• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
গোসল ফরজ হলে কি সেহরি খাওয়া যাবে
চলছে পবিত্র কোরআন নাজিলের মাস, সংযমের মাস ও ত্যাগের মাস রমজান। এটি ইবাদত-বন্দেগির মাস। এ জন্য এই মাসে পবিত্রতার বিষয়ে সবাই বেশ সতর্ক থাকেন। কিন্তু কখনো রাতে স্বপ্নদোষ বা সহবাসের কারণে গোসল ফরজ হয়ে যায়, তখন কি সেহরি খাওয়া যাবে, এ নিয়ে অনেক প্রশ্ন থাকে। রাসুল (সা.) থেকে এ বিষয়ে দুভাবে বর্ণিত আছে— গোসল ফরজ হওয়ার পর খাওয়াদাওয়া ও অন্যান্য কাজের আগে পবিত্র হওয়া উত্তম। তবে তা জরুরি নয়। গোসল ছাড়াও খাওয়া যায়। তাই গোসল ফরজ হলেও সেহরি খেতে পারবেন। এদিকে ফকিহবিদদের মত অনুযায়ী, গোসল ফরজ হওয়ার পর গোসল না করে সেহরি করে রোজা রাখলেও রোজা সহিহ হবে। তবে ফজরের ওয়াক্ত থাকা সময়েই গোসল সম্পন্ন করে সময়মতো নামাজ পড়তে হবে। অন্যদিকে, মুসলিম শরিফের ২৫৯২ নম্বর হাদিসে আছে, গোসল ফরজ হওয়ার পরও কোনো কারণ ছাড়াই গোসল না করে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় পার করা মারাত্মক গোনাহ। ইসলামী বিশ্লেষকরা বলেছেন, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। আর গোসল ফরজ অবস্থায় নামাজ, তাওয়াফ, কুরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা ছাড়া অন্যান্য সবধরনের কাজ করা যায়। -(বুখারী ২৭৯), সুতরাং সেহরিও খাওয়া যাবে। আলেমরা বলেন, তবে মনে রাখতে হবে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়া অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ। সুতরাং, ফজর নামাজের আগেই গোসল করে নামাজ আদায় করতে হবে। রাসুল (সা.) বলেছেন, যার নামাজ কাজা হয়ে গেল, যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। (মুসনাদে আহমাদ ২৩৬৪২)।   
২৪ মার্চ ২০২৪, ০৮:৫৮

শীতে গোসল করতে বলায় আত্মহত্যা
টাঙ্গাইলের সখিপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।  লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র শীতের কারণে ১ সপ্তাহ গোসল না করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মা গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করে। একপর্যায়ে তার মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর এক ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। তিনি আরও জানান, পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। মরদেহ স্বজনের কাছে হস্তান্তরের জন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন।
২৩ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭

নৌকার বিজয়ের পর গোসল করবেন বাদশা
বাগেরহাটের মোড়েলগঞ্জের স্থানীয় বাসিন্দা মো. বাদশা। ভালোবাসেন বঙ্গবন্ধুর নৌকাকে। সেই ভালোবাসার জায়গা থেকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী এক প্রচারণায় নেমেছিলেন তিনি। খুলনা ও বাগেরহাটে বিভিন্ন আসনে খালি গায়ে হেঁটে হেঁটে নৌকার প্রচারণা চালিয়ে এবার সমগ্র দেশেই আলোচনায় ছিলেন নৌকার এ সমর্থক।  রোববার (৭ জানুয়ারি) নৌকার জয়ের পর গোসল করে ঘরে উঠবেন বহরবুনিয়া ইউনিয়নের এই সন্তান। এমনই ঘোষণা দিয়েছেন নৌকাপ্রেমী এ যুবক।  নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর থেকে খালি গায়ে ও গোসল না করে একটানা নৌকার প্রচারণা চালিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বাদশা বলেন, আমি বেশিরভাগ (৮০ শতাংশ) সময় পাঁয়ে হেটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রচারণা চালিয়েছি। তবে দূরে যাওয়ার সময় শুধু গাড়িতে উঠি। তফসিল ঘোষণার পর থেকে আমি এভাবেই প্রচারণা চালিয়েছি। বাদশা আরও বলেন, গোসল করলে শরীরে আঁকা ছবি-প্রতীক মুছে যাবে, তাই গোসল করি না। রোববার নৌকা বিজয়ী হওয়ার পর গোসল করে ঘরে উঠবো।
০৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়