• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
যে নিয়মে বাড়তি এক ঘণ্টা গড়াল ভারত-ইংল্যান্ড টেস্ট
স্থানীয় সময় সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা ছিল ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা। কিন্তু বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শেষ হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, কোন নিয়মে বাড়তি এক ঘণ্টা ব্যাট করলো ভারত। আর বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নিয়মই-বা কি বলছে! মূলত চতুর্থ দিনে খেলা শেষ না হলে পঞ্চম দিনে গড়া তো ম্যাচটি। তাই ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে বিশেষ এক নিয়ম মেনেই বাড়তি এক ঘণ্টা ব্যাট করেছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের সাধারণত প্রতিদিন ৭ ঘণ্টা করে খেলা হয়ে থাকে। আর দুই ঘণ্টার সেশন হয়ে থাকে। মাঝে ৪০ মিনিট মধ্যাহ্নভোজের বিরতি এবং ২০ মিনিট চা পানের বিরতি দেওয়া হয়।  এদিন সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার বিকেল সাড়ে ৪টায় দিনের খেলা শেষ হওয়ার কথা ছিল। তবে টেস্টে সাধারণত প্রতিদিন ৯০ ওভার করে মাঠে গড়ায়। এই দুই দিক বিবেচনায় রেখে যেকোনো সিদ্ধান্ত দেন আম্পায়াররা। আম্পায়াররা ম্যাচের ফল বের করার জন্য যেকোনো মুহূর্তে সময় বাড়িয়ে দিতে পারবেন। আবার নির্দিষ্ট সময়ের মধ্যে ৯০ ওভার শেষ হয়ে গেলেও সময় বাড়ানোর রীতি আছে। তবে শেষের রীতি অর্থাৎ ৯০ ওভারকেই আগে বিবেচনায় নেওয়া হয়। হায়দ্রাবাদ টেস্টের চতুর্থ দিনে সাড়ে ৪টায় খেলা শেষ হলে ৯০ ওভারের কোটা পূরণ হতো না। তাই আলো বিবেচনায় অর্থাৎ মাঠে পর্যাপ্ত আলো থাকায় খেলার সময় ৩০ মিনিট বাড়িয়ে দেন আম্পায়াররা। সেই সময়ে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সময় বাড়ানোর পর আরও দুই উইকেট খুইয়ে বসে স্বাগতিকেরা। বিকেল ৫টার আগেই ভারত জোড়া উইকেট (সব মিলিয়ে ৯ উইকেট) হারানোয় আম্পায়ারের কাছে অতিরিক্ত সময় চান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। আর তাতে আম্পায়াররাও সাড়া দেন।  আর বিকেল সাড়ে ৫টার মধ্যে ভারতের শেষ উইকেট না পড়লে পঞ্চম দিনে গড়াতো ম্যাচ। কেননা, নির্দিষ্ট সময়ের চেয়ে সর্বাধিক এক ঘণ্টা অতিরিক্ত খেলা হতে পারে। এর বেশি হওয়ার নিয়ম নেই। আর শেষ উইকেট মোহাম্মদ সিরাজ প্যাভিলিয়নে ফেরায় টেস্ট জিতে যায় ইংলিশরা। উল্লেখ্য, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পরও হারের স্বাদ পেলো ভারত। হার্টলির স্পিন ঘূর্ণিতে ভারতকে ২৮ রানে হারিয়েছে সফরকারীরা। এতে ১-০’তে সিরিজে এগিয়ে গেলো ইংল্যান্ড। হায়দ্রাবাদ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৪৬ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩৬ রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪২০ রান তুললে ২৩১ রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল। জবাবে দিতে নেমে ২০২ রানে অল-আউট ভারত। এতে ২৮ রানের জিতেছে ইংলিশরা। ম্যাচ সেরা হয়েছেন টম হার্টলি।
২৯ জানুয়ারি ২০২৪, ১১:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়