছিল নিয়ে যাওয়ার সময় এই মারামারি দেখেছি। পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শুনেছি নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। 
০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়