• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে চারটিতেই জয়ের দেখা পেয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।  তবে নিজেদের সর্বশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে লখনৌর বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামছে মোস্তাফিজের দল। মঙ্গলবার (২৩ এপ্রিল) টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লখনৌর অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। প্রতিশোধের এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে চেন্নাই। রাচিন রবীন্দ্রর জায়গায় একাদশে ফিরেছেন ড্যারিল মিচেল। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে লখনৌ।  চেন্নাই একাদশ : ড্যারিল মিচেল, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। লখনৌ একাদশ : কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণুই, মহসিন খান, যশ ঠাকুর।
২৩ এপ্রিল ২০২৪, ১৯:৪৫

মোস্তাফিজে সন্তুষ্ট চেন্নাই কোচ
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দারুণ সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। তবে আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন চেন্নাই সুপার কিংসের এই পেসার। এদিকে দ্য ফিজের দেশে ফিরে যাওয়াটা চেন্নাইয়ের জন্য কষ্টের বলে মন্তব্য করেছেন দলটির ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি। চলতি আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কাটার মাস্টার। এরপর দলটির হয়ে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই উইকেট শিকার করেছেন দ্য ফিজ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৪ ওভার বল করে ২২৬ রান খরচায় ১১ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এই পেসার। বোলিংয়ে তার গড় ২০ দশমিক ৫৪ ও  ইকোনোমি ৯ দশমিক ৪১। তবে জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় চেন্নাইয়ের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন দ্য ফিজ। কেননা, পহেলা মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিজের স্লোয়ার ডেলিভারির প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে হাসির ভাষ্য, ‘সে (ফিজ) দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করতে পারে। তার সেই ডেলিভারি খেলা ব্যাটারদের জন্য খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। সে যখন বাংলাদেশে ফিরে যাবে, তখন আমরা খুব কষ্ট পাবো। কিন্তু তার দেশ থেকে তাকে ডাকা হয়েছে। যতদিন সম্ভব আমরা তাকে রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তার  পারফরমেন্সে আমরা খুশি।’
২৩ এপ্রিল ২০২৪, ১৯:০২

আইপিএল ২০২৪ / টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। আসরে এখনও পর্যন্ত ছয় ম্যাচ জিতে চারটিতেই জয়ের দেখা পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের সপ্তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টাসের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই। শুক্রবার (১৯ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে লখনৌ। চেন্নাইয়ের একাদশ : রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, শিভাম ডুবে, আজিঙ্কা রাহানে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুশার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। লখনৌ একাদশ : কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুদা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণয়, যশ ঠাকুর, মাট হেনরি, মহসিন খান।
১৯ এপ্রিল ২০২৪, ১৯:৪২

টস হেরে ব্যাটিংয়ে মোস্তাফিজের চেন্নাই
টানা দুই জয়ে আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের স্বাদ পায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদের বিপক্ষেও হেরেছিল তারা। তবে হোম ভেন্যুতে কলকাতার বিপক্ষে ৭ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় এম এস ধোনির দল। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার তিনে চেন্নাই। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে সাতে মুম্বাই।  সবশেষ ২ ম্যাচে হোম ভেন্যুতে জয়ে বাড়তি আত্মবিশ্বাসী মুম্বাই। রোববার (১৪ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টায়। মুম্বাইয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে চোট কাটিয়ে একাদশে জায়গা পেয়েছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। তাকে জায়গা দিয়ে থিকসানা বাদ পড়েছেন।  টাইগার পেসার মোস্তাফিজও সিএসকের একাদশে আছেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে মুম্বাই। চেন্নাইয়ের একাদশ : রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, সামির রিজভি, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুশার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। মুম্বাইয়ের একাদশ : ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), তিলক ভার্মা, টিম ডেভিড, মোহাম্মদ নবি, রোমারিও শেফার্ড, শ্রেয়াস গোপাল, জাসপ্রিত বুমরাহ, জেরাল্ড কোয়েৎজি, আকাশ মাধেওয়াল।
১৪ এপ্রিল ২০২৪, ১৯:৫৪

আইপিএল ২০২৪ / টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
টানা দুই ম্যাচ জিতে চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই সুপার কিংস। সবশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রবাদের মুখোমুখি হয়েছে চেন্নাই। শুক্রবার (৫ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে হায়দ্রাবাদ। এই ম্যাচে চেন্নাইয়ের একাদশের নেই টাইগার পেসার মোস্তাফিজ। চেন্নাইয়ের একাদশ: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গাইকোয়াড (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিভাম ডুবে, রবীন্দ্র জাদেজা, ডেরিল মিচেল, রাচিন রবিন্দ্র, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মঈন আলী ও মাহিশ পাথিরানা। হায়দ্রাবাদ একাদশ: অভিষেক শর্মা, এইডেন মার্করাম, এনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, নিতিস কুমার রেড্ডি, মায়াঙ্ক মার্কন্ডে, উনাদকাট ও নাতারাজান।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

টস হেরে ফিল্ডিংয়ে মোস্তাফিজের চেন্নাই
চলতি আইপিএলের টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিয়ের শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে মোস্তাফিজের দল। রোববার (৩১ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। চেন্নাইয়ের একাদশ: মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গাইকোয়াড (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, সামির রাজভি, রবীন্দ্র জাদেজা, ডেরিল মিচেল, রাচিন রবিন্দ্র, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাহিশ থিকশানা। দিল্লির একাদশ: ঋষভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শা, ত্রিস্তান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, মুকেশ কুমার ও খলিল আহমেদ।
৩১ মার্চ ২০২৪, ১৯:৪৭

মুস্তাফিজের ২ উইকেটে জিতল চেন্নাই
চেন্নাই সুপার কিংস  অনেকটা এগিয়ে গিয়েছিল ব্যাটিংয়ে । ব্যাট হাতে বড় লক্ষ্য দেয় গুজরাটকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চেপে ধরে বোলিংয়েও। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজের চেন্নাই। মঙ্গলবার (২৬ জানুয়ারি) চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে গুজরাট। ৪ ওভার বোলিংয়ে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।   গুজরাটের শুরুটা  ভালো হয়নি । পাওয়ারপ্লের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসে শুভমান গিলের দল। দুই ওপেনার শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরান দীপক চাহার।  শুরুতে ২০৭ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই। জবাবে চেন্নাইয়ের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে গুজরাটকে চাপে ফেলতে থাকে। ১৬ বলে ২১ রানে আউট হয়েছেন ডেভিড মিলার।ইনিংস ধরে খেলতে না পারায় ৮ উইকেটে করতে পারে ১৪৩ রান পায় গুজরাট । মোস্তাফিজ ছাড়াও ২১ রানে তুশার দেশপান্ডে  নিয়েছেন দুটি উইকেট। আর ২৮ রানে দুটি নিয়েছেন দীপক চাহারও। একটি করে নিয়েছেন ড্যারিল মিচেল ও মাথিশা পাথিরানা। শুরুতে টস হেরে ব্যাট করার সুযোগটা কাজে লাগিয়েছে চেন্নাই। ৬ উইকেটে করেছে ২০৬ রান। তিনটি ইনিংসে ভর করে সমৃদ্ধ হয়েছে চেন্নাইয়ের স্কোরবোর্ড। ৪৬ রানের ইনিংস খেলেছেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র । তবে রবীন্দ্রর ইনিংস ২০ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন । ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন অধিনায়ক গায়কোয়াড়। ২৩ বলে শিভম দুবের বিস্ফোরক ৫১ রানের ইনিংসে স্কোরবোর্ড বড় হয়ে ওঠে। ম্যাচসেরাও হন তিনি। ২টি চার ও ৫টি ছয় ছিল তার ইনিংসে। ৬ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসে অবদান রাখেন সামির রিজভি। তাছাড়া ড্যারিল মিচেল ২০ বলে ২৪ রানে অপরাজিত থেকেছেন। গুজরাটের হয়ে রশিদ খান ৪৯ রানে নিয়েছেন দুটি উইকেট। সাই কিশোর, স্পেন্সার জনসন ও মোহিত শর্মা  নিয়েছেন একটি করে উইকেট।
২৭ মার্চ ২০২৪, ০৪:৫৫

মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএল খেলতে ভারতে পাড়ি জমিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।  আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগটির সপ্তদশ আসরের। টিম হোটেলে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে চেন্নাই সুপার কিংস।  চেন্নাই শিবিরে যোগ দিতে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন মোস্তাফিজ। ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি। এরপর ভারতে পৌঁছে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে, নিজেদের পেজে মোস্তাফিজের যোগদানের খবর জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।  গতকাল লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি। আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।  
১৯ মার্চ ২০২৪, ১৯:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়