• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নারায়ণগঞ্জে কাঁচাবাজারে আগুন, ২০০ দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনে প্রায় দুই শতাধিক দোকানের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার (২৩ মার্চ) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, আগুনের খবর পেয়ে আমাদের কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচলের চারটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আগুনটা বড় হওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
২৪ মার্চ ২০২৪, ০৯:৫৭

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি
বর্তমানে বিভিন্ন জায়গাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে কারও দোকান পুড়ে যাচ্ছে তো কারও বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃটিশ মডেল-অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি।  গত ১৪ মার্চ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত কারা ডেলেভিনের  বিলাসবহুল বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।  যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে জানায়, বাড়িটির পেছনে প্রচন্ড আগুনের শিখা দেখতে পান ফায়ারকর্মীরা। দুতলা বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে ৯৪ জন কর্মী ২ ঘণ্টা কাজ করেন। কিন্তু ততক্ষণে কারা ডেলেভিনের বাড়ির ছাদের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়। সেসময় যুক্তরাজ্যে ছিলেন এই অভিনেত্রী।    ইনস্টাগ্রাম পোস্টে কারা ডেলেভিন লেখেন, ‘আজ আমার হৃদয় ভেঙে গেছে। আমি এটি বিশ্বাস করি না। চোখের পলকে মানুষের জীবন বদলে যায়।’      স্টুডিও সিটিতে অবস্থিত কারা ডেলেভিনের বিলাসবহুল এই বাড়িটি। ২০১৯ সালে বাড়িটি কেনেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স জানায়, বাড়িটির মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।  প্রসঙ্গত, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দক্ষ কারা ডেলেভিন। আলোচিত সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’ অভিনয় করেছেন তিনি। প্রখ্যাত ফরাসি পরিচালক লুক বেসোঁর সিনেমাতেও দেখা গেছে তাকে।  সূত্র : সিএনএন    
১৯ মার্চ ২০২৪, ০৯:৫১

হবিগঞ্জে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও তা জানা যায়নি।  শুক্রবার (১৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ছোট-বড় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তন্মধ্যে সফর আলীর চা দোকান, ফুল মিয়ার মিষ্টির দোকান, ফরিদ মিয়ার ফলের দোকান, করিম মিয়ার হোটেল, টং দোকান ২টি, সেলুন, কম্পিউটার দোকান, মোবাইল সার্ভিসিং ছাড়া কয়েকটি টং দোকান পুড়েছে।  উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
১৫ মার্চ ২০২৪, ১৭:৩৪

পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই
বরগুনার পাথরঘাটায় হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ১২টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।  বুধবার (১৩ মার্চ) সকাল ৭ টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম রোডে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বরগুনা জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।   স্থানীয়রা জানান, ভোর রাতে সেহরি খেয়ে সবাই ঘুমিয়ে ছিলেন। পরে সকালে কয়েকজন দেখতে পান ইদ্রিস এর দোকানে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান জানান, আগুন লেগে অনেকগুলো ঘর পুড়ে গেছে। আমরা তালিকার কাজ শুরু করেছি। তালিকা শেষে সরকারী অনুদান ক্ষতিগ্রস্তদের দেয়ার ব্যবস্থা করবো। ইতোমধ্যে এমপি মহোদয় তার ব্যক্তিগত পক্ষথেকে সহায়তা করেছেন।  এ ব্যাপারে ফায়ার সার্ভিস-পাথরঘাটা স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সাথেই আমাদের টিম আগুন নিয়ন্ত্রণের জন্য ছুটে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।  সংসদ সদস্য সুলতানা নাদিরা জানান, ঘটনা শোনার পরেই আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলো দেখে এসেছি। আমার পক্ষ থেকে সকলকেই সহায়তা করেছি এবং সরকারী ভাবেও সহায়তা করা হবে বলেও জানান তিনি। 
১৩ মার্চ ২০২৪, ২২:২৪

উত্তরার আগুন নিয়ন্ত্রণে, প্রায় সব দোকান পুড়ে ছাই
রাজধানীর উত্তরার ১১ নং কাঁচা বাজারের পাশে বেডিং মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে যেয়ে কাজ শুরু করে। কর্মীদের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মার্কেটের প্রায় সব দোকানই পুড়ে গেছে।
১২ মার্চ ২০২৪, ০৯:৩০

রমজানের জন্য রাখা ১ লাখ টন চিনি পুড়ে ছাই
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি সুগার মিলে লাগা আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে করে কারখানায় থাকা এক লাখ টন অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় এস আলম সুগার মিলে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট ও নৌবাহিনী যৌথ চেষ্টায় চার ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারখানার সহকারী ফিটার মনির জানান, গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ টন অপরিশোধিত চিনি ছিল। এগুলো রমজানকে সামনে রেখে আমদানি করা হয়েছিল। এখান পরিশোধিত হয়ে চিনিগুলো মার্কেটে যাওয়ার কথা ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষে থেকে কিছু না জানালেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন মিলের কর্মচারীরা। এর আগে, বিকেলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কর্ণফুলী ও আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নেভাতে কাজ করছে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনী।
০৪ মার্চ ২০২৪, ২৩:৩৫

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই 
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদরের জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।  স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ খোকন স্টোরে আগুন লাগে। এ সময় মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ রুপ ধারণ করে ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।   স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর আগেই মায়ের দোয়া ওয়ার্কশপ, আরাফাত রেন্ট এ কার, শরীফ স্টোরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন তাদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তারা বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা দেরীতে যাওয়ায় ক্ষতি বেশি হয়েছে। ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কি কারণে অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক মন্তব্য করেননি তিনি। রাস্তায় জ্যাম থাকায় দেরি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপির চিলাদী গ্রামে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার চিলাদী উত্তর-পশ্চিম পাড়া অটোচালক আবদুল হান্নানের বসতঘরে আগুন লাগে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি  পরিবারটির। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সোমবার দুপুরে হঠাৎ আবদুল হান্নানের বসতঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। 
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭

কালিয়াকৈরে বাসাবাড়িতে আগুন, ১৭ কক্ষ পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোডমিল এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে ১৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে উপজেলার বোটমিল এলাকায় ওসমান হাজীর বাসাবাড়িতে এই ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার পৌনে আটটার দিকে উপজেলার বোডমিল এলাকায় ওসমান হাজীর একটি টিন সেট ঘরের কক্ষে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে আশপাশের প্রায় ১৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিভিন্ন কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কালিয়াকৈরে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে জানা যায়নি কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪২

বাউফলে গলায় ছাই আটকে শিশুর মৃত্যু 
পটুয়াখালীর বাউফলে গলায় ছাই আটকে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. সোলাইমান (৩)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত সপ্তাহে ঝিলনা গ্রামের নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায় সোলাইমান। মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে। এ সময় খেলার ছলে ধান সিদ্ধ করার মাটির চুলা থেকে ছাই তুলে গিলে ফেলে সোলাইমান। এরপর সে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন সোলাইমানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, শ্বাসনালিতে ছাই আটকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়