• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাগেরহাটের মোরেলগঞ্জ স্টিলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একটি দূরপাল্লার পরিবহন আটকে গেছে।  বুধবার (১৭ এপ্রিল) ভোরে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের গাড়িটি এ দুর্ঘটনার কবলে পড়ে।  সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদযাত্রার ৭০-৮০টি পরিবহন আটকে রয়েছে। এতে ঈদের ছুটি শেষে ঘরে ফেরা কমপক্ষে ৩ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে ফিরে গেছেন। বুধবার সকাল ৮টার দিকে বিভিন্ন কোম্পানি কিছু বাড়তি গাড়ি জোগাড় করে যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।  এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কোন যাত্রী ছিলোনা। গাড়ি রেখে এর চালক, সকলে পালিয়ে গেছেন। 
১৮ ঘণ্টা আগে

কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।  সোমবার (৮ এপ্রিল) ভোরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম হাসানুজ্জামান (৪৫)। তিনি সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। জানা যায়, নিহত হাসানুজ্জামান সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভোরে ঝিনাইদহ থেকে হাসানুজ্জামান মোটরসাইকেলে করে কর্মস্থল সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ।  তিনি জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৪:০৮

বজ্রপাতে ৪ জেলায় প্রাণ গেলো ৬ জনের
বজ্রপাতে দেশের ৪ জেলায় নারী-শিশুসহ প্রাণ হারিয়েছেন ৬ জন। এর মধ্যে ঝালকাঠিতে ৩ জন, খুলনার ডুমুরিয়া,  নেত্রকোণা ও যশোরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রপাতের এসব ঘটনায় একটি গবাদিপশুরও মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও একজন।  আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর ঝালকাঠি রোববার সকাল ১০টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বৃষ্টি ও দমকা বাতাসে ঝালকাঠির বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। বেলা ১১টার দিকে জেলার পৃথক এলাকায় বজ্রপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন বলে জানা যায়। এতে আহত হয়েছেন আরও একজন।  নিহতরা হলেন হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা (১১)।  বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে মাঠে থাকা গবাদি পশুকে ঘরে আনতে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে পৃথক স্থানে ৩ জন নিহত হয়েছেন। একই এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন জলিল মুন্সির ছেলে ওয়াদুদ মুন্সি (২৯) নামে আরও একজন।  খুলনার ডুমুরিয়া গাভীর জন্য ঘাস কাটতে গিয়ে খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে ওবায়দুল্লাহ গাজী (২৭) নামের এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় একটি গবাদিপশুরও মৃত্যু হয় বলে জানা গেছে। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ গাজী উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। যশোর যশোরের ঝিকরগাছা উপজেলায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে।  নিহত আব্দুল মালেক পাটোয়ারী (৬০) উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের মৃত ওমর আলি পাটোয়ারীর ছেলে।  নেত্রকোণা বজ্রপাতে নেত্রকোণায় খালিয়াজুরী উপজেলার হাওরে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাজঘাট হাওরে এ ঘটনা ঘটে। নিহত শহীদ মিয়া (৫২) উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি উত্তম কুমার সাহা। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শহীদ মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০৭ এপ্রিল ২০২৪, ১৮:১৪

রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেলো শিশু হকারের
রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় সুমন (৮) নামে এক শিশু হকারের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সুমন বাসে হকারি করে নামাজ শিক্ষার বই বিক্রি করতো। বাবা আলমগীর মারা যাওয়ার পর মা লাবনী আক্তারের সঙ্গে গুলিস্তান স্টেডিয়াম এলাকায় থাকতো সে। জানা গেছে, আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সুমন। সেখানে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস কাউন্টারে রাখার জন্য পেছনের দিকে গেলে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় সুমন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 
০৪ এপ্রিল ২০২৪, ১৭:৫৩

পিকআপচালকের ঘুষিতে প্রাণ গেলো ট্রাকচালকের
ঢাকা-সিলেট মহাসড়কে এক পিকআপভ্যান চালকের ঘুষিতে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।  সোমবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদীর সাহেপ্রতাব এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ট্রাকচালকের নাম মুনতাহার হোসেন (৪০)। তিনি কিশোরগঞ্জের সদর উপজেলার নিউটাউন এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।   স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিস্কুটের কার্টনবাহী ট্রাক ঢাকা-সিলেট সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় আসলে পেছন থেকে একটি পিকআপভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এটি নিয়ে চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পিকআপচালক গাড়ি থেকে নেমে ট্রাকচালক মুনতাহারের গলায় একটি ঘুষি দিলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ কলেজে পাঠান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।  এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি তানভির আহমেদ জানান, ট্রাকচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  
০২ এপ্রিল ২০২৪, ১২:০৩

নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো যুবকের
রাজধানীতে একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মো. রাজু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টায় রাজধানীর ভাটারা থানার বসুমতি মূর্তি আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজু চাঁদপুর সদরের গোবিন্দা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি ঢাকায় ‘মায়ের দোয়া’ নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। থাকতেন রাজধানীর ভাটারা একালায়। জানা গেছে, ওই রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে একটি লোহার পাইপ রাজুর মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
১৯ মার্চ ২০২৪, ১৩:২৭

রোজার বাজার করতে গিয়ে প্রাণ গেলো মতিউরের
কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর তাই রোজার বাজার করতে বের হোন মতিউর রহমান (৫২)। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর গোল চত্বরে ইউটার্ন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান (৫২) একজন ব্যবসায়ী। তিনি রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানায়। বিষয়টি নিশ্চিত করে নিহতের মেয়ে রাবেয়া বসরি বলেন, বাবা সকালে রমজানের বাজার করার জন্য বাসা থেকে বের হন। কিন্তু রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন খান বলেন, দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মতিউর রহমানের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
০৮ মার্চ ২০২৪, ১৮:০৯

করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ৮৪৭ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৮২০ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
০৮ মার্চ ২০২৪, ১৬:৫৮

স্কুলে পতাকা টানাতে গিয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর
স্কুলের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে রিয়ান বাদশা (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর কদমতলীর পলাশপুর আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে। নিহত রিয়ান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রামের সিএনজি অটোরিকশাচালক ফারুকের ছেলে। পরিবারের সঙ্গে পলাশপুর ৫ নম্বর রোডে থাকতেন।  ওই স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন জানান, পতাকার স্টিলের পাইপটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হয়। এ সময় রিয়ান পতাকা টাঙাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে সে। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানায় জানানো হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ১৫:২৫

রেস্টুরেন্টে খেতে এসে দুই সন্তানসহ প্রাণ গেলো মায়ের
রাজধানীর বেইলি রোডে কাচ্চি খেতে এসে আগুনে পুড়ে দুই সন্তানসহ প্রাণ গেছে মায়ের। নিহতের স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। বেইলি রোডে লাগা আগুনে পুড়ে মারা গেছেন পপি রায় (৩৫), তার মেয়ে আদিতা রায় (১২) এবং ছেলে সান রায় (৮)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ তাদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে। নিহতের স্বজনরা জানান, দুই সন্তানকে নিয়ে রেস্টুরেন্টটিতে কাচ্চি খেতে গিয়েছিলেন পপি রায়। ভবনে লাগা আগুনে পুড়ে পপিসহ তার দুই সন্তান মারা গেছে। এখন তারা মরদেহের জন্য অপেক্ষা করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে মূর্ছা যাচ্ছেন আর আহাজারি করছিলেন নিহত পপি রায়ের মা বাসনা রানি। নিহত পপি পরিবারসহ রাজধানীর শান্তিবাগ এলাকায় বসবাস করতেন বলে জানান তার স্বজনরা। রাজধানীর বেইলি রোডের ওই বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। জানা যায় বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল ভবনটিতে।
০১ মার্চ ২০২৪, ০৪:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়