• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়
চলমান ডিপিএলের দশম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে সোহানের শেখ জামালকে ১০ উইকেটে হারিয়েছে তাসকিন-শরিফুলরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানে অলআউট হয় শেখ জামাল। জবাব দিতে নেমে মাত্র ১০ ওভার ২ বলেই জয় তুলে নেয় আবাহনী। এতে ১১ ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে তারা। ৮ জয় নিয়ে তাদের পরের অবস্থানে শেখ জামাল।   টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা কোনো মোটামুটি ভালোই হয়েছিল শেখ জামালের। ৫০ রান তুলতে তারা হারিয়েছিল তিন উইকেট। পরের ৩৮ রানে হারায় সাত উইকেট। আবাহনীর তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব মিলে নেন সাত উইকেট।   সাইফ হাসান (১৬), সৈকত আলী (২৩), তাইবুর রহমান (১৪) এবং ইয়াসির আলী করেন ২৭ বলে ১৭ রান। আবাহনীর হয়ে ৭ ওভার বল করে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে চার উইকেট নেন শরিফুল ইসলাম। ৫ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট পান তাসকিন আহমেদ। ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন তানজিম। এছাড়া স্পিনার তানভীর ইসলাম দুটি ও মোসাদ্দেক হোসেন পান এক উইকেট।   ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর জন্য জয় ছিল কেবল সময়ের ব্যাপার। কত দ্রুত তারা কাজটি সারতে পারেন সেটিরই ছিল অপেক্ষা। ১০ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৩ চার ও সমান ছক্কায় ২২ বলে ৩৭ রান করে এনামুল হক বিজয় ও ৪০ বলে ৫৩ রান করে নাঈম শেখ অপরাজিত থাকেন।  
১৮ এপ্রিল ২০২৪, ১৪:১৬

গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
চলতি আইপিএলে ‍খুব একটা ছন্দে নেই গতবারের রানার্স আপ গুজরাট টাইটান্স। ছয় ম্যাচ খেলে মাত্র তিনটি জয় পেয়ে শুভমান গিলের দল। অন্যদিকে গুজরাটের সমান ম্যাচ থেকে দুটিতে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামছে এই দুই দল। বুধবার ( ১৭ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দিল্লি। নিজেদের আইপিএল ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ে ৮৯ রানে অলআউট হয়েছিল গুজরাট টাইটান্স। লক্ষ্য তাড়া করতে গিয়ে বেশ তাড়াহুড়োই দেখিয়েছে রিশভ দিল্লি ক্যাপিটালস। তাতে ৪ উইকেট হারালেও লক্ষ্যটা ভালোভাবেই পেরিয়ে গেছে রিশভ পন্তের দল। বুধবার (১৭ এপ্রিল) আহমেদাবাদে গুজরাটকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি। গুজরাটের দেয়া ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল হাতে রেখে জয় পায় দিল্লি। শুরুতেই গুজরাটের বোলারদের ওপর চড়াও হন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তবে ১০ বলে ২০ রানের বেশি করতে পারেননি ফ্রেজার। দলীয় ৩১ রান নিয়ে ফেরেন আরেক ওপেনার পৃথ্বী শ'ও।  নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দিল্লিও। কেউই ২০ রানের বেশি করতে পারেনি। এক কথায় অভিষেক পোরেল, রিশভ পন্ত এবং শাই হোপদের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে দিল্লি।  ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় গুজরাট। উএকট হারানোর শুরুটা শুভমান গিলকে দিয়ে। দলীয় ১১ রানে ইশান্ত শর্মার বলে ফেরেন তিনি। চতুর্থ ওভারে ১০ বলে ২ রান করে আউট হন ঋদ্ধিমান সাহা।   ঋদ্ধিমান আউট হওয়ার ১ বল পরেই রান আউট হন সাই। একই ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন ডেভিড মিলার। নবম ওভারে পরপর ২ বলে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন অভিনব মনোহর এবং শাহরুখ।  রশিদ খান এবং রাহুল টেওয়াটিয়া সপ্তম উইকেটে ১৮ রানের জুটি গড়েন। এটিই ছিল গুজরাটের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি। দ্বাদশ ওভারে অক্ষরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন টেওয়াটিয়া। ২৪ বলে ৩১ রান করেন রশিদ খান। তার লড়াকু ইনিংসেই ৮৯ রানে থামে গুজরাট।  দিল্লির হয়ে সফল মুকেশ কুমার। ২ ওভার ৩ বলে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ইশান্ত শর্মা এবং ত্রিস্তান স্টাবস নিয়েছেন ২টি করে উইকেট।  আইপিএল ইতিহাসে এটি সর্বনিম্ন রানের রেকর্ড গুজরাটের। এর আগে দলটির সর্বনিম্ন সংগ্রহ ছিল ১২৫ রান।
১৮ এপ্রিল ২০২৪, ০১:১৫

ভুটানকে গুঁড়িয়ে লিগ পর্বে অপরাজিত বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের লিগ পর্বে নেপাল ও ভারতকে হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। লিগ পর্বে শেষ ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভুটানকে ৬-০ গোলে হারানোতে অপরাজিত থেকে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে সাইফুল বারী টিটুর দল। শুক্রবার (৮ মার্চ) কাঠমান্ডুর মাঠে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে লাফিয়ে ওঠা বল হেড করে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। ৩৩ মিনিটে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান বাড়ান ফাতিমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিক হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলরক্ষককে বোকা বানিয়ে সরাসরি লুটোপুটি খায় জালে। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রাউচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেডে খুঁজে নেন জাল। প্রথমার্ধ শেষ করার আগে ব্যবধান ৪-০ করেন সাথী। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আধিপত্য বজায় রাখে বাংলার মেয়েরা। ৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলকিপার। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৭৭ মিনিটে প্রীতি একাই বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন। আগামী রোববার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। লিগ পর্বে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছিল প্রীতিরা।
০৮ মার্চ ২০২৪, ২০:৪৫

লঙ্কানদের আট উইকেটে গুঁড়িয়ে সিরিজ সমতায় বাংলাদেশ
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচটি ছিল সিরিজ রক্ষার ম্যাচ। এই ম্যাচে লঙ্কানকের আট উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। বুধবার (৬ মার্চ) সিলেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। প্রথম ব্যাট করে স্বাগতিকদের ১৬৬ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে পাঁচ উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। এতে ব্যাটে বলে দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। ১৬৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দুজনের ব্যাটে ভর করে উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৩ রান তোলে বাংলাদেশ। তবে ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ২২ বলে ২৬ রান করে পাথিরানার বলে ক্যাচ আউট হন তিনি। এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাজমুল হাসান শান্ত। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগোতে থাকে টাইগাররা। হৃদয় কিছুটা ধীর গতিতে ব্যাট করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলায় শান্ত। শেষ পর্যন্ত হৃদয়ের ২৫ বলে ৩২ রান এবং শান্তর ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আট উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। শেষ বলে ছক্কা মেরে নিজের ফিফটি ও ম্যাচ জেতান অধিনায়ক শান্ত। টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অভিষ্কা ফার্নান্দোকে ফিরিয়ে ভালো শুরু করে তাসকিন। ফার্নান্দো শূন্য হাতে ফিরলেও কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে পাওয়া প্লেতে ৪৯ রান তুলতে পারে লঙ্কানরা। ২২ বলে ৩৬ রান করে ক্যাচ আউট হন কুশল মেন্ডিস। কুশলের বিদায়ের পর পিচের বেশিক্ষণ টিকতে পারেনি কামিন্দুও। ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। চারিথ আশালাঙ্কাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা। তবে ইনিংস বড় করতে পারেন তিনি। ১১ বলে ৭ রান করে মোস্তাফিজের প্রথম শিকার হন এই লঙ্কান ব্যাটার।সামারাবিক্রমার বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন আসালাঙ্কা। তবে ১৪ বলে ২৮ রান করে মাহেদীর বলে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার। সপ্তম উইকেটে দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ পর্যন্ত শানাকার ১৮ বলে ২০ রান এবং ম্যাথিউসের ২১ বলে অপরাজিত ৩২ রানে ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।  
০৬ মার্চ ২০২৪, ২১:৪৯

ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার ওই বাড়িটি ধ্বংসের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন বা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে। বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতিফ আবু সাঈফ বলেছেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যেই বাড়িটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় আরও জানায়, ওই বাড়িতে ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন ইয়াসির আরাফাত। সেখানে তার ব্যক্তিগত ও পারিবারিক অনেক জিনিসপত্র ছিল। শুধু তাই নয়, গাজায় তার উপস্থিতির সময় ফিলিস্তিনি জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে বাড়িটি।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫০

গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।  সোমবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে ডিএনসিসি, রাজউকসহ সংশ্লিষ্টদের  নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী। রাজউকের পক্ষে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় উপস্থিত ছিলেন। এ বিষয়ে অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, গত জুলাইয়ে রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলার নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করেন বানী চিত্র ও চলচ্চিত্র নামে দুটি কোম্পানি। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রুলের শুনানি নিয়ে হাইকোর্ট গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন। গত ২৩ জুলাই রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশান শপিং সেন্টারের হোটেল, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। উল্লেখ্য, ২০২১ সালে গুলশান শপিং সেন্টারের জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে ডিএনসিসিকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। যেকোনো ধরনের মানবিক বিপর্যয় রোধে দোকান মালিকদের ভবন খালি করে দিতে নির্দেশও প্রদান করা হয়। ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত এই ভবন ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য মৃত্যু ঝুঁকি রয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস। তবে ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ ভবনেই ব্যবসা পরিচালনা করেছিলেন। তাই বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে শপিং সেন্টারটি সিলগালা করে দেয় ডিএনসিসি।
২২ জানুয়ারি ২০২৪, ১৫:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়