• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
কাভার্ডভ্যানের চাপায় চিকিৎসক নিহত
মাগুরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীসহ দুজন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোমিও চিকিৎসকের নাম শাহজাদ জোয়ার্দার (৪০)। তিনি ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে। পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে স্ত্রী আরাবী খাতুন ও প্রতিবেশী এক নারীকে নিয়ে মাগুরার ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন শাহজাদ। পথে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহজাদ। তার স্ত্রীসহ আহত দুজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পণ্যবাহী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ২০:০২

প্রাইভেটকারের চাপায় ভ্যানচালক নিহত
গাজীপুরে প্রাইভেটকারের চাপায় এক ভ্যানচালক নিহত ও এক পথচারী আহত হয়েছেন।  মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যানচালক আমিন মিয়া (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নেয়ামতপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে উল্টো দিক থেকে আসা বেকারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন, আহত হন এক পথচারী। আহত ব্যক্তিকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতেল পাঠানো হয়।  তিনি জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ১৮:৪৬

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় দুলাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  নিহত দুলাল হোসেন দিনাজপুর জেলার মোড়ালিপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।  তিনি মাওনা চৌরাস্তায় খোলাবাজারে সবজি বিক্রি করতেন।  দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাহবুব মোর্শেদ। ছোট বোন আনোয়ারা বেগম জানান, তার ভাই দুলাল হোসেন মাওনা চৌরাস্তায় সবজির ব্যবসা করে খুব কষ্টে সংসার চালাতেন। সকালে আমি ভাইয়ের জন্য একটি বৈদ্যুতিক পাখা, এক বস্তা চাল ও ডাল কিনে খবর দেই বাসায় এসে বাজারগুলো নিয়ে যাওয়ার জন্য। আমার বাসায় আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ভাইয়ের মৃত্যু হয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় সবজি ব্যবসায়ী দুলাল হোসেনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় ঘাতক কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫ মার্চ ২০২৪, ২৩:০৮

মাটিবাহী ট্রাক্টরের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে মাটিবাহী ট্রাক্টরের চাপায় আমির হোসেন (১৩) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। রোববার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নে চাপরাশিরহাট-মন্ডলিয়া সড়কের জনতা বাজার-সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।   আমির হোসেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।   স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যান আমির।  সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্তু ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন স্থানীয় বিষয়টি দফারফার চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছেন না। আমার কাছে এসেছে বিষয়টি সমাধা করে দেওয়ার জন্য। আমি তাদেরকে নিয়ে বসেছি। আমি সমাধান করতে পারলেও তারা থানায় যাবে, না পারলেও থানায় যাবে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছে না। আমি বলেছি বাদীকে আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। যেন থানায় লিখিত অভিযোগ দিয়ে যায়। নিহতের পরিবার ময়নাতদন্তও করতে চাচ্ছে না।
১০ মার্চ ২০২৪, ২৩:২৯

বাড়ির সামনে বেপরোয়া লরির চাপায় স্কুলছাত্রের মৃত্যু
নেত্রকোণার মোহনগঞ্জে মাটিভর্তি বেপরোয়া গতির লরির চাপায় বাইসাইকেলে থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওই স্কুলছাত্রের নাম রাব্বি মিয়া (১২)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এনামুল (১৫) নামে আরেক কিশোর। ঘটনার পর লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত রাব্বি তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে পাকা রাস্তায় সাইকেল চালাচ্ছিল এনামুল। আর তার পেছনে বসা ছিল রাব্বি। এসময় হাওর থেকে মাটিভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলেই নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়। ঘটনার পর এলাকাবাসী লরিচালককে আটক করে। আহত এনামুলকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লরি জব্দ করে ও এর চালক আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এনামুলের চাচা জুলহাশ মিয়া জানান, হাওরের খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে বিক্রি করছে এলাকার একটি চক্র। দিনে ১৫-২০টি লরি বেপরোয়া চলাফেরা করছে। সন্ধ্যার দিকে একটি লরি রাব্বি ও এনামুলকে চাপা দেয়। এতে রাব্বি ঘটনাস্থলে নিহত হন। আর এনামুলের পা ভেঙে যায়। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪

দুই বাসের চাপায় পড়ে যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুই বাসের চাপায় পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর নড়াইল কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।  পরে গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে যাওয়া নাসিরের সহকর্মী মো. সুমন খান জানান, নাসিরের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। শনির আখড়া এলাকায় পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন। তিনি বলেন, যাত্রাবাড়ী নড়াইল কাউন্টারের সামনে সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল পরিবহনের যাত্রীবাহী দুই বাসের মাঝখানে পড়ে নাসির গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২০

বেপরোয়া ট্রাক্টরের চাপায় সাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গলেহা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  স্থানীয়রা জানায়, বিকেলে গলেহা বাজার থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ রফিকুল ইসলাম বাচ্চু। বাইসাইকেলে রওনা হওয়া মাত্রই পঞ্চগড় থেকে চাকলাগামী দ্রুত গতির বেপরোয়া একটি পাথরবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যান তিনি। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরসহ চালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তরিকুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা ইউনিয়নের শতরংপাড়া এলাকায়।   এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার বলেন, এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪১

সেনবাগে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত
নোয়াখালীর সেনবাগে পিকআপ চাপায় নুর জাহান আক্তার নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।  বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে কেশারপাড় ছমিরমুন্সীর সড়কে কেশারপাড় ক্লাব ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।    নিহত বৃদ্ধা উপজেলার অজুনতলা ইউনিয়নের ইদিলপুর চারআনি বাড়ির আওয়ামী লীগ নেতা ইউনুছের স্ত্রী। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছাড়া নেমে আসে।  খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।  ঘটনা সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে। লাশটি পুলিশি হেফাজতে রয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১

ভোলায় মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
ভোলায় স্কুলের মাইক্রোবাসের চাপায় আবু তালেব (৫) নামে এক শিশু মারা গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। আবু তালেব চন্দ্রপ্রসাদ গ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে। সে ভেলুমিয়া মডেল স্কুলের প্লে-শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আজ বেলা সোয়া ১১টায় স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আবু তালেবও স্কুলের মাইক্রোবাসে উঠে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে মাইক্রোবাসটি আসলে আবুল তালেব নামছিল। সে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি চালু করে যেতে চাইলে গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইনজামুল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোচালক মো. হানিফকে আটক করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

শরীয়তপুরে মাটিবোঝাই ট্রাকের চাপায় ভাটামালিক নিহত 
শরীয়তপুরে মাটিবোঝাই ট্রাকের চাপায় রিটন সাহা (৫০) নামে এক ভাটামালিক মারা গেছেন।  রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার মনোহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিটন সাহা সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ সাহার ছেলে।  তিনি জেলা ইটভাটা মালিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক ও পণ্ডিত বাজার এলাকার এলআরবি বিক্রসের স্বত্বাধিকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে পণ্ডিত বাজার এলাকার নিজ ভাটা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন রিটন সাহা। ভাটা থেকে একটু এগোতেই অপরদিক থেকে আসা তারই ইটভাটার কাজে ব্যবহৃত একটি মাটিবোঝাই ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রিটন সাহা। দ্রুত উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নিজ ভাটার ট্রাকের চাপায় একজন ইটভাটা মালিক গুরুতর আহত হয়েছিলেন। ঢাকায় নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পেরেছি।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়