• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার পালিত হবে ঈদ
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।  মঙ্গলবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসার দরবারের পীর মাওলানা আরিফ বিল্লাহ চৌধুরী। জানা যায়, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের ৫ উপজেলার অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হবে। বুধবার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে ইমামতি করবেন বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী। এ ছাড়া হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ সংলগ্ন সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে সকাল সাড়ে ৯টায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সাদ্রা দরবারের পীর মাওলানা আরিফ বিল্লাহ চৌধুরী। সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ নিশ্চিত হওয়ার ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়ে থাকে। বুধবার মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন রাষ্ট্রে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আমরাও বুধবার ঈদুল ফিতর উদযাপন করব। এ ছাড়াও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুরের মুসল্লিরা কাল আগাম ঈদুল ফিতর উদযাপন করা হবে। এ ছাড়া মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি পাঁচানী, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা একই দিন ঈদুল ফিতর উদযাপিত হবে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী জানান, ১৯২৮ সাল থেকে তার বাবা সাদ্রা গ্রামের পীর মাওলানা ইসহাক বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে এই রীতি চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরের বিভিন্ন এলাকায় এ রীতি পালন করে আসছেন। পরবর্তী সময়ে বিভিন্ন গ্রামের অনেক মুসল্লি একদিন আগে ঈদ পালন শুরু করেন। তবে এসব গ্রামের অনেকে এখনও দেশের সরকারি নিয়মের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন। 
০৯ এপ্রিল ২০২৪, ১৫:৩৯

চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।  শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা গ্রহণ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন লোকজন। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন-ফাহিম (৮),আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮) কথা (১১),রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবণী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সকলেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।  কাছিয়াড়া এলাকার লোকজন জানান, সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু করে। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে। বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুরের কামড়ে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।
১৫ মার্চ ২০২৪, ২০:১৯

১৪ মাস পর চালু চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্র
প্রায় ১৪ মাস পর চালু হলো চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র।  মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয়। তবে চালু হলেও প্রথমে গ্যাস সংকটে শতভাগ উৎপাদন সম্ভব হয়ে উঠছে না। এসব তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান। ২০২২ সালের ৬ ডিসেম্বর পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি। কয়েকদফা চেষ্টা করেও চালু করতে পারিনি কর্তৃপক্ষ। যদিও ২০২৩ সালের নভেম্বর মাসে চালু হওয়ার কথা। কিন্তু এলসি সংক্রান্ত জটিলায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।  বিদ্যুৎ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান জানান, ২০২২ সালে ৬ ডিসেম্বর রক্ষাণাবেক্ষণ কাজের জন্য বন্ধ হয়ে যায় দুটি ইউনিট। একটি ৫০ মেগাওয়াট, আরেকটি ১০০ মেগাওয়াট। এখন ১০০ মেগাওয়াট কেন্দ্রটি চালু করা হয়েছে। গ্যাস বুস্টার বিকল হওয়ায় কিছুটা বিলম্ব হয়। বর্তমানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে ৮০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়ে উঠবে। উল্লেখ্য, ২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ মার্চ ২০২৪, ০১:৫২

চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ গ্রামে আজ সোমবার (১১ মার্চ) থেকে রোজা পালন করা শুরু হয়েছে। রোববার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। পরে রাতে সৌদি আরবে চাঁদ দেখার খবরটি নিশ্চিত হওয়ার পর এসব তথ্য নিশ্চিত করেন দরবার শরীফের অনুসারীরা। হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মহরম আলী ওয়ার্কফ এস্টেট জামে মসজিদের মুসল্লি ও সাবেক কাউন্সিলর মো. হাবিব উল্লাহ জানান, তাদের মসজিদে পবিত্র রমজান মাসের তারাবিহের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতে সেহরি খেয়ে আজ সোমবার (১১ মার্চ) থেকে প্রথম রোজা শুরু করেছে। সাদ্রা দরবার শরীফের  পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, আগাম রোজা এবং ২ ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ আরব দেশ সমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তিনি আরও জানান, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি। আমরা নিজেরাও খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি। ইনশাল্লাহ আজ সোমবার থেকে আমাদের গ্রামে রোজা পালন শুরু হয়েছে। উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আগাম রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।
১১ মার্চ ২০২৪, ০৪:২৭

চাঁদপুরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদী থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৬ মার্চ) দুপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামক স্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২) নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ১৮:২৬

চাঁদপুরের মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলে আটক
চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ জালে জাটকা ধরায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে বয়স বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ জেলেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫ জেলের প্রত্যেককে ৪ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত হাইমচর উপজেলার উপজেলা টাস্কফোর্সের অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) শীর্ষক’ প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহর নেতৃত্বে কম্বিং অপারেশন চতুর্থ ধাপের চতুর্থ দিনে হাইমচর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের আওতায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২ ইঞ্জিন বিশিষ্ট দুটি কাঠের নৌকা এবং ১৫ জেলাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কোস্টগার্ড হাইমচর আউটপোস্টের কনটিনজেন্ট।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮

সাংবাদিকদের সঙ্গে চাঁদপুরের পুলিশ সুপারের মতবিনিময়
চাঁদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।   বুধবার (১০ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সম্মেল কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুশিল সুপার সাইফুল ইসলাম। এ সময় পুলিশ সুপার বলেন, চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশের নিবীড় সম্পর্ক। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আর পুলিশের বন্ধু হচ্ছে সাংবাদিক। সাংবাদিকদের কাছ থেকে অনেক তথ্য জানা যায় এবং জেনে সেসব বিষয়ে কাজ করা যায়। সুতরাং ভবিষ্যতে আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় হবে। কারো ব্যাক্তিগত স্বার্থের কারণে যেন সম্পর্ক নষ্ট না হয়, সে জন্য আমরা সকলে সতর্ক থাকবো।  পুলিশ সুপার বলেন, গত ৭ জানুয়ারি খুবই সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো দুস্কৃতিকারী কোনো কেন্দ্র জোর করে দখল করে মানুষের সামনে, মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিবে এরকম একটি ঘটনাও চাঁদপুরে ঘটে নাই।  এ সময় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, সিনিয়র সহসভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন প্রমূখ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরি কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
১১ জানুয়ারি ২০২৪, ০৪:০৪

চাঁদপুরের ৫টি আসনেই নৌকার জয়
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনেই শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে ড. সেলিম মাহমুদ নৌকা নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৩০৭ ভোট। তাফর নিকটতম প্রতিদ্বন্দী ইসলামি ফ্রন্টের সেলিম প্রধান চেয়ার প্রতীকে ৫ হাজার ৭৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আরও পড়ুন : বিরোধীদের বয়কট মানেই নির্বাচনের ফলাফল বাতিল নয় : পাউলো কাসাভা   চাঁদপুর-২ মতলব আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম নৌকা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৯৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসফাক আহমেদ ঈগল প্রতীক নিয়ে ৩১ হাজার ৩৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নৌকা প্রতীকে ১ লক্ষ ৮ হাজার ১৬৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ঈগল প্রতীক নিয়ে ২৪ হাজার ১৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনে সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান নৌকা প্রতীকে ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ আসনেরই সাবেক এমপি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ঈগল প্রতীক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৫ হাজার ৪২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তাদের দুজনের ভোটের ব্যবধান ছিল মাত্র ১ হাজার ৩৩ ভোট। আরও পড়ুন : কুড়িগ্রামে দুটিতে নৌকা, লাঙ্গল-স্বতন্ত্র একটিতে জয়ী   চাঁদপুর-৫ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম ৮৩ হাজার ৯২৭ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী গাজী মাইনুদ্দিন ৩৮ হাজার ৬৩৬ ভোট ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম ২২ হাজার ৫৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহারে সকলে সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪১

চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম 
দ্বাদশ সংসদ নির্বাচনের উপলক্ষে চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে দুটি আসনের দুর্গমচরের মোট ২০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হচ্ছে।  শনিবার (৬ জানুয়ারি) দুপুরের পর থেকে এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।  জেলার মোট ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুর-৩ আসনের দুর্গমচরের ১৮টি ভোটকেন্দ্রে ও চাঁদপুর-২ আসনের দুটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম প্রেরণ করা হয়। বাকি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩১

চাঁদপুরের হাইমচরে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে হাইমচর থানা পুলিশ তাদের আটক করে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নতুন মামলায় তাদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাইমচর উপজেলা বিএনপি সদস্য আক্তার হোসেন মিলন, সাবেক সদস্য সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. জুয়েল মিজি, ২ নম্বর আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য মো. জুয়েল হোসাইন, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. দুলাল বেপারী, যুবদল ওয়ার্ড যুগ্ম সম্পাদক আল আমিন, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, ২ নম্বর আলগী উত্তর ইউনিয়ন ছাত্রদল সদস্য হোসেন ছৈয়াল ও উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন। বিষয়টি নিশ্চিত করে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, বিএনপির বিভিন্ন পদধারী ৯ জনকে মহজমপুর মিলনের বাড়ি থেকে একসঙ্গে আটক করা হয়। তাদের কাছ থেকে নির্বাচনবিরোধী লিফলেট, প্লে কার্ড এবং লাঠি পাওয়া গেছে। পরে নাশকতার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর আসামিদের আদালতে পাঠানো হয়।
০৪ জানুয়ারি ২০২৪, ২১:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়