• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
চাঁদপুরে হাইমচর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন মধ্য চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ (৪৫) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা।  বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। চেয়ারম্যান শাহাদাত বলেন, নিহত মোশাররফ হাইমচরের গাজীপুর ইউনিয়নে বেড়াতে আসেন। বিকেলে বজ্রপাতে তিনি মারা যান। তারা সঙ্গে আরও তিন জন ছিলেন। তারাও আহত হন। তাদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে হাইমচর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, শুনেছি বজ্রপাতে মোশাররফ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার স্থানটি চাঁদপুর সদর থানার অংশের।
১৭ এপ্রিল ২০২৪, ১২:৫২

মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু।  শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার কাকরাইদ এলাকায় মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরেক বন্ধু। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। কাকরাইদ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত আহত হন দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশংকাজনক।  
১৩ এপ্রিল ২০২৪, ২১:০৯

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সীমান্ত সড়কের লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।  স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। দুপুর ৩টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংগ্নী বাজার এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে পড়ে যান।  পুলিশ আরও জানায়, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১১ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

পার্কে ঘুরতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. কাউছার উদ্দিন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা থেকে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ ক্যাম্পের র‌্যাবের একটি দল গ্রেপ্তার করে তাকে। গ্রেপ্তারকৃত কাউছার জেলার করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া এলাকার মৃত আ. কাদিরের ছেলে। সোমবার (১৮ মার্চ) দিবগত রাত সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে আসা-যাওয়ার পথে আসামি কাউছার উদ্দিনের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে কাউছার চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার নেহাল গ্রিন পার্কে ভিকটিমকে নিয়ে ঘুরতে যান। ঘোরাফেরা করে বিকেল আনুমানিক ৪টার দিকে পার্কের ভেতর একটি পরিত্যক্ত অন্ধকার ঘরে কাউছার ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি গ্রেপ্তারের থেকে বাঁচতে পলাতক ছিলেন। আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পলাতক আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব। কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে সোমবার বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেপ্তার আসামি কাউছার উদ্দিন উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১৯ মার্চ ২০২৪, ১২:১৬

ঘুরতে গিয়ে গাছের ডাল পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
নাটোরের রানী ভাবনীর রাজবাড়ি চত্বরে বয়েরা গাছের ডাল ভেঙ্গে পড়ে রাজু আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত রাজু শহরের বলারিপাড়া এলাকার রাজন আহমেদের ছেলে। সে স্থানীয় একটি আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে রাজু আহমেদ তার এক সহপাঠীর সঙ্গে রাজবাড়ি চত্বরের উন্মুক্ত মঞ্চ এলাকায় ঘোরাঘুরি করছিল। মুক্তমঞ্চ এলাকার ৪নং স্পটে বিভিন্ন খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বয়েরা গাছের ডাল ভেঙ্গে রাজুর মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
০৯ মার্চ ২০২৪, ০৮:৪৬

ছেলেকে নিয়ে যেখানে ঘুরতে গেছেন পরীমণি
স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। কাজের বাইরে পুরো সময়টা ছেলেকেই দেন এই নায়িকা। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। প্রায় সময়ই ছেলের সঙ্গে নানান খুনসুটিতে মেতে ওঠেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গেও সেসব শেয়ার করতেও ভোলেন না এই নায়িকা।  কাজের ফাঁকে সময় পেলেই ছেলেকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে চলে যান পরীমণি। এবার রাজ্যকে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ঘুরতে গেছেন এই নায়িকা। সেখানে ছেলেকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন তিনি। মঙ্গলবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন— ‘শুভ সকাল বিউটিফুল ভাওয়াল রিসোর্ট।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।  ছবিগুলো শেয়ার করা মাত্রই পাঁচ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টসবক্সে। একজন লিখেছেন— ‘শুভ সকাল, পদ্ম পরী।’ আরেক নেটিজেন লেখেন— ‘মা-ছেলে ভালো থাকুক হাজার বছর।’ পরীমণির এক ভক্ত লিখেছেন, ‘শুভ সকাল বিউটিফুল।’‌  গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়। এ ছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন পরীমণি। এ ছাড়া ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।  
০৫ মার্চ ২০২৪, ০৯:৩৩

ঘুরতে এসে হামলার শিকার পরিবার, গ্রেপ্তার ৩
শিল্পাঞ্চল খ্যাত ভালুকা উপজেলায় বিএনপি নেতা বাউন্ডারি শহীদের মালিকানাধীন গ্রিন অরণ্য পার্কে পরিবার নিয়ে ঘুরতে আসা এক দর্শনার্থীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পার্কের ম্যানেজার ও কর্মচারীসহ তিনজন।   বুধবার (৭ ফেবুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রিন অরণ্য পার্কের ওই তিন কর্মকর্তা ও কর্মচারীকে।   গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ম্যানেজার মো. আবু নাঈম (৩৮), কর্মচারী মো. হাসান চৌধুরী (৪০) ও মো. আতিয়ার রহমান (৩৭)। তারা এই ন্যক্কারজনক হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত বলে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়।   এর আগে গত পরশু সোমবার (৫ ফেব্রুয়ারি) গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. শাহজাহান মিয়া স্ত্রী-সন্তানসহ পরিবারের স্বজনদের নিয়ে ঘুরতে আসে গ্রিন অরণ্য পার্কে। এ সময় টিকিট নিয়ে ও সুইং রাউন্ডে উঠতে না পারা নিয়ে শাহজাহানের সঙ্গে তর্ক-বিতর্কের সৃষ্টি হয় পার্ক কর্তৃপক্ষের। এতে ক্ষুব্ধ দর্শনার্থী মো. শাহজাহান মিয়া পার্ক থেকে বেরিয়ে যেতে চাইলে তার ওপর হামলা করা হয় ম্যানেজার ও কর্মচারীদের নেতৃত্বে একটি দল। এ সময় তারা ভুক্তভোগী শাহজাহান মিয়ার গাড়িতে হামলা করে ও ভাঙচুর চালায়। পরে গাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার শুরু করলে আশাপাশের লোকজনের হস্তক্ষেপে শাহজাহান মিয়া তার পরিবার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।   এ সময় দর্শনার্থী শাহজাহান মিয়া ভিডিও লাইভ করে সহযোগিতা কামনা করলে মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে ন্যক্কারজনক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।   পরে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভুক্তভোগী শাহজাহান মিয়া ভালুকা মডেল থানায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ভালুকা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আমিনুল ইসলাম অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, আলোচিত এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এতে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়