• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে প্রায় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি।  বুধবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।  আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মো. আমজাদ হোসেন খোকন (৫০)। তিনি সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে। এ সময় ১৫০ সিসির একটি হিরো হাংক মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেলসহ স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা। বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে বিজিরি একটি বিশেষ আভিযানিক দল, সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৬৫ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদরাসা মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে উক্ত স্বর্ণ চোরাকারবারীকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বার ও মোটরসাইকেলের বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ৩২০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
০৪ এপ্রিল ২০২৪, ১৬:২২

কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
নওগাঁয় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ মহাসিন মুল্লিক (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। মূর্তিটির মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা। রোববার (২৪ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড স্টেডিয়ামের সামনে থেকে মহাসিন মুল্লিককে আটক করে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মহাসিন মুল্লিক জেলার রানীনগর উপজেলার সৌলিয়া গ্রামের সোলাইমান মুল্লিকের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরকারবারি মহাসিন মুল্লিক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।  এ সময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে  মহাসিন মল্লিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
২৪ মার্চ ২০২৪, ২২:৫৬

কোটি টাকার স্বর্ণসহ নারী চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১১টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি ইজিবাইকযোগে কয়েকজন যাত্রী ছয়ঘড়িয়া গ্রামের মধ্যদিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের তল্লাশি করে বিজিবি সদস্যরা। পরে তাছলিমা খাতুন নামে এক যাত্রীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার।  জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। আটককৃত তাছলিমা খাতুন দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটক নারী চোরাকারবারিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
০৩ মার্চ ২০২৪, ১৮:৩০

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার দাম ৪ কোটি টাকার বেশি। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।  রিমন ওই উপজেলার মাটিলা বাগানপাড়ার হজরত আলীর ছেলে। মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওত পেতে ছিল।  এ সময় দুই চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তাদের একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিপন নামে এক যুবককে ধরে ফেলে বিজিবি। এ সময় চোরাকারবারিদের ব্যাগে ৪০টি (ওজন- ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে রিমন হোসেনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার করা স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।    
১৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়