• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
আবারও কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ৭ দিনের কর্মবিরতি শেষ হওয়ার পর আবারও দুই দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।   শনিবার (২৩ মার্চ) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।  এতে বলা হয়, ‘ইন্টার্ন ডাক্তার এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ডাক্তারদের বকেয়াসহ ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে আজ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় এবং দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ৪৮ ঘণ্টা (২৪ এবং ২৫ মার্চ) দেশের সব ট্রেইনি ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তার (ইমার্জেন্সি এবং ক্যাসুয়ালিটি ডিউটি ছাড়া) সকল ধরনের ডিউটি থেকে কর্মবিরতিতে যাচ্ছে।’ তাদের দাবিগুলো হলো– পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা এবং ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা করা। ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা পরিশোধ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের নন রেসিডেন্ট ও রেসিডেন্টদের ভাতা পুনরায় চালু করা। অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন।
২৩ মার্চ ২০২৪, ১৫:৪০

একাধিক পদে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল। প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- কোম্পানির নাম: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন  প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক হাসপাতাল পদসংখ্যা: ৩টি  কর্মস্থল: ঢাকা   ১. পদের নাম: জুনিয়র কনসালটেন্ট   বিভাগ: এনআইসিইউ ও আইসিইউ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও পোস্ট গ্র্যাজুয়েট অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর  বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর  ২. পদের নাম: মেডিকেল অফিসার বিভাগ: এনআইসিইউ ও আইসিইউ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: ইন্টার্ণশিপ সম্পন্নসহ এমবিবিএস পাস। তবে প্রার্থীর অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর  ৩. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স বিভাগ: এনআইসিইউ ও আইসিইউ পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারী অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়