• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ভারতের রানের পাহাড়ে উঠতে দ্রুত গতিতে ছুটছে ইংল্যান্ড
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছিল ভারত। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ১১৯ রান তুলতে অলআউট হয় স্বাগতিকরা। এতে ৪৪৫ রানের বড় লক্ষ্য পায় ইংলিশরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জবাব দিতে নেমে ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংল্যাল্ড। এতে দুই উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে তারা। দ্বিতীয় দিন শেষে ভারতের থেকে ২৩৮ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। তবে ইনিংস বড় করতে পারেননি ক্রাউলি । ২৮ বলে ১৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। তৃতীয় উইকেটে ওলি পোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ডাকেট। ৫৫ বলে ৩৯ রান করে ওলি পোপ আউট হলেও ৮৮ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন ডাকেট।  শেষ পর্যন্ত জো রুট ১৩ বলে ৯ রান এবং বেন ডাকেট ১১৮ বলে অপরাজিত ১৩৩ রানে ভর করে ২০৭ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্র অশ্বিন একটি করে উইকেট নেন। এর আগে দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন প্রথম দিনে ১১০ রানে অপরাজিত থাকা রবিন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদব। এদিন ব্যক্তিগত দুই রান যোগ করতে সাজঘরে ফেরেন জাদেজা। ২২৫ বলে ১১২ রান করে আউট হন এই বাঁহাতি অলরাউন্ডার। ৪ রান করে তাকে সঙ্গ দেন কুলদ্বীপ যাদব। এরপর ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অশ্বিন। তবে ফিফটি পূরণ করতে পারেননি কেউই। ৮৯ বলে ৩৭ রান করে অশ্বিন আউট হলে, ৪৬ রান করে তাকে সঙ্গ দেন জুরেল। শেষ দিকে ২৮ বলে ২৬ রান করে বুমরাহ আউট হলে ৪৪৫ রানে অলআউট হয় ভারত।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১

রাজকোট টেস্টে বড় সংগ্রহের পথে ছুটছে ভারত
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল ভারত। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। তৃতীয় টেস্টে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছে রোহিত-গিলরা। বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) রাজকোটে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি ভারত। ১০ বলে ১০ রান করে আউট হন যশ্বী জয়সওয়াল। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শুভমান গিলও। ৯ বলে শূন্য রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। ১৫ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন রজত পাতিদার। চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রোহিত শর্মা। দুজনের ব্যাট থেকে আসে ২০৪ রান। ১৫৭ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় অধিনায়ক। ১৯৬ বলে ১৩১ রানের ইনিংস খেলে আউট হন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাদেজা। ১৯৮ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত সারফরাজ খান। ৪৮ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তিনি। ৬৬ কলে ৬২ রান করে রান আউট হয় এই ডান হাতি ব্যাটার। কিন্তু অপর প্রান্ত আগলে রাখেন জাদেজা। কুলদ্বীপ যাদবকে সঙ্গে নিয়ে ৩২৬ রানে দিন শেষ করেছে জাদেজা। কুলদ্বীপ ১০ বলে ১ রান করে  ২১২ বলে ১১০ রান করে অপরাজিত আছে জাদেজা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মার্ক উড। এ ছাড়াও এক উইকেট শিকার করেন টম হার্টলি।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়