• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জন্মদিনে ভক্তদের যেভাবে চমক দিলেন আল্লু অর্জুন 
দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আজ (৮ এপ্রিল) তার জন্মদিন। আর এ দিন তিনি ভক্তদের রীতিমত চমকে দিলেন। প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার টিজার। এক মিনিট আট সেকেন্ডের টিজারটিতে দেখা গেছে, পুষ্পরাজ আল্লু অর্জুনের মুখে রং, পরনে শাড়ি, পায়ে ঘুঙুর। হাতে ত্রিশূল নিয়ে হাঁটছেন। লড়াই করছেন শত্রুদের সঙ্গে। এ সময় তার কানে পরা দুল, চোখে কাজল।  ‘পুষ্পা২ : দ্য রুল’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভক্তদের প্রত্যাশা, নতুন রেকর্ড করবে সিনেমাটি। ইতোমধ্যে চার ঘণ্টায় টিজারটি দেখেছে ৮০ লাখেরও বেশি মানুষ। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে এই ভিউ।  সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমনটাই জানিয়েছে সিনেমাটির নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।  
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৬

বোলিংয়ে শক্তি বাড়াতে দিল্লির নতুন চমক
চলতি আইপিএলে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। তাই এবার দলের শক্তি বাঁড়াতে দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামসকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে দাদি মারা যাওয়ার কারণে আইপিএলের চলতি আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তার পরিবর্তে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছে দিল্লি। দিল্লিতে পেসার হিসেবে আগে থেকেই আছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন ও মুকেশ কুমার। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন উইলিয়ামস। এবারই প্রথমবার আইপিএল খেলতে আসছেন উইলিয়ামস। তাকে ৫০ লাখ রুপিতে কিনেছে দিল্লি। পেস আক্রমণকে আরও বেশি ধারালো করতেই একজন ব্যাটারের বদলে বোলারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার লুঙ্গি এনগিদিও। পিঠের ইনজুরিতে পড়ে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮৩টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস। প্রোটিয়া এই পেসারের থলিতে আছে ১০৬ টি উইকেট। এছাড়া ৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন উইলিয়ামস।
০৮ এপ্রিল ২০২৪, ১২:৫০

বেঙ্গল মোবাইলের নতুন চমক
বাজারে এসেছে বেঙ্গল মোবাইলের নতুন চমক BG105 BD হ্যান্ডসেট। এতে রয়েছে আন্তর্জাতিক মানের মাদারবোর্ড সাথে হাই কোয়ালিটি MTK প্রসেসর, যা নিশ্চিত করছে সর্বোচ্চ গুণগত মান। এছাড়াও গ্রাহক আরও পাচ্ছেন ১৮০ দিনের ব্যাটারি ও চার্জার রিপ্লেসমেন্ট গ্যারান্টি,৩৬৫ দিন LCD পরিবর্তন গ্যারান্টি এবং ৩৬৫ দিন প্রাপ্ত বিক্রয়ত্তর সেবা। খুবই সুন্দর আউটফিটের ১.৭৭" ডিসপ্লের এই হ্যান্ডসেটটি ডুয়েল সিমকার্ড সম্বলিত। পাঁচটি আকর্ষণীয় কালার সমৃদ্ধ এই স্টাইলিস মোবাইলটিতে  আরোও থাকছে ক্রিস্টাল কিপ্যাড, ওয়্যারলেস এফএম, টর্চ, ৮০০-ফোনবুক, অটো কল রেকর্ডার, কিং ভয়েস ফিচার  এবং আরও আকর্ষণীয় ফিচার।  এ ব্যাপারে বেঙ্গল ফোনের চিফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী নাহিদুল ইসলাম জানান, গুণগত মান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেট গুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার ব্যাটারি সহ মোবাইল ফোনের পিসিবএ উৎপন্ন করা হচ্ছে।গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় BG105 BD হ্যান্ডসেটটির ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া এবং কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে শতভাগ। যা ক্রেতা সাধারণকে দিবে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা।
২৪ মার্চ ২০২৪, ১২:৩৯

শাহরুখের পর এবার বুর্জ খলিফায় শাকিবের চমক
ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। আগামী ২৮ মার্চ তার জন্মদিন। বরাবরই এই বিশেষ দিনে উন্মাদনায় ভাসেন শাকিবিয়ানরা। এবার সেই উন্মাদনার মাত্রা আরও জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে। কারণ, এদিন দুবাইয়ের বুর্জ খলিফায় উন্মুক্ত হচ্ছে শাকিবের আসন্ন সিনেমা ‘রাজকুমার’র ট্রেলার। এ সময় উদযাপিত হবে নায়কের এবারের জন্মদিনও।  বুধবার (২০ মার্চ)  রাজধানীর একটি অভিজাত হোটলে ভার্সেটাইল মিডিয়ার তরফে আয়োজিত হয় ‘ইফতার উইথ টিম রাজকুমার’। সেখানে উপস্থিত ছিলেন ‘রাজকুমার’ নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। মঞ্চে কথা বলার এক পর্যায়ে প্রযোজককে ডেকে নেন শাকিব। তারপরেই আসে এই চমকপ্রদ ঘোষণা। আরশাদ আদনান জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন বুর্জ খলিফায় যেভাবে উদযাপন হয়, সেভাবে এবার সেখানে উদযাপিত হবে ঢালিউড সুপারস্টারের জন্মদিন। উন্মুক্ত হবে রাজকুমার ট্রেলার। এভাবে বুর্জ খলিফা থেকে শুরু হতে যাচ্ছে এই সিনেমার প্রচারণা। পাশাপাশি থাকছে আরও নানা চমক। শাকিব খান বলেন,  যেসব দেশে বাংলা সিনেমা চলত না, সেসব দেশে ‘প্রিয়তমা’ গর্বের সঙ্গে চলেছে। ইতালি থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অনেক দেশে মুক্তি পেয়েছে। এর চেয়েও বড় পরিসরে এবার ‘রাজকুমার’ রিলিজ হচ্ছে। প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় আরশাদ-শাকিব-হিমেল ‘ত্রয়ী জুটি’ হিসেবে আখ্যা পেয়েছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এই ত্রয়ীর নতুন সিনেমা ‘রাজকুমার’। এতে শাকিবের বিপরীতে নায়িকা হয়েছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। প্রযোজনায় রয়েছে আরশাদের ভার্সেটাইল মিডিয়া।
২১ মার্চ ২০২৪, ২০:৫১

চমক রেখে সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। এবার লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্টকে কেন্দ্র করে চমক রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নতুন নির্বাচক প্যানেল। সোমবার (১৮ মার্চ) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে সিলেট টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে দুই নতুন মুখ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা। এ ছাড়া ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়া লিটন দাস রয়েছেন এই টেস্ট। ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের ২য় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ থেকে। এই দুই ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল ২০২৩-২৫ এর অংশ। প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের মনে হয়েছে প্রথম টেস্টের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের টেস্ট দলটা অনেকটাই গোছালো, নাহিদ রানা এর সঙ্গে যোগ হয়েছে। লিটন ফিরেছে, শেষ সিরিজে সে ছুটিতে ছিল। প্রতিটি বিভাগেই যথেষ্ট ব্যাক আপ আছে। আমার মনে হয় দলটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। দলে নতুন অন্তর্ভুক্ত রানাকে নিয়ে তিনি বলেন, ‘রানা খুবই রোমাঞ্চকর একজন। সে সম্ভবত এখন বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার, বাউন্সও করাতে পারে ভালো। যদিও এখনও তার জন্য কেবল শুরু, তার প্রথম শ্রেণির রেকর্ড মুগ্ধ করার মতো। আরেকজন পেসার আছে মুশফিক হাসান, এবাদত-তাসকিনদের অনুপস্থিতিতে তাদের পরখ করার এটাই সঠিক সময়।  বাংলাদেশের ১ম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।
১৮ মার্চ ২০২৪, ১৯:০৭

আইপিএলে ১২৭ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা, নতুন চমক স্মিথ ও ব্রড 
আর মাত্র পাঁচ দিন পর মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। ইতোমধ্যে অংশগ্রহণকারী ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রতিযোগিতা শুরুর আগে পাঁচ দিন আগে ১২৭ সদস্যের ধারাভাষ্যকারের বড় স্কোয়াড ঘোষণা করেছে অফিসিয়াল ব্রডকাস্টাররা।  ভারত ও বিদেশি ধারাভাষ্যকারদের মধ্যে নজর কেড়েছে দু’টি বিশেষ নাম। ধারাভাষ্যকার হিসেবে এবার আইপিএলে অভিষেক হতে চলেছে স্টিভ স্মিথ এবং স্টুয়ার্ট ব্রড দু’জনেরই। যদিও ব্রড এর আগে নিজ দেশে টেস্ট ম্যাচে বিশ্লেষকের ভূমিকায় ছিলেন। তবে আইপিএলে এবার প্রথম তাকে এই ভূমিকায় দেখা যাবে। এবারের আইপিএল আসরে ইংরেজি, হিন্দি ছাড়াও সম্প্রচার হবে বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মরাঠী, মালয়ালম এবং গুজরাটি ভাষায়। তাই আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলগুলো ধারাভাষ্যকারদের নাম জানিয়েছে। আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে তারা ছয়জন বিদেশিকে রেখেছে। তারা হলেন স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, জ্যাক কালিস, টম মুডি ও পল কলিংউড। 
১৭ মার্চ ২০২৪, ২১:০১

চমক রেখে দল ঘোষণা ইতালির
ইউরোপিয়ান শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ইতালি ফুটবল ফেডারেশন। তিনজন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। তুরিনোর ২৩ বছর বয়সী ডিফেন্ডার রাউল বেলানোভা, হেলাস ভেরোনা মিডফিল্ডার মাইকেল ফোলোরানশো (২৬) ও উদিনেস স্ট্রাইকার লরেঞ্জো লুকা (২৩) প্রথমবারের মতো ইতালিয়ান জাতীয় দলে ডাক পেয়েছেন। সিরি-এ লিগে এবারের আসরে লুকা ৭ গোল করেছেন।  নাপোলির সাবেক কোচ স্পালেত্তি মূলত জার্মানিতে জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরো-২০২৪ এর বাছাইপর্বের দলটির বেশিরভাগ খেলোয়াড়কেই ধরে রেখেছেন। সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ছয়জন খেলোয়াড় এবারের দলে ডাক পেয়েছেন। ২০২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য গোল স্কোরিং ব্যর্থতা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পেশির ইনজুরির কারণে সাসুলোর ডোমেনিকো বেরারদিও দল থেকে ছিটকে গেছেন। জেনোয়ার আর্জেন্টাইন বংশোদ্ভূত ফরোয়ার্ড মাতেও রেটেগুই দলে ডাক পেয়েছেন। তবে গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ খেলা ল্যাজিওর অভিজ্ঞ স্ট্রাইকার সিরো ইমোবিলে আবারও বাদ পড়েছেন।   আগামী ২১ মার্চ ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ভেনেজুয়েলা ও তিনদিন পর নিউইয়র্কে ইকুয়েডরের মুখোমুখি হবে আজ্জুরিরা। ইউরো ২০২৪-এ গ্রুপ-বি’তে ইতালির প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। ইতালির স্কোয়াড : গোলরক্ষক : গিয়ানলুইগি ডোনারুমা, মার্কো কারনেচ্চি, এ্যালেক্স মেরেত, গুগলিয়েমো ভিকারিও ডিফেন্ডার : ফ্রান্সেস্কো আকারবি, আলেহান্দ্রো বাস্তোনি, রাউল বেলানোভা, আলহান্দ্রো হুনগিরোনো, আন্দ্রে কামবিয়াসো, মাত্তেও ডারমেইন, গিওভান্নি ডি লরেঞ্জো, ফেডেরিকো ডিমারকো, গিওর্গিও স্কালভিনি, ডেসটিনি উদোগি। মিডফিল্ডার : নিকোলো বারেলা, গিওকোমো বোনাভেঞ্চুরা, মাইকেল ফেলোরানশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকাতেল্লি, লরেঞ্জো পেলেগ্রিনি। ফরোয়ার্ড : ফেডেরিকো চিয়েসা, লরেঞ্জো লুকা, রিকার্ডো ওরসোলিনি, গিয়াকোমো রাসপাডোরি, মাতেও রেটেগুই, মাত্তিয়া জাকাগনি, নিকোলো জানিয়োলো।
১৭ মার্চ ২০২৪, ০৯:৫৭

ব্রাজিলের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা স্পেনের
চলতি বছরের প্রথম আন্তর্জাতিক লড়াইয়ে নামছে স্পেন। প্রীতি ম্যাচ হলেও আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সুযোগ হিসেবেই দেখছে স্প্যানিশরা। দুই লাতিন আমেরিকান পরাশক্তি ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবিলা করবে স্প্যানিশরা। চলতি মাসে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার পাউ কুবারসি। এই দুই ম্যাচে যদি স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে ১৭ বছর বয়সী কুবারসি খেলার সুযোগ পান, তবে সবচেয়ে কম বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে স্পেনের হয়ে খেলার রেকর্ড গড়বেন তিনি। এতে ১৮ বছর বয়সে অভিষিক্ত সার্জিও রামোসের রেকর্ডকে ছাড়িয়ে যাবেন তিনি। এবারের মৌসুমে বার্সেলোনার প্রথম দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে মাঠ মাতাচ্ছেন কুবারসি। মঙ্গলবার নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক হয়েছে তার। এদিকে প্রথমবারের মতো স্পেন দলে অ্যাথলেতিকো ক্লাবের হয়ে খেলা সেন্টারব্যাক ড্যানিয়েল ভিভিয়ানকেও ডাকা হয়েছে। একই সময়ে দীর্ঘ বিরতি শেষে দলে ফিরেছেন অ্যালেক্স বায়েনা, পাবলো সারাবিয়া ও জেরার্ড মোরেনো। অন্যদিকে ইনজুরির কারণে দলে নেই বার্সার মিডফিল্ডার গাবি। বার্সেলোনার ১৬ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামালও আসন্ন দুই ম্যাচের দলে আছেন। স্পেনের হয়ে এরই মধ্যে ৪ ম্যাচে দুটি গোল করেছেন তিনি। আগামী ২২ মার্চ লন্ডনে কলম্বিয়া ও চারদিন পর (২৬ মার্চ) মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে স্পেন প্রীতি ম্যাচে অংশ নেবে। ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য স্পেন দল :   গোলরক্ষক : উনাই সিমোন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো ডিফেন্ডার : পেদ্রো পোরো, পাউ কুবারসি, লে নরম্যান্ড, লাপোর্তে, পাউ তোরেস, গায়া, গ্রিমালদো, ভিভিয়ান, কারভাহাল ও জেসুস নাভাস মিডফিল্ডার : রদ্রিগো, জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান, সানচেট ও অ্যালেক্স বায়েনা ফরোয়ার্ড : মোরাতা, জোসেলু, নিকো উইলিয়ামস, দানি অলমো, পাবলো সারাবিয়া, লামিনে ইয়ামাল, জেরার্ড মোরেনো ও ওয়ারজাবাল।
১৬ মার্চ ২০২৪, ১৬:৫৫

অভিষেক ম্যাচেই জাকেরের চমক
বিপিএল চলাকালীন সময়ে জাকেরকে দলে না নেওয়ায় ক্ষোভ ঝেড়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। এরপর আলিসের ইনজুরিতে ভর করে জাতীয় দলে সুযোগ পান জাকের আলী অনিক। সুযোগ পেয়েই প্রমাণ করলেন বিসিবি তার দিকে নজর না দিয়ে কত বড় ভুল করেছিল। টি-টোয়েন্টিতে দেশের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন এই মিডিল অর্ডার ব্যাটার। ৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাকের। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা শেষ করে আসতে পারলে জয়ের নায়কও বনে জেতেন তিনি। তারপরও অভিষেক ম্যাচে যা করে দেখিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। সোমবার (৪ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় পায় লঙ্কানরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় ৬৮ রানেই চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। লিটন দাস (০), সৌম্য সরকার (১২), তাওহীদ হৃদয় (৮) এবং অধিনায়ক নাজমুল হাসান ২০ রান করে আউট হলে চাপে পড়ে দল। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ব্যাট করতে থাকেন জাকের। শুরুতে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে স্ট্রাইক দিয়ে ব্যাট করতে থাকলেও পরে বিধ্বংসী রূপে ব্যাট চালাতে থাকেন জাকের। ২৭ বলে ফিফটি তুলে নেন দেশ সেরা ফিনিশার ব্যাটার। ফিফটি পূরণের পর বেশি সময় পিচে থাকতে পারেনি মাহমুদউল্লাহ। ৩১ বলে ৫৪ রান করে মাহমুদউল্লাহর বিদায়ের পর বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন জাকের। ২৫ বলে ফিফটি তুলে টাইগারদের জয়ের আশা বাঁচিয়ে রাখে জাকের।  শেষ দিকে ৩৪ বলে ৬৮ রান করে জাকের আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। ২ বলে ৪ রান করে ম্যাচে রোমাঞ্চকর করলেও শেষ পর্যন্ত ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  
০৪ মার্চ ২০২৪, ২৩:২৬

চমক নিয়ে আসছেন মিথিলা
নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শিগগিরই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি।     আগামী ২৯ মার্চ মুক্তি পেটে যাচ্ছে মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগিনী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।   এ প্রসঙ্গে মিথিলা বলেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। অনেকদিন আগে সিনেমাটির শুটিং শেষ করেছিলাম। তবে কাজটা করতে গিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে।   অভিনেত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি আমরা। সেসময় অনেক ঠাণ্ডা পড়েছিল। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ভীষণ ভালো লাগছে।    ‘ও অভাগিনী’ সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন— সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। প্রসঙ্গত, এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ  করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’। এ ছাড়াও আসন্ন ঈদে মুক্তি পাবে মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।    
০৩ মার্চ ২০২৪, ১৪:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়