• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটোসহ ধানের ব্যাপক ক্ষতি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বোয়ালী ইউনিয়নে শিলাবৃষ্টিতে গাছপালা, ঘরের টিন ফুটোসহ আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার বোয়ালী ইউনিয়ন ঘুরে এমনি চিত্র দেখা গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে শনিবার রাত ৮ দিকে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়। ফসলের ক্ষতির পাশাপাশি ওই এলাকার প্রায় ১ হাজারের অধিক পরিবারের টিনের চালা ফুটো হয়েছে। এ ছাড়া অনেক গাছ ভেঙে গেছে। ঘরে থাকার মতো তাদের জায়গা নেই। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করছে ক্ষতিগ্রস্ত পরবিার। ক্ষতিগ্রস্ত হাবিবুর, ফারুক, ফিরোজা, আবুল হাশেম জানান, জীবনে এরকম শিলাবৃষ্টি কখনো দেখিনি। এলাকার ঘরবাড়ি, ফসলসহ সব শেষ। ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজা বলেন, আমার একটা মাত্র ঘর তাও শিলাবৃষ্টিতে শেষ। স্বামী নিয়ে এখন কোথায় থাকবো। কি খাব? এখন গাছের নিচে ছাড়া কোথাও জায়গা নেই। বোয়ালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের কোনো বরাদ্দ নেই, তবে ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিলে হয়ত কিছুটা রক্ষা করা যাবে। তবে আমি চেষ্টা করব দ্রুত মন্ত্রণালয়ে যোগাযোগ করে এ এলাকার অসহায় মানুষদের জন্য কিছু করার।
২৪ মার্চ ২০২৪, ১৬:২৫

গাঁজার জন্য ঘরের টিন বিক্রি, মাকে মারধর
নোয়াখালীর বেগমগঞ্জে মাকে মারধরের দায়ে এক মাদকাসক্তকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত সামছুল হকের ছেলে। বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছুদিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করে। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেয়। তার মা মানুষের সহায়তায় চলে। তার পরিবার তাকে অনেক কষ্ট করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেয়। সে রিকশাটিও বিক্রি করে দেয়। বর্তমানে সে জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করছে। অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।  
২১ মার্চ ২০২৪, ১৯:২৬

ঘরের দরজার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা
নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় সুমনা ইসলাম নামে এক নারী ঘরের দরজার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার মৃত আবু তালেবের বাড়ি থেকে ঘরের দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নিহত সুমনা ইসলাম পলাশ উপজেলার চরনগরদীর মাঝেরচর এলাকার আফসার উদ্দিনের স্ত্রী এবং মনোহরদী উপজেলার হাতিরদিয়ার চঙ্গবান্দা এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সুমনা ইসলাম পৌর শহরের পলি ক্লিনিক নামে একটি প্রাইভেট ক্লিনিকে সেবিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বামীর বাসা ছেড়ে কাউরিয়াপাড়া এলাকার আবু তালেবের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন সুমনা ইসলাম। এখানে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নার্সের চাকরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বুধবার রাতে তার স্বামী আসেন তার সঙ্গে দেখা করতে। রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পড়ে রাতে স্বামী চলে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে দেন সুমনা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলে ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সুমনার মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের মা রাহিমা বেগম বলেন, আমার মেয়েকে তার স্বামী টাকার জন্য অনেক মারধর করতো। আমাদের এলাকার অনেকের কাছ থেকে লাভে টাকা এনে দিয়েছে তাকে ব্যবসা করার জন্য। তার অত্যাচার সহ্য করতে না পেরে তার বাড়ি ছেড়ে এই এলাকায় এসে ভাড়া বাসায় থেকে চাকরি করে সংসার চালাতো আমার মেয়ে। এখানে এসেও ওর স্বামী অত্যাচার নির্যাতন করতো। তার জন্যই আমার মেয়ের এই অবস্থা। আমি এর বিচার চাই।   নিহতের বোন কণিকা ইসলাম বলেন, আমার বোনের ওপর তার স্বামী অনেক অত্যাচার নির্যাতন করতো। সেই জন্যই আমার বোন আত্মহত্যা করেছে আমি এর বিচার চাই।  নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪

ঘরের মাঠে টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
ঘরের মাঠে চলতি বিপিএলে প্রথমবার খেলতে নেমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। কুমিল্লার বিপক্ষে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক দলটি। ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্ব শেষে দুই দলের পয়েন্টই সমান ১০। তবে নেট রানরেটে এগিয়ে দুইয়ে কুমিল্লা। তাই মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, এটা নিশ্চিতভাবে বলাই যায়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে দুই দলের হাড্ডাহাডি এই লড়াই। ঘরের মাঠে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে তিন পরিবর্তন এনেছে সফরকারীরা। কুমিল্লা একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, মঈম আলী, উইল জ্যাকস, ব্রুক গেস্ট, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। চট্টগ্রাম একাদশ : জস ব্রাউন, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, শাহাদত হোসেন, কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও আল-আমিন হোসেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২২

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ / ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের
রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামী ২ ফেব্রুয়ারি পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই ঘরের মাঠে আবারও একই টুর্নামেন্ট হতে যাওয়ায় শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।  সোমবার (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে শিরোপা ধরতে রাখতে আশার বাণী শুনিয়েছে দলের অধিনায়ক ও কোচ । গত কয়েক মাস ধরে কাজ করা কোচ সাইফুল বারী টিটু বলেন, আমাদের দল অনুশীলনের মধ্যে রয়েছে। সপ্তাহে একটি নিজেদের মধ্যে ম্যাচও হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা শিরোপা ধারে রাখতে আশাবাদী।  বাংলাদেশ দলে অধিনায়ক আফিদা খন্দকার ফাইনালে ওঠার লড়াই এগিয়ে থাকতে প্রথম ম্যাচ থেকেই ভালো করার কথা জানান। তিনি বলেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জিতে আমরা ফাইনালের পথে থাকতে চাই। আসরের উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা। দলের অধিনায়ক দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সমর্থন দেবেন। যাতে আমরা আপনাদেরকে খুশি করতে পারি। টুর্নামেন্টে মাত্র চার দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারত। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচের পর শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।  টুর্নামেন্টটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কি না এমন প্রশ্নের জবাবে কোচ টিটু বলেন, নেপাল ও ভারত এখানে অংশগ্রহণ করছে, ফলে অবশ্যই এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মাত্র তিনটি ম্যাচ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাত্রা আরও বেশি। বাংলাদেশের ম্যাচের সময়সূচি: ২ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম নেপাল ৪ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ভারত ৬ ফেব্রুয়ারি- বাংলাদেশ বনাম ভূটান ৮ ফেব্রুয়ারি- ফাইনাল বাংলাদেশের প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৭টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  
২৯ জানুয়ারি ২০২৪, ২২:৩১

খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে ঘরের মালামাল লুট
মাদারীপুরে খাবারের সঙ্গে চেনতানাশক খাইয়ে ঘরের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মিজানুর রহমান মৃধার বাড়িতে এভাবে লুট করা হয়। মিজানুর রহমান মৃধা ওই গ্রামের ইব্রাহীম মৃধার ছেলে। স্বজনরা জানায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে মিজানুরের পরিবারের সবাই। সকালে ঘরের দরজা না খুললে প্রতিবেশিরা ডাকাডাকি করে। এতে সাড়া না দিলে তাদের সন্দেহ হয়। পরে টিনশেট ঘরের বেড়া কাটা দেখতে পান তারা। একপর্যায়ে ঘরের ভেতর সব এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয় পরিবারের অন্য সদস্যরা। এ সময় অসুস্থ তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাতে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে টিনশেট ঘরের বেড়া কেটে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন নিয়ে যায়।  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার হালদার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৫

আমি কিন্তু ডরে ঘরের কোণে বসে থাকা মহিলা না : মমতাজ
অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষপর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেননি তিনি। তাকে টপকে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু। পরাজয়ের পর অন্য প্রার্থীরা মুখ খুললেও চুপ ছিলেন মমতাজ। তবে নিজের নেতাকর্মীর গায়ে হাত তোলায় ধৈর্যের বাঁধ ভেঙেছে তার। নির্যাতিতদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠেছেন তিনি। দিয়েছেন হুঁশিয়ারি। নির্বাচনে হারার পর মমতাজের ৫০–এর বেশি নেতাকর্মীর ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হেরেও তাদের পাশে থাকার কথা বলেন মমতাজ। এ সময় মমতাজ বেগম বলেন, আমি সারা পৃথিবী চষে বেড়ানো মহিলা, আর দশটা মেয়ের মতো আমি না। আমার এই জনগণের জন্য জেল খাটতে রাজি আছি। আমার যদি মোকাবিলা করতে হয় রাজপথে দাঁড়ায়া, আপনাদের নিয়ে সবকিছু মোকাবিলা করব। জেল–জুলুল অত্যাচার কোনো কিছু আমাকে দাবায়ে রাখতে পারবে না। তিনি আরও বলেন, আমি কিন্তু ডরে ঘরের কোণে বসে থাকা মহিলা না। আমি আপনাদের সঙ্গে আছি। এরপর থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। হান্নান ভাই, মেয়র সবাইকে বলব, যেখানে যে ঘটনা ঘটবে, সেখানে সবাই মিলে প্রতিবাদ করব। প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।
১২ জানুয়ারি ২০২৪, ১২:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়