• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
চকলেট খেতে ভালোবাসেন যেসব তারকা
চলছে প্রেমের সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনো দিবস, যা প্রেমিক-প্রেমিকাদের আরও কাছে নিয়ে আসে। আজ মিষ্টি দিন, অর্থাৎ চকলেট ডে। তবে চকলেটপ্রেমীদের কাছে প্রতিদিনই কিন্তু চকলেট দিবস। ছোট-বড় সবারই চকলেটের প্রতি দুর্বলতা আছে। এই তালিকায় আছেন বলিউড তারকারাও। যদিও তারা কঠোর ডায়েট আর নিয়ম করে শরীরচর্চা করেন, তবুও চকলেট কিন্তু নিয়মিতই খান তারা। ডায়েট আর শরীরচর্চার ফাঁকেও তারা চকলেট খেয়ে নেন কখনো মানসিক প্রশান্তির জন্য, কখনো আবার মন খুশি রাখতে কিংবা শারীরিক সুস্থতায়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বলিউড তারকা নিয়মিত খান চকলেট। দীপিকা পাড়ুকোন দীপিকার ফিটনেস দেখলে সবাই হতবাক হয়ে যান। কঠোর ডায়েট ও শরীরচর্চা তো আছেই, তার পাশাপাশি দীপিকা কিন্তু চকলেট খেতেও ভীষণ পছন্দ করেন। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ব্যাগে সবসময় ডার্ক চকলেট রাখেন তিনি। মন খারাপ হলে কিংবা মানসিক চাপে থাকলেই কামড় বসান চকলেটে। রণবীর সিংহ দীপিকার মতো রণবীরও চকলেটপ্রেমী। নিয়মিত চকলেট খান তিনি। শোনা যায়, এমন অনেক দিন আছে শুধু চকলেট খেয়েই কাটিয়ে দিয়েছেন। চকলেট মিল্কশেকও তার প্রিয়। কারিনা কাপুর খান কারিনার ফিটনেস দেখে সবাই মুগ্ধ হন। দুই সন্তানের জননী হয়েও তিনি এখনও যেন তরুণী। কঠোর ডায়েটের ফাঁকেও তিনি স্বাদ নিতে ভোলেন না চকলেটের। এক সাক্ষাৎকারে তিনি জানান, বড় বোন কারিশ্মা কাপুরের হাতে তৈরি চকলেট খেতে ভীষণ পছন্দ করেন তিনি। কখনো কখনো পুরো একটি চকলেট বার একাই খেয়ে ফেলেন। শিল্পা শেঠি শিল্পা শেঠি ফিটনেস নিয়ে কতটা সচেতন, তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়। আর এই ফিটনেসের মূল রহস্য কড়া ডায়েট ও ইয়োগা। তবে এসবের মাঝেই শিল্পা সময় পেলেই খেয়ে নেন চকলেট। আইসক্রিম থেকে চকলেট কুকিজ, সামনে পেলে তাতে কামড় বসাতে ভোলেন না শিল্পা। টাইগার শ্রফ ফিটনেসের প্রতীক টাইগার শ্রফকে সবাই চেনেন। তিনি পিৎজা, পাস্তা, ননভেজ খাবার খুব ভালোবাসেন। আবার চকলেটও রয়েছে পছন্দের তালিকায়। সোনাম কাপুর বিভিন্ন সাক্ষাৎকারে সোনম একাধিকবার বলেছেন তার চকলেটপ্রীতির কথা। চকলেট তার অন্যতম পছন্দের। শুটিংয়ের ফাঁকে ফাঁকেই চকলেটে কামড় বসান এই অভিনেত্রী।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২০

সেনা অভিযানে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট ও চকলেট জব্দ
অবৈধ পথে আসা ৪০৮ কার্টুন বিদেশি সিগারেট ও ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন।  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আ স ম বাকি বিল্লাহ'র নেতৃত্বে একটি টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে এস এ পরিবহনের একটি গাড়ী তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেট ও চকলেট গুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেট ও চকলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এগারো লাখ ছাব্বিশ হাজার অতশত টাকা। এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত সিগারেট ও চকলেট মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়