• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। কিছুদিন পরপরই নতুন নতুন ঘটনা দিয়ে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে নারী বা বিয়েকেন্দ্রিক নানান মন্তব্য করে। সম্প্রতি ফের বিয়েকেন্দ্রিক কথা বলে আলোচায় এসেছেন এই নায়ক। এবার এই নায়কের বিয়ে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জায়েদ খানের বিয়ে’। নাটকটি প্রচারিত হয়েছে প্রায় ছয়দিন আগে। যদিও নাটকের জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোনো মিল নেই। নাটকে দেখানো হয়েছে জায়েদ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু কী কারণে তিনি বিয়ে করতে চাচ্ছেন না তা কেউ জানেন না। জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু- বান্ধব, আত্মীয়-স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন কি না এমনই গল্পে নির্মিত এই নাটক। নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান রাহুল। নাটকের গল্প লিখেছেন ইউসুফ চৌধুরী এবং চিত্রনাট্য লিখেছেন আহসান হাবীব সকাল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, সিনি স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার , মিলি বাশার , রেশমা আহমেদ , শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব, আবু সাঈদ খান সহ আরও অনেকে। নাটকের এই পোস্টারটি জায়েদ খান ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ইন্টারেস্টিং’।  এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী। 
১৫ মার্চ ২০২৪, ১২:৪১

চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হলেন মাসুদা জামান
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মোসা. মাসুদা জামান বিজয়ী হয়েছেন।  শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মোসা. মাসুদা জামান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৮ ভোট। অপর প্রার্থী আনারস প্রতীকের নুরুজ্জামান সরকার পেয়েছেন ১ হাজার ৯৭৭ ভোট। নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭৫৫ জন। এরমধ্যে ৯ হাজার ১৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ১৬৩ ভোট। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৮৬।  ৯টি ভোট কেন্দ্রে মোট ৩২টি ভোটকক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত নারী সদস্যসহ ১২টি সদস্য পদের বিপরীতে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি, ৯০ জন পুলিশ, ১৫৩ জন আনসারসহ র‌্যাব ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। 
০৯ মার্চ ২০২৪, ২১:৫৭

অনেকগুলো বিয়ে করে শিরোনাম হতে চাই না : জায়েদ খান
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। কিছুদিন পর পরই নতুন নতুন ঘটনা দিয়ে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে নারী বা বিয়েকেন্দ্রিক নানান মন্তব্য করে। সম্প্রতি ফের বিয়ে কেন্দ্রিক কথা বলে আলোচায় এসেছেন এই নায়ক।  জায়েদ খান বিয়ে করলে মন ভেঙে যাবে অগণিত নারীর। এমনটা মনে করেন তিনি। সেকারণেই আজও সিঙ্গেল আছেন। কেননা নিজের একার জীবন সুখী করে অসংখ্য ভক্তের হৃদয় ভেঙে দেওয়ার পক্ষে নন তিনি। একাধিকবার কথাগুলো বলেছেন এ নায়ক।  এবার ফের বিয়ের প্রসঙ্গ তুলে গণমাধ্যমকে জায়েদ বলেন, এত নারীর মাঝে বিশেষ কাউকে আপন করে নিতে সাহস করছি না। তাহলে বাকি নারী ভক্তদের মন ভেঙে যাবে। সবাই থাকুক না আমার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে! বিয়ে কবে করছেন জানতে চাইলে জায়েদ বলেন, ইনশাআল্লাহ, দেখা যাক। বিয়ে তো স্রষ্টার হাতে। তিনি যখন করাবেন তখন হবে। নিশ্চয়ই সেটা সুন্দরভাবে করব। তবে শিরোনাম হতে চাই না অনেকগুলো বিয়ে করলেন জায়েদ খান। একটা বিয়ে নিয়েই সুন্দরভাবে কাটাতে চাই। প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
০৯ মার্চ ২০২৪, ১৬:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়