• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতা নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ গামা (৬৮) নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাশিয়ানীতে মারা যান তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পৌর এলাকার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রণজিৎ কুমার বাড়ৈ গামা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এবং শেখ ফজলুল করিম সেলিম ‘ল’ কলেজের অধ্যক্ষ। তার বাড়ি গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকায়। সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ‘ল’ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে শহরের বাসায় ফিরছিলেন রণজিৎ কুমার বাড়ৈ গামা। এ সময় গোপালগঞ্জ পৌর এলাকার মান্দারতলা ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি আরও জানান, পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তাকে বহনকারী অ্যাম্বুলেন্স কাশিয়ানী উপজেলা পর্যন্ত পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রণজিৎ কুমার বাড়ৈ গামাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আওয়ামী লীগ নেতা রণজিৎ কুমার বাড়ৈ গামাকে ভর্তি করা হয়। তার ডান পায়ের হাঁটুর নিচে ফ্র্যাকচার এবং কোমর, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিলো। তার মাথা ও শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হতে পারে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্বজনদের অনুরোধে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।  গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান বলেন, প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তার মৃত্যু রহস্যজনক মন্তব্য করে তিনি তদন্তের দাবি করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ ও আইনজীবী রণজিৎ কুমার বাড়ৈ গামার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম গভীর শোক এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।  গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম শনিবার সকালে রণজিৎ কুমার বাড়ৈ গামার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। মৃত্যুকালে স্ত্রী মমতা রানী কীর্ত্তনিয়া, এক ছেলে বিশ্বজিত বাড়ৈ ও এক মেয়ে ইন্দিরা বাড়ৈ এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
২৩ মার্চ ২০২৪, ০০:১৩

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।  তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ দিকে মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী মারা যান। তাদের মধ্যে ৪ জন মহিলা ও ১ জন মাইক্রোবাসের চালক রয়েছেন। আহত ৪ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহত ৪ জন একই পরিবারের বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই স্থান দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা পরে যানচলাচল স্বাভাবিক হয়।
২০ মার্চ ২০২৪, ১৪:৩৪

গোপালগঞ্জে সমাহিত করা হবে কণ্ঠশিল্পী খালিদকে
জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।  সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান দূরে। জানা গেছে, খালিদের মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। আজ রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। মঙ্গলবার (১৯ মার্চ) পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই শিল্পীকে। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি বিতানসহ বিভিন্ন দোকানে। যাকে আশির দশকে মানুষ চিনত ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে।
১৮ মার্চ ২০২৪, ২২:২৫

গোপালগঞ্জে প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘ভুল চিকিৎসায়’ এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারা যাওয়া ওই প্রসূতির নাম আফরোজা বেগম (২০)। শুক্রবার (১৫ মার্চ) আফরোজা বেগমের মা মনিকা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলায় ডা. প্রভাষ মণ্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, আফরোজা বেগমের মা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মণ্ডল, ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. জাহিদ হোসেন রিন্টু, প্রসূতি আফরোজা বেগমের স্বামী জাহিদ খান, শাশুড়ি রানু বেগম ও দেবর শামীম খানকে আসামি করে থানায় মামলা করেন।  এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খানা বাজারের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি আফরোজা বেগমের মৃত্যুর ঘটনা ঘটে। পরে হাসপাতালটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। আফরোজা বেগম উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম খানের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহম্মেদ। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারির চেষ্টা চলছে।
১৫ মার্চ ২০২৪, ২৩:৪৩

গোপালগঞ্জে নারীসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া প্রতারক চক্রের নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিচুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২১), গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার (২৫), একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ (২৪) ও সিঙ্গারকৃল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া শেখ (১৮)। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, বাগেরহাট জেলার বাসিন্দা পিকিং বর্মনের সঙ্গে প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তারকৃত মাবিয়ার সঙ্গে পরিচয় ঘটে। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিতভাবে কথোপকথন চলতে থাকে। বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেয় মাবিয়া। পরে পিকিং বর্মন দেখা করতে গোপালগঞ্জ আসলে তাকে জিম্মি করে কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এ প্রতারক চক্রের সদস্যরা। ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী পিকিং বর্মন প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার দিবাগত রাতে বোড়াশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, ওই ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।  কেউ এমন প্রতারণার শিকার হলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা। 
১৫ মার্চ ২০২৪, ২০:০১

গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান।  এখন পযর্ন্ত ওই অজ্ঞাত নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ির টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এ সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।  ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাড়ির মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অজু করছিলাম। এ সময় আমার বাসার একটি টিনের ঘরের ওপর শব্দ হয়। এ সময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে মৃত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। 
১৫ মার্চ ২০২৪, ১৬:৩৬

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১১ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ও ধুসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার। তিনি জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারচালক সোহাগ মোল্লা (২৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় একই পরিবারের ৪ যাত্রী আহত হন। সোহাগ মোল্লা নড়াইলের লোহাগাড়া উপজেলার রায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। তিনি আরও জানান, একই মহাসড়কের ধুসর এলাকায় বাসের ধাক্কায় ভ্যানচালক কুদ্দুছ মোল্লা (৫৫) মারাত্মক আহত হলে তাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুদ্দুছ মোল্লা কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।
১১ মার্চ ২০২৪, ১৬:১৭

গোপালগঞ্জে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ
গোপালগঞ্জে বাসচাপায় আলামিন চৌধুরী (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা রাজীব পরিবহনের একটি বাসে ব্যাপক ভাঙচুর করেছে এবং দুঘন্টা সড়ক অবোরোধ করে রাখে।  শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার খানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন : ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত   গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, খানারপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তরিকুল চৌধুরী তার শিশু পুত্র আলামিনকে নিয়ে কাঠি বাজারের হাটে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী রাজিব পরিবহনের একটি বাস আলামিনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।  তিনি আরও জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিকে দত্তডাঙ্গা এলাকা থেকে আটক করে ব্যাপক ভাঙচুর করেছে এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ন্যায়বিচারের আশ্বাস দিলে প্রায় দুঘন্টা পর তারা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আরও পড়ুন : শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার   আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আলামিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
২১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭

গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এই প্রথম নিজ জেলা গোপালগঞ্জ পা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জে পৌঁছেছেন তিনি। এর আগে সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে  রওনা হন তিনি। দুই দিনের এই সফরে তার সঙ্গে আছেন পরিবার ও নতুন মন্ত্রীসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূরে এলাহি মিনা জানিয়েছেন, বেলা বারোটা নাগাদ  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর শনিবার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জে এটিই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। স্থানীয় নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়