• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ
আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ চলাকালে কোর্ট চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এদিন সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণের এক পর্যায়ের ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এরপর পুনরায় ভোটগ্রহণ শুরু হলে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এদিকে দুপুরে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোটকেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। ঘটনায় সময় হাতাহাতি ঠেলাঠেলিতে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানান তারা। এর আগে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন। যার মধ্যে প্রথম দিনে চার হাজার ১৩০ জন ভোট দেন।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৮

নির্বাচন ঘিরে উত্তপ্ত পাকিস্তান, ইসিপি চত্বরে বিস্ফোরণ
পাকিস্তানে সাধারণ নির্বাচনের আর বাকি মাত্র চারদিন। এরই মধ্যে এ নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। সর্বশেষ করাচিতে অবস্থিত নির্বাচন কমিশনের (ইসিপি) কার্যালয় চত্বরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।    স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র চার দিন আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের করাচিতে প্রাদেশিক নির্বাচন কমিশন অফিসের কাছে একটি বিস্ফোরণ হয়েছে।   স্থানীয় পুলিশ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, এটি একটি ছোট ঘটনা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।   ইসিপি ভবনের কাছে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনকালে সিনিয়র পুলিশ সুপার সাজিদ আমির সাদোজাই বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একটি ছোটখাটো বিস্ফোরণ হয়। বিস্ফোরিত বোমাটি হাতে তৈরি এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।   তিনি বলেন, একটি ছেলে নির্বাচন কমিশনের চত্বরে পড়ে থাকা একটি ব্যাগ তুলতে গেলে বিস্ফোরণটি ঘটে। এটি সামান্য একটি বিস্ফোরণ। ছেলেটির কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।   নির্বাচন ঘিরে এরইমধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এদিকে সহিংসতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজনে অটল পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) ডাকা উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর পরিকল্পনা মতো তারিখেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ। তিনি বলেন, ‘ইসিপি ও তত্ত্বাবধায়ক সরকার আগামী বৃহস্পতিবারই (৮ ফেব্রুয়ারি) নির্বাচন করবে।’
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়