• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
চুয়াডাঙ্গার দুটি আসনেই নৌকা জয়ী
চুয়াডাঙ্গার দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দুটি আসনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাত ১১ টায় নিজ কার্যালয়ে ওই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা।  চুয়াডাঙ্গা-১ আসনের মোট ১৮১ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা (ঈগল) পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এই আসনে মোট ৪৯ শতাংশ ভোট প্রদত্ত হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনে মোট ১৭৩ টি কেন্দ্রের ফলফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) আলী আজগার টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আবু হাসেম রেজা পেয়েছেন ৬০ হাজার ৮৩৪ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এই আসনে মোট ৪৬ শতাংশ ভোট প্রদত্ত হয়েছে। এদিকে, বিকেলে দর্শনায় আচরণবিধি লঙ্ঘন করায় আরিফুর রহমান ঝন্টু নামে এক নৌকা প্রার্থীর সমর্থককে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
০৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়