• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
গাজীপুরের শ্রীপুরে কৃষক ফজলুল হকের বসতঘরসহ তার ৯ টি টিনশেড ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুর্বৃত্তরা কৃষকের ঘরসহ তার ভাড়া দেওয়া ৯টি ঘরে বাহির থেকে দরজায় তালা দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।  সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় ওই কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কৃষকের প্রায় ৯০ লাখ টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন। কৃষকের ছেলে সোহাগ (৩৫) জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে ভাড়াটিয়ারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আগুনের তাপ অনুভব করে তার বাবা ঘুম থেকে উঠেন। পরে ঘরের চালে আগুন জ্বলতে দেখেন। এ সময় তাদের সকলকে ঘুম থেকে ডেকে তুলে দরজা খুলতে গেলে দরজা খুলে না। বাহির থেকে দরজা সিটকানি লাগা অবস্থায় থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন কৃষকের বসতবাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে সকল দরজার সিটকানি বাহির থেকে খুলে দিলে তারা ঘর থেকে বের হয়। এ সময় আগুনে সেমি পাকা ৯টি ঘর, ঘরে থাকা নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।   তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাতদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুরের (মাওনা) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, মাওনা উত্তরপাড়া গ্রামের কৃষক ফজলুল হকের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের আগে বলা যাচ্ছে না। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, কৃষকের ঘরে বাহির থেকে সিটকানি লাগিয়ে আগুন দেওয়ার কোনো ঘটনা আমি জানি না। এরকম হলে তো জানতাম।  তিনি আরও বলেন, থানায় দেওয়ার আগে আপনাদের (সাংবাদিকদের) কাছে অভিযোগ দেয়। তারা মনে করে আপনারই থানা।
১৬ এপ্রিল ২০২৪, ২১:১২

ঘর ছাড়লো বিটিএসভক্ত দাখিল পাস ছাত্রী
কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের সঙ্গে যোগ দিতে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের দাখিল পাস ১৬ বছরের এক কিশোরী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যান ওই তরুণী। শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা। কিশোরীর বাবা বলেন, গত বছর আমার মেয়ে দাখিল পাস করে। এরপর বাসায় থাকার সময় মোবাইলে গেম খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। মোবাইলে আসক্তির কারণে সে খাওয়া-দাওয়াও কমিয়ে দেয়। বাসা থেকে চলে যাওয়ার সময় সে কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে গেছে। তিনি বলেন, ঝগড়া হলেই সে কোরিয়া চলে যাওয়ার হুমকি দিতো। আমরা তাকে নিয়ে শঙ্কিত। সে যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। তার খোঁজ পাইনি। পুলিশ সাহায্য করলে হয়তো মেয়েকে ফিরে পাবো।  তবে কিভাবে সে বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেলো সে সম্পর্কে জানেন না ওই বাবা। ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
০৫ এপ্রিল ২০২৪, ২৩:৫৬

ঘর সাজাবে ‘সিসিলিই’
সারাদিনের কর্মব্যস্ততার পর সবাই এমন একটি ঘর চায়, যেখানে দুদণ্ড শান্তি মিলবে। ঘরের পরিপাটি সৌন্দর্য মোহ ছড়াবে। যে ঘরটি শুধুই নিজের পছন্দ আর স্বপ্ন দিয়ে সাজানো থাকবে। সে লালিত স্বপ্নকে আরও বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে সিসিলিই। সৌখিনতার ছোঁয়া গ্রাহককে পৌঁছে দিতে দিতে দীর্ঘ এক যুগ ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি।  সিসিলিই’র কার্যক্রম অফলাইনে থাকলেও বর্তমানে সেটা অনলাইনেও বিস্তৃত হয়েছে।  প্রতিষ্ঠানটি জানায়, প্রিমিয়াম ও আনকমন প্রোডাক্ট, মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ, বিভিন্ন আকর্ষণীয় অফার, ঘর সাজানোর আইডিয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তারা দিয়ে থাকে। সিসিলির ঘর সাজানোর সকল জিনিসের মধ্যে থেকে কাজ করছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল গাছ নিয়ে। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘর সাজানোর আনকমন একটি প্রোডাক্ট। বাংলাদেশের প্রতিটি ঘরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের ছোঁয়া দেওয়াই আমাদের মূল লক্ষ্য বলে অভিহিত করেন সিসিলির প্রতিষ্ঠাতা মো. বিল্লাল হোসেন ভূঁইয়া।
২৬ মার্চ ২০২৪, ২০:০৪

বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শত শত ঘর
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাজধানীর বনানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে বস্তির শত শত ঘর পুড়ে গেছে। রোববার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আমাদের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথামিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, বিকেল ৪টা ৫ মিনিটে বনানীর কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট পাঠানো হয়।
২৪ মার্চ ২০২৪, ১৯:১১

‘পুলিশ চুপ থাকলে আ.লীগ ঘর থেকেও বের হতে পারবে না’
পুলিশ চুপ থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর থেকেও বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক সভায় তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, শুধু ঢাকা মহানগর পুলিশ চুপচাপ এবং নিরপেক্ষ থাকলে আওয়ামী লীগ ঘর থেকেও বের হতে পারবে না। কোনো সভাও করতে পারবে না। বিরোধীদলীয় নেতাদের চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলতে পারবে না।  তিনি বলেন, সাত জানুয়ারির তথাকথিত নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ নিজের দলকে ভেঙে তিন ভাগে ভাগ করেছে। এক দলের মধ্যে তিনটি মার্কা। এটি নিয়ে তারা নিজদের মধ্যে খুনাখুনি পর্যন্ত করেছে।  শেখ হাসিনার উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো ভোট হয়নি। কিন্তু আপনি বক্তৃতা করে বেড়ান ’৭৫-এর পর এরকম ভোট আর হয়নি। প্রধানমন্ত্রী এ রকম মিথ্যা কথা বললে তো পুরো আওয়ামী লীগের লোকরাও মিথ্যা বলতে বাধ্য হয়। মান্না বলেন, এ সরকারের প্রতি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কারও কোনো বিশ্বাস এবং ভরসা নেই। বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহাতের বিষয়ে তিনি বলেন, কেউ আগুনে পুড়ে মারা যায়নি। কারণ, লাশগুলোর শরীর পোড়া ছিল না। আগুনের ধোয়ায় বেশি মানুষ মারা গেছে। রেস্টুরেন্টের নিচতলায় সব অগ্নিনির্বাপক যন্ত্র এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। প্রতিবাদ সভায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজসহ অনেকেই উপস্থিত ছিলেন।
০৮ মার্চ ২০২৪, ১৯:২১

আরটিভিতে আজ যা দেখবেন
মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘এই ঘর এই সংসার’। অভিনয় করেছেন- সালমান শাহ্, বৃষ্টি প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা- সৈয়দা মুনিরা ইসলাম।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  রাত ৭টা ৫মিনিটে ‘নির্বাচিত নাটক’।  রাত ৮টায় ‘বিশেষ নাটক’। রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায়- প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’।  রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২০মিনিটে লাইভ- ‘গণতন্ত্র সংলাপ’।  রাত ১২টা ১৫মিনিটে লাইভ- ‘উন্নয়নে বাংলাদেশ’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
০৫ মার্চ ২০২৪, ০৮:৩৬

ডিসিদের আগে নিজের ঘর দুর্নীতিমুক্ত করতে বললেন দুদক চেয়ারম্যান
জেলা প্রশাসকদের (ডিসি) নিজের ঘর দুর্নীতিমুক্ত করে তারপর অন্যদের দুর্নীতির খোঁজখবর রাখতে বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দুদকের অধিবেশন শেষে সাংবাদিকদের সামনে এ কথা তুলে ধরেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, আমি জেলা প্রশাসকদের বলেছি, আপনি নিজে দুর্নীতিমুক্ত কি না, আপনার অফিস দুর্নীতি মুক্ত কি না, আগে নিজের কাছে প্রশ্ন করুন। তাদের বলেছি, যদি আপনার অফিস দুর্নীতিমুক্ত না হয়, নিজের অফিসকে দুর্নীতিমুক্ত করুন। জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আপনাদের অধীনে যেসব অফিস আছে সেগুলো দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেন। নিজের ঘর দুর্নীতিমুক্ত করুন, তারপর অন্যান্য দুর্নীতির খোঁজখবর রাখুন। জেলা প্রশাসকদের সরকারের প্রতিনিধি উল্লেখ করে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, তারা ৩০-৩৫টা কমিটির প্রধান। জেলার সমস্ত কার্যক্রম সম্পর্কে তারা অবহিত থাকেন। এজন্য অনিয়ম-দুর্নীতির তথ্যগুলো তাদের কাছে আগে আসে। জেলা প্রশাসকদের আমরা এই বিষয়ে সচেতন থাকতে বলেছি। তাদের বলেছি, কোথায় দুর্নীতি-অনিয়ম হচ্ছে এইগুলো আপনাদের কাছে আগে আসে। কীভাবে সব তথ্য আসতে পারে সেই ম্যাকানিজম তৈরি করে, তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেগুলো দুদকে পাঠানো দরকার ওইগুলো পাঠিয়ে দেবেন। কোন কারণে যদি সরাসরি পাঠাতে সমস্যা হয় তাহলে প্রতি ১৫ দিন পরপর একটা গোপন প্রতিবেদন দেন মন্ত্রিপরিষদে। সেখানে দিলে আমরাও জেনে যাব। প্রতিকার ও প্রতিরোধ দুদকের প্রধান দুই কাজ উল্লেখ করে তিনি বলেন, অনুসন্ধান তদন্ত করে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করি, এটা প্রতিকার। জেলা প্রশাসকের সাহায্য ছাড়া প্রতিরোধ আমরা সুচারুভাবে করতে পারি না। দুর্নীতি যেন না হয় সেজন্য আমাদের সাহায্য করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছি। জেলা ও বিভাগীয় অফিসে তারা যেন সার্বিক সহায়তা করেন। জেলা পর্যায়ে আমাদের লোকবল যথেষ্ট নয়, এজন্য প্রতিরোধমূলক কার্যক্রমে তাদের সহায়তা চেয়েছি।  
০৪ মার্চ ২০২৪, ২২:২৯

নতুন ঘর পেয়ে খুশি গফুর 
সন্দ্বীপের মুছাপুর গ্রামের বাসিন্দা মো. গফুর। জরাজীর্ণ, ভাঙাচোরা আর জোড়াতালি দেয়া ঘরে স্ত্রী রোকেয়া বেগম এবং দুই মেয়ে নুর নাহার পলি ও মহিমাকে নিয়ে বসবাস করে আসছিলেন। ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর এগিয়ে আসে ইরামন নামে সেচ্ছাসেবী সংগঠন। ইরামন ফাউন্ডেশনের অর্থায়নে টিনের নতুন ঘর করে দেওয়া হয়।  নতুন ঘর পেয়ে গফুরের স্ত্রী রোকেয়া বেগম বলেন, একটু বৃষ্টি হলে আমার ঘরে পানি পড়তো। পলিথিন টানিয়ে পানিপড়া বন্ধ করতাম। রাতে আকাশে মেঘ দেখলেই ভয়ে থাকতাম, মনে হয় আজ সারারাত জেগে থেকে পানি সরাতে হবে। দুটি মেয়ে নিয়ে অনেক দুঃখে কষ্টে রাত পার করতাম। খেয়ে না খেয়ে দিন কাটাতাম। মুন্না স্যারেরা আমাদের মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক।  ইরামন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. রুস্তম বলেন, ফেসবুকের মাধ্যমে অসহায় গফুরের ভাঙ্গা ঘরে তার সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে এমন সংবাদ দেখতে পেয়ে ইরামন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকবর হায়দার মুন্না সাহেব আমাদেরকে ঘরটি করে দেয়ার নির্দেশ দেন।  আমরা তাদেরকে বসবাস উপযোগী একটি নুতন ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। সেই লক্ষ্যে গফুরের পরিবারের নিকট গৃহ নির্মাণের টিন ও কাঠসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করেছি। আজ ঘরটি পূর্ণাঙ্গ রূপে তৈরি করে পরিবারটির কাছে হস্তান্তর করে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের সামান্য সহযোগিতায় অসহায় পরিবারটির মুখে হাসি ফুটেছে। তাতে আমরা গর্ববোধ করছি। সমাজের সকল বিত্তবানরা এই সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ইরামন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হায়দার মুন্না বলেন, আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই হত-দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা অসহায় ও দুস্থদের শিক্ষা-চিকিৎসায় সহায়তা ও বাসস্থান নির্মাণ করে দিয়ে থাকি। এর আগে গত বছরের জুনেও সন্দ্বীপের একটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছি। সম্প্রতি আমরা খুলনার মংলা থানার মাদুর-পালটা গ্রামে চার সদস্যের একটি পরিবারকে বসতের, একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের ছয় সদস্যের একটি পরিবারকে বসতের তৈরি করে দিয়েছি। ইরামন ফাউন্ডেশন আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশেও দাঁড়ায়। গত বছরের এপ্রিলে সাতক্ষীরার শ্যামনগর থানার গড়কুমারপুর গ্রামে অন্তত ৪১টি পরিবারের জন্য নলকূপ স্থাপন করেছি। তিনি আরও বলেন, ইরামন ফাউন্ডেশন এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ২০টি নলকূপ (চাপকল) প্রতিস্থাপন করেছে। রংপুরে একসঙ্গে ৫ পরিবারকে এবং যশোরেও ঘর নির্মাণ করেছে। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইরামন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা আকবর হায়দার মুন্না নিজে উপস্থিত থেকে ঘর হস্তান্তর করা হয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার আকবর হোসেন, এম কে মিশন, মো. রুস্তম, ইরামন ফাউন্ডেশনের আজীবন সদস্য আবির, জয়, ফরহাদ, এমিলসহ টিম কম্ফিটের খেলোয়ারবৃন্দ।  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৬

কুয়াকাটায় ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
কুয়াকাটায় একই ঘর থেকে আরিফ হোসেন (২৬) ও তার স্ত্রীর রিয়ামনির (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে লতাচাপলী ইউনিয়নের পশ্চিম আছালতপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেনের বাবার নাম আলী হোসেন ।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার। স্থানীয়রা জানান, আরিফ পেশায় কুয়াকাটা সমুদ্র সৈকতের একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। তার বাবা-মা দুজনে ঢাকায় থাকেন। কিছুদিন আগে জমি কিনে এখানে ঘর নির্মাণ করেন আরিফ। স্বামী-স্ত্রী দুজনে দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মিশ্রিপাড়ায় এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসেন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে শুনেছেন প্রতিবেশীরা। রাত ১২টার দিকে এ দম্পত্তির একমাত্র শিশু কন্যার কান্নার আওয়াজ শুনে ওই বাড়িতে যান স্বজনরা। পরে রিয়ামনি এবং আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এ সময় শিশু সুমাইয়া বাবার ঝুলন্ত মরদেহের দিকে তাকিয়ে কাঁদছিল।  নিহত আরিফের ভাগ্নে খাইরুল জানান, তিনি গিয়ে তার মামাকে ঘরে এবং মামানিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।  ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫

প্রেমিকের সঙ্গে ঘর ছাড়লেন মেয়ে, বাবা-মায়ের আত্মহত্যা
ভারতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছেন তরুণী। এ ঘটনায় অভিমানে আত্মহত্যা করেছেন ওই তরুণীর মা-বাবা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আনন্দবাজার। দেশটির দক্ষিণ কেরালার কোল্লাম জেলার পাভুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর বাবা উন্নিকৃষ্ণ ও তার স্ত্রী বিন্দু একমাত্র মেয়েকে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু তাদের কথা না শুনে তরণী সম্পর্ক চালিয়ে যান, এরপর প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। এ খবর জানতে পেরে আত্মহত্যা করেন ওই তরুণীর মা-বাবা। ওই তরুণীর আত্মীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একমাত্র মেয়েকে নিয়ে ওই দম্পতি সবসময় চিন্তা করতেন। মেয়ের কারণেই তারা ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মেয়ের পালিয়ে যাওয়ার খবর জানতে পেরে ঘুমের ওষুধ খেয়ে ওই দম্পতি আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়