• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
যশোরের চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।   বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশের ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে। শামীম উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে। জানা গেছে, যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন শামীম। দুপুরে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়া এএ আফ্রিদি নামে একটি বাসে করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন তিনি। ফিলিং স্টেশনে পৌঁছে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   চৌগাছা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৯ মার্চ ২০২৪, ১২:১১

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা
যুক্তরাষ্ট্রে বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমান আকাশে উড়ার পরপরই এর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৭ মার্চ) সান ফ্রান্সিসকো বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটির চাকা খুলে বিমানবন্দরে পার্ক করে রাখা কয়েকটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এতে গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়।  বিমান থেকে চাকা খুলে পড়ার একটি ভিডিও এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে।  ভিডিতে দেখা যায়, বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি মাটি থেকে আকাশে উড়ার কয়েক সেকেন্ড পরই হঠাৎ করে বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিমানটির প্রধান ল্যান্ডিং স্ট্রাটসে (পেছন দিকে) দুইপাশে ছয়টি করে চাকা থাকে। যদি কোনো চাকা খুলে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাতেও যেন বিমানটি স্বাভাবিকভাবে অবতরণ করতে পারে, সেভাবে এটি তৈরি করা হয়েছে। চাকা খুলে পড়ার পর বিমানটি দ্রুত লস অ্যাঞ্জেলসের দিকে যায় এবং সেখানে সফলভাবে অবতরণ করে। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এর আগে, গত জানুয়ারিতে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি বিমানের অংশ মাঝ আকাশে খুলে পড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর টানা ১৯ দিন বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের সব বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সূত্র: এএফপি
০৮ মার্চ ২০২৪, ১৭:৫৬

পঞ্চগড়ে চাকা মেরামত করতে গিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর মেরামত করতে গিয়ে চাপা পড়ে আব্দুল মালেক (২৪) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ভজনপুর ইউনিয়নের কীর্তনপাড়া-সংগঠন কাঁচা সড়কের সারাপিগছ গ্রামে কবরস্থানের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেক ইউনিয়নের সারাপিগছ গ্রামের এমাজ উদ্দীনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, রোববার দুপুরে কীর্তনপাড়া কবরস্থান সংলগ্ন করতোয়া নদী থেকে বালি পরিবহন করছিলেন ট্রাক্টর চালক আব্দুল মালেক। এসময় ট্রাক্টরের পেছনের একটি চাকার বেয়ারিং ভেঙে যায়। চাকা মেরামত করার জন্য ট্রাক্টরের বডিতে জগ দিয়ে বডিকে ওপরে রাখা হয়। জগটি বডি থেকে সরে যায়। এতে ট্রাক্টরের বডিতে আব্দুল মালেক চাপা পড়ে যায়।   তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, ট্রাক্টরের চাঁপায় এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়