• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটির (বিজি-১৪৭) চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে বেশ বেকায়দায় পড়তে হয় ২৬৮ যাত্রীকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার মোহাম্মদ ছলিম উল্লাহ। তিনি বলেন, ফ্লাইটটি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।  এর যান্ত্রিক ত্রুটির কাজ মেরামত করে আজ (মঙ্গলবার, ২৪ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।
১৮ ঘণ্টা আগে

২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে ২৪ ঘণ্টা সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।  মঙ্গলবার (২৩) সকাল ৬টা থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার এ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বিএমএ’র চট্টগ্রাম শাখা। এই খবরে দুশ্চিন্তায় পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।     বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রক্তিম দাশের ওপর হামলাকারী ছৈয়দ চেয়ারম্যানসহ অন্যান্যদের গ্রেপ্তার ও মেডিক্যাল সেন্টার, চট্টগ্রাম এনআইসিইউতে কর্তব্যরত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর বর্বরোচিত হামলার মূল অভিযুক্তদেরসহ জামিনপ্রাপ্তদের জামিন বাতিলের দাবি ও অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস (ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা) বন্ধ থাকবে।   এতে আরও বলা হয়, বেসরকারি হাসপাতাল ক্লিনিকে পূর্বদিনের ভর্তি রোগীর চিকিৎসা সেবা চলবে। ডায়াগনস্টিক সেন্টারে পূর্বের রোগীর রিপোর্ট ডেলিভারি দেওয়া যাবে, কোনো প্রকার নতুন রোগী ভর্তি বা সেবা দেওয়া যাবে না।   এ বিষয়ে বিএমএর চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন চিকিৎসকরা। একের পর এক চিকিৎসকের ওপর হামলা ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার না হওয়ার কারণে চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে। সার্বিকভাবে চিকিৎসকরা কর্মক্ষেত্রে খুবই অনিরাপদ। চিকিৎসকদের সুরক্ষায় শক্তিশালী আইন থাকা দরকার। অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে আইন আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালে দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশকে বেধড়ক মারধর করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ ঘটনার দুদিন পর গত ১৪ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে থাকা নিউমোনিয়া আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলা চালায় রোগীর অভিভাবকরা।
২৩ এপ্রিল ২০২৪, ১৫:১০

যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বুধবার সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।  সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে  দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
২৩ এপ্রিল ২০২৪, ১২:৫৭

যেসব এলাকায় ২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ 
পাইপলাইনের জরুরি কাজের জন্য সোমবার (২২ এপ্রিল) ঢাকা জেলার সাভার উপজেলার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট দুই ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুরবাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২২ এপ্রিল ২০২৪, ১২:৩৮

আগামী ৭২ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া
তীব্র গরমে পুড়ছে দেশ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। চলমান এই গরম আরও বেশ কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে। এ ছাড়া একই সময়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে। একইসময়ে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।  মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
২১ এপ্রিল ২০২৪, ২২:০৪

রোববার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২০ এপ্রিল) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়।  এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া একই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
২০ এপ্রিল ২০২৪, ১৬:২৬

দুই ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (২০ এপ্রিল) দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ২ এপ্রিল শনিবার বেলা ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত দুই ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
২০ এপ্রিল ২০২৪, ০৮:০১

দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।  এর আগে, এদিন সকাল ৭টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে যানজট সৃষ্টি হয়। এতে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলে যানবাহন। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, সংঘর্ষের পর ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের মাঝখানে চলে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নেওয়া হলে সকাল ৯টার পর থেকে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়।
১৯ এপ্রিল ২০২৪, ১১:২১

দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
পটুয়াখালীতে অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি বাসকে জরিমানা করায় মহাসড়ক অবরোধ করে বাস মালিক-শ্রমিকরা। তারা পটুয়াখালীর চৌরাস্তা ও বাসস্ট্যান্ড এলাকা-সংলগ্ন মহাসড়কের ওপর আড়াআড়ি ও এলোপাতাড়ি বাস রেখে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ফের যানবাহন চলাচল শুরু হয়।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মহাসড়কের পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দুটি বাসকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। মহাসড়কের দুই দিকে আটকে পড়ে শত শত যানবাহন এবং ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ এবং যানবাহনের ভেতরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে থাকে যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বিকেল সোয়া ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।  এ ব্যাপারে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, ঈদে ঘরমুখো মানুষেরা পরিবারদের সঙ্গে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করে। তারা দ্রুত কর্মস্থলে যাওয়ার জন্য চালক ও হেলপারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী হিসেবে বাসে ওঠে। এতে ভ্রাম্যমাণ আদালত বাসে অতিরিক্ত যাত্রী পেয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। এত টাকা বাসের চালক বা হেল্পারের পক্ষে দেয়া কষ্টকর হওয়ায় তারা মহাসড়ক অবরোধ করেন। জেলা প্রশাসনের আশ্বাসে এবং ঈদে কর্মস্থলে ফিরতি মানুষের ভোগান্তির কথা চিন্তা করে জরিমানা পরিশোধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। পটুয়াখালীর সদর থানার ওসি মোহাম্মদ জসীম জানান, প্রশাসনের সঙ্গে বাস শ্রমিকদের ভুল-বোঝাবুঝি হয়েছে। তবে তা অল্প সময়ের মধ্যেই জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
১৮ এপ্রিল ২০২৪, ১৯:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়