• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ধারের টাকা চাওয়ায় ইউপি চেয়ারম্যানকে মারতে গেলেন যুবক, অতঃপর...
চাঁদপুর সদর উপজেলায় জেলেদের চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীকে মারতে এসে দেশীয় অস্ত্রসহ (বড় ছুরি) ইকবাল বন্দুকশী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তরপুরচন্ডী ইউনিয়নে অস্থায়ী কার্যালয় তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।  ইকবাল তরপুরচন্ডী গ্রামের মো. ইদ্রিস বন্দুকশীর ছেলে। ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বলেন, ইকবাল বেশ কয়েক বছর আগে আমার কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সে আমার টাকা দেই দিচ্ছি বলে বাহানা করে। এক পর্যায়ে সে প্রবাসে চলে যায়। বিদেশ থেকে আসার পর আমি এখন আবার তার কাছে টাকা চাইলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। প্রায় দিনই আমার সামনে অসৌজন্যমূলক আচরণ করে। আজকে আবার পরিষদের সামনে প্রকাশে ছুরি নিয়ে আসে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, ইকবাল ছুরি নিয়ে পরিষদের সামনে আসলে এলাকাবাসী গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক রাখে। পরে মডেল থানার উপপরিদর্শক আজাদ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪

উপজেলা চেয়ারম্যানকে কিলঘুষি মেরে পালালেন দুর্বৃত্তরা
পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।  রোববার (২৮ জানুয়ারি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সাঁথিয়া সরকারি কলেজ মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা দুজন দুর্বৃত্ত তাকে কিলঘুষি মেরে দ্রুত স্থান ত্যাগ করে।  মুখে কাপড় ঢাকা থাকলেও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার তাদেরকে চিনতে পেরেছেন বলে দাবি করেন। তিনি জানান, দুর্বৃত্তদের একজনের বাড়ি দক্ষিণ বোয়াইলমারী। অপরজনের বাড়ি গাগড়াখালি গ্রামে। এরা উভয়ই চিহ্নিত অপরাধী, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে তারা জড়িত। তাদের বিরুদ্ধে সাঁথিয়া-বেড়া সড়কে ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনায়ার হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৫

বান্দরবানে ইউপি চেয়ারম্যানকে অপহরণ
বান্দরবানে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা তাকে অপহরণ করেছে। রোববার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রুমা উপজেলার রুমা-কেউকারাডং সড়কের হারমুন পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।  অপহৃত উহ্লা মং মারমা রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। চেয়ারম্যানের স্ত্রী পিয়ান এং ময় জানান, উহ্লা মং মারমা সকালে কেউকারাডং এলাকায় গিয়েছিল। ফেরার পথে বিকেল সাড়ে ৩টায় কেউকারাডং-রুমা সড়কের ৪ নম্বর কালভার্ট এলাকায় পৌঁছালে তার গাড়ি রোধ করে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যায় কুকি-চিন সদস্যরা। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান গণমাধ্যমকে জানান, অপহরণের শিকার উহ্লা মং চেয়ারম্যানকে উদ্ধারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
১৪ জানুয়ারি ২০২৪, ২০:০৩

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি, ভিডিও ভাইরাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকার বিপরীতে ভোট করায় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তোফাজ্জল হোসেন তোফা নামে নৌকা প্রতীকের এক কর্মীর বিরুদ্ধে।  সম্প্রতি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় এক নির্বাচনী প্রচারণা সভায় এ হুমকি দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।  ভিডিওতে নৌকা প্রতীকের কর্মী তোফাজ্জল হোসেন তোফাকে বলতে শোনা যায়, ‘ঘরে ঢুকলেও লাভ নাই। এই নাইমুজ্জামান মুক্তা তোমার পেছনে দুদক লাগায় রাখবে। কাজী ডাবলু তোমার সময় শেষ আর কয়েকটা দিন। আওয়ামী লীগের সেক্রেটারি নাইবুল চেয়ারম্যানকে আমরা মাইর দিয়ে ঘরে ঢুকাইছি, নজরুল ওয়ার্কশপকে আমরা পিটিয়ে মেরে ফেলাইছি। এইবার তোমাকে মারবো নৌকার ভোটে। তোমার বাঁচন নাই। ভাল জাতের কচু অল্প জালে সিদ্ধ হয়। আর অজাতের কচুতে যদি সারা রাত জাল দেওয়া হয় তবুও সিদ্ধ হয় না। আর ডাবলু মিয়া ট্রাকে উঠছে। এইগুলা হচ্ছে অজাতের কচু। মেইন কথা ভাল লোক ভালো হবে কথার বচন এক। এই শয়তানগুলোকে ভাল করবো এইবার লাঠি দিয়ে, নৌকার ভোট দিয়ে।’ সভায় পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়ার সমর্থনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, দলের সভানেত্রীর নির্দেশেই আমাদের দলের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। আমাদের নৌকার প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। দলের নেতাকর্মীরা যে যার মতো পছন্দের প্রার্থীদের প্রচারণায় নেমেছে। নৌকার কর্মী তোফাজ্জল তার বক্তব্যে বলেছে, যেভাবে শ্রমিকলীগ নেতা নজরুলকে হত্যা করেছে সেভাবে আমাকেও হত্যা করবে। তার উসকানিমূলক এমন বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বক্তব্যের বিষয়ে তোফাজ্জল হোসেন তোফা বলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু তেতুঁলিয়া চৌরাস্তা এলাকায় একটি সভায় আমাকে চোর, ডাকাত বলেছিলেন। এ কারণে ক্ষোভে, মনের আবেগে কথাগুলো বলে ফেলছি। আপনারা এগুলো নিয়ে লেখালেখি করিয়েন না। আসলে চেয়ারম্যানও আমাদের দলীয় লোক থু থু ছিটালে নিজেদের গায়েই পড়বে। আমরা সবাই এক দলের। এ বিষয়ে পঞ্চগড়-১ আসনে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম ও দায়রা জজ মার্জিয়া খাতুনের কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 
০১ জানুয়ারি ২০২৪, ১১:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়