• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে বৈশাখী মেলার চাঁদা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাজহারুল ইসলাম শাওন নামে এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  বুধবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে বাজারের সায়েন্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিয়াসকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও উভয়পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।  বাজারের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সেবারহাট বাজারে একদিনের বৈশাখী মেলার আয়োজন করার কথা ছিল। প্রশাসনের অনুমতি না নিয়ে বাজারের ইজারাদার মাহফুজ, জোবায়ের ও সাইদুল হক মেম্বার এ মেলার আয়োজন করেন। বুধবার রাতে মেলার প্রাঙ্গণে ১৫ থেকে ২০টি স্টল চালু হলে সেখানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে দু’পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। জসিম কনট্রাক্টরের ছেলে হৃদয়ের নেতৃত্বে কিশোরগ্যাং সদস্যরা হামলা চালিয়ে শাওন ও পিয়াসকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। তাদের দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং পিয়াসকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজীব বলেন, ঘটনার পরই অবৈধ মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া কীভাবে মেলা বসানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
১৮ এপ্রিল ২০২৪, ১২:৪০

ছাত্রলীগ নেতাকে মারধর, চাঁদা দাবির অভিযোগে আরেক নেতা আটক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিডি অফিসের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে বলে জানান পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান।  আটক অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে।   গুরুতর আহত মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  রায়হান আহমেদ জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে তার গতিরোধ করে। এ সময় অনিক খোঁজ খবর নেওয়ার প্রসঙ্গে কথা বলেন। তবে কথার একপর্যায়ে তাকে হঠাৎ করে মারতে শুরু করে। অনিক ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে অনেক সময় ধরে তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর জেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডা. রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান আহমেদ শহরের এলজিইডি অফিস থেকে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক তার লোকজন নিয়ে রায়হানের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। পরে পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে এবং অনিককে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
০৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৪

চাঁদা আদায় করতে গিয়ে পিটুনি খেলেন ২ মৎস্য কর্মকর্তা
ভোলার মনপুরায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ২ মৎস্য কর্মকর্তা। মেঘনায় অভিযানের নামে চাঁদা দাবি করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এই গণধোলাই দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুই মৎস্য কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন। এই ঘটনার জেরে মনপুরা থানায় শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন এক বিধবা নারী। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঢাকার লঞ্চ ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহামুদুল হাসান ও ক্ষেত্র সহকারী মনির হোসেন অভিযানের নামে মেঘনায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। জেলেরা নিয়মিত চাঁদা দিলেও মাঝে মধ্যে তারা জেলেদের জাল পুড়িয়ে দিতো। এতে দিনদিন ক্ষুব্ধ হয়ে ওঠে জেলেরা। মঙ্গলবার সকালে ফের অভিযান করতে গিয়ে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের জেলেদের কাছে চাঁদা আদায়ের জন্য ট্রলারে ধাওয়া করে তারা। ধাওয়া খেয়ে জেলেরা নদী তীরবর্তী এক বিধবা নারীর বাড়িতে আশ্রয় নেয়। এ সময় দুই মৎস্য কর্মকর্তা বিধবা নারীর ঘরের দরজা ভেঙে প্রবেশ করতে চাইলে ওই নারী বাধা দেয়। এ সময় জেলেসহ ওই নারীকে মারধর করে। জেলেদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ক্ষুব্ধ হয়ে দুই মৎস্য কর্মকর্তাকে গণধোলাই দেয়। পরে মনপুরা থানা পুলিশ খবর পেয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়। এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, অবরোধকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করি। মেঘনা নদীতে পেতে রাখা জালের কাছে গেলে জেলেরা স্পিডবোটযোগে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার সহকর্মী মনির হোসেন গুরুতর আহত হই। পরে থানা থেকে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। উপরস্ত মহলের নির্দেশনা মেনে এ ব্যাপারে মনপুরা থানায় অভিযোগ করা হবে। উক্ত ঘটনায় ওই বিধবা নারী মনপুরা থানায় এসে দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মারুফ হোসেন মিনার জানান, অনুমতিসাপেক্ষে আমাদের মেরিন ফিশারিজ কর্মকর্তা ও ক্ষেত্র সহকারী অভিযান পরিচালনা করেন। এ সময় জেলেরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনে গুরুতর আহত হয়। এ ব্যাপারে উপরস্ত মহলের পরামর্শক্রমে থানায় অভিযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।  এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তাদের মারামারি ঘটনার জেরে এক বিধবা নারী থানায় এসে অভিযোগ করেছেন। এ ছাড়া মৎস্য অফিসের পক্ষ থেকেও অভিযোগের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে অভিযোগ পর্যালোচনা করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 
০২ এপ্রিল ২০২৪, ১৯:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের কাছে চাঁদা চেয়ে হুমকি
দৈনিক খবরের কাগজ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. জুয়েল রহমানের কাছে মুঠোফোনে কল করে সামাজিক যোগাযোগমাধ্যমে এডিটিং করে আপত্তিকর ছবি ছেড়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন মো. জুয়েল রহমান। তিনি জেলা শহরের কাজীপাড়া এলাকার মৃত মস্তু মিয়ার ছেলে। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে তার মুঠোফোনে অজ্ঞাত একজন কল করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরবর্তীতে জুয়েলের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজের মাধ্যমে একটি বিকাশ নম্বর দেন টাকা পাঠানোর জন্য। জুয়েল রহমান জানান, তিনি সামাজিক নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করছেন। বিষয়টি সম্পর্কে সকল শুভাকাঙ্ক্ষিসহ পরিচিতজনদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পুলিশের কাছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৬

চাঁদা দাবি, বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ
চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রুমা-থানচি-রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। মিলন দাশ জানান, গত ১৫ দিন আগে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন থানচি-বান্দরবান সড়কে চলাচল করা বাসগুলোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ৯ দিন আগে কয়েকজন চালকের মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। চাঁদা না দিলে যাত্রীসহ বাস পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ রাখে চালকরা। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাস মালিকদের সঙ্গে কথা বলেছিলাম। প্রয়োজনে পুলিশ স্কট দেওয়া হবে। তবুও তারা ভয়ে গাড়ি ছাড়ছে না।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৮

সিএনজি অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিলেন আব্দুস সুবর
কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আব্দুস সবুর বলেছেন, আজ থেকে অতীতকে অতীত হিসেবে দেখতে চাই। দেশের উন্নয়নে পিছনের কথা ভুলে ধারাবাহিকভাবে উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা এবং সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমৃদ্ধ দাউদকান্দি গড়ার লক্ষে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এমপি। এছাড়া শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান জানান এমপি আব্দুস সবুর । তিনি সিএনজি অটোরিকশাসহ আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে যাতে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াত এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে। আব্দুস সবুর আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখতে দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কোন ধরনের সহিংসতাবীহিন সুষ্ঠু সুন্দর ঐতিহাসিক নির্বাচনে দাউদকান্দি তিতাসের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। তাই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। ‘নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা একে একে বাস্তবায়ন করা হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আরফাতুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
১৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩

এসিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি
নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে।  বুধবার (১৭ জানুয়ারি) এ ঘটনায় এসিল্যান্ড একটি সাধারণ ডায়েরি (ডিজি) করবেন। এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ‘এসিল্যান্ড কবিরহাট নোয়াখালী’ নামে একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং অন্য একটি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবি করা হচ্ছে। দৃঢ়তার সঙ্গে জানানো হয় এসিল্যান্ড কবিরহাট এর সঙ্গে কোনো ভাবেই সম্পৃক্ত নয়। এসিল্যান্ড কখনই কাউকে ফোন করে টাকা চাইতে পারে না। তাই অনুগ্রহ করে কেউ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়। এসিল্যান্ড অমৃত দেবনাথ জানান, আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে এবং অন্য একটি নম্বর থেকে একাধিক ব্যবসায়ীর থেকে বিকাশে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। গতকাল সকালে উপজেলার একতা ইটভাটায় আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেন। অপরদিকে, একই দিন দুপুরের দিকে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের একটি স'মিলে ভূমি কর্মকর্তার নাম বলে টাকা দাবি করা হয়। বিষয়টি কবিরহাট থানার ওসিকে অবগত করা হয়েছে।  এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি করার বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবগত করা হয়েছে।
১৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়