• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
গুলশানে ফল বিক্রেতাদের হামলায় প্রকৌশলীসহ আহত ৩
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ফল বিক্রেতাদের হামলায় প্রকৌশলীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে ফল কিনতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আহত তিনজন হচ্ছেন- পরামর্শক প্রতিষ্ঠান এডিফিসের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এস এম তারিকুজ্জামান, তার ছোট ভাই এস এম শুআইব ও এডিফিসের ডিরেক্টর রুবায়েত আজম। রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করে এডিফিস। এ সময় ক্রেতারা জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। হামলার ঘটনায় এক ফল বিক্রেতাকে আটক করেছে গুলশান থানা পুলিশ। রুবায়েত আজম গণমাধ্যমকে জানান, তার সহকর্মী এস এম তারিকুজ্জামান এবং তার ছোট ভাই শোয়াইব তাহসীম ফল কিনতে গুলশান-২ ডিসিসি সুপার মার্কেটে যান। সেখানে ফুটপাতের ফলের দোকান থেকে এক কেজি আঙুর কেনেন। দোকানদার ওজনে কম দেওয়ায় তা নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সেখানকার ফলের দোকানদারেরা তাদের মারধর করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে তার ওপরও হামলা হয়। তিনি আরও জানান, হামলায় তার সহকর্মী এস এম তারিকুজ্জামান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার মাথায় ছয়টি সেলাই লেগেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই তুচ্ছ। ফল কেনার সময় ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক হয়। এর জেরেই মারধরের ঘটনা ঘটে। যারা আহত হয়েছেন, তারা মামলা করতে থানায় এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২৩ মার্চ ২০২৪, ২৩:৫২

রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুন
এবার রাজধানীর গুলশান-১ নম্বরে এ ডব্লিউ আর টাওয়ারের ১০ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি জানান, শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট পাঠানো হয়। পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ারও একটা শঙ্কা ছিল। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টায়। আগুনের পাশাপাশি প্রচণ্ড ধোয়ার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। তারা পরিদর্শন করবেন, তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরে জানা যাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। ভবনটির দোতলায় ছিল ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের শাখা। তিনতলায় ছিল পোশাকের ব্র্যান্ড ইলিয়েন। নিচের তলায় স্যামসাংয়ের শোরুমসহ ছিল আরও বেশ কিছু দোকান। স্যামসাংয়ের শোরুমের পাশেই ছিল একটি কফি শপ। এরকম কফির দোকানসহ ফাস্টফুডের অনেকগুলো দোকান ও রেস্তোরাঁ ছিল ভবনটির নিচ থেকে উপর পর্যন্ত। ছড়িয়ে ছিটিয়ে ছিল গ্যাস সিলিন্ডার। এ ছাড়া অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থাও ছিল না ভবনটিতে। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা ভয়াবহ আকার ধারণ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপরই আসতে থেকে একের পর এক মৃত্যুর খবর। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটে নেওয়া ৪৫ জন ও পুলিশ হাসপাতালের একজনসহ মোট ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং আট জন শিশু‌। এ ছাড়া গুরুতর দগ্ধ হন অন্তত ২২ জন।
২৩ মার্চ ২০২৪, ১৭:২১

গুলশানে ভোট দিলেন শেখ রেহানা
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে তিনি ঢাকা- ১৭ নির্বাচনী এলাকার এ ভোট কেন্দ্রে যান। এ সময় তার সঙ্গে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আসনটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৮টার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান। এ সময় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ তাদের স্বাগত জানান। ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, জনগণ যাকে খুশি ভোট দিক। কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এটাই আমরা চাই। আমরা জনগণের সবরকম সহযোগিতা চাই।
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়