• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
চান্দের গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
খাগড়াছড়ির গুইমারা এলাকায় চান্দের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল মালেক মিলন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২১মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি খাগড়াছড়ি পৌরসভার মোহাম্মদপুর (শালবন) এলাকায়।  প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলার জালিয়াপাড়া নামক এলাকায় চান্দের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মালেক মিলন মৃত্যুবরণ করে। মরদেহ বর্তমানে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২১ মার্চ ২০২৪, ২২:৪৭

ঢাকার লক্কড়-ঝক্কড় গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে : কাদের
রাজধানী ঢাকায় চলাচল করা লক্কড়-ঝক্কড় গাড়িগুলো দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যখন বিদেশিরা বাংলাদেশে আসে এবং আমাদের লক্কর-ঝক্কর গাড়ি দেখে, তখন আমাদের খুব লজ্জা হয়। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। পরিবহন মালিকদের এদিকে নজর দিতে হবে। ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে, ঢাকার বাইরে থেকে ফিটনেস বিহীন গাড়ি ঢাকায় ঢোকে। আমি তো বলবো, বাইরে থেকে সিটিতে লক্কড়-ঝক্কড় গাড়ি কম আসে। বরং সিটিতেই অনেক লক্কড়-ঝক্কড় গাড়ির কারখানা আছে। আমি সেগুলো নিজের চোখে গিয়ে দেখেছি। ঈদের আগে সেগুলোতে রং লাগাতে দেখেছি, যে রং আবার ১০ দিনও থাকে না।  
২১ মার্চ ২০২৪, ১৬:৪৮

পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৫
রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সামনে ও পেছনে থাকা দুই ইজিবাইকের পাঁচজন আহত হয়েছেন।  বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গঙ্গাচড়া সরকারি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রংপুর থেকে পুলিশের একটি গাড়ি গঙ্গাচড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় গঙ্গাচড়া সরকারি কলেজের মোড়ে অদূরে যাত্রী ছাউনির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে। এ সময় সামনে ও পেছনে থাকা দুটি ইজিবাইকে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে দুই যাত্রীসহ তিন চালক আহত হন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতেরা হলেন—পুলিশের গাড়ি চালক মোক্তারুল রাশেদ (২৭), ইজিবাইক চালক মোকলেছুর রহমান (২৫) ও আজহারুল ইসলাম (৪৫) এবং দুই যাত্রী লুতফা বেগম (৬২) ও বর্ষা রহমান (২৩)। তাদের একজনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত এক ইজিবাইক চালক ও যাত্রীদের বাড়ি রংপুর নগরীর খটখটিয়া এলাকায় এবং অপর এক চালকের বাড়ি গঙ্গাচড়া ভুটকা এলাকায়। গঙ্গাচড়া ফায়ার স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম বলেন, খবর শোনা মাত্রই আমার ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামলী আক্তার বলেন, আহতদের মধ্যে ৪ জন এখানে চিকিৎসাধীন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে লোক পাঠানো হয়। আহতদের উদ্ধার করা হয়েছে। 
২০ মার্চ ২০২৪, ১৯:২৮

বিজয়কে বহনকারী গাড়ি ভাঙচুর করল ভক্তরা (ভিডিও)
তারকাদের ভালোবেসে মাঝে মধ্যেই নানান কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। এতে অনেক সময়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারকারা। এবার দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের গাড়ি ভাঙচুর করল ভক্তরা। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে নেটদুনিয়ায়। সোমবার (১৮ মার্চ) দীর্ঘ ১৪ বছর পর কেরালায় যান বিজয়। সেখানে পৌঁছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর হাজার হাজার ভক্তের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন তিনি। তবে ভক্তদের ভিড়ে বিব্রতকর অবস্থায় পড়েন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের সূত্র জানায়— এয়ারপোর্ট থেকে বিজয়কে একটি বিলাসবহুল গাড়ি করে হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই বাধে বিপত্তি। ভক্তদের সামলাতে রীতিমতো হিমশিম খান নিরাপত্তাকর্মীরা। এতে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটির বিভিন্ন অংশ। পাশাপাশি অভিনেতাকে বহনকারী গাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে গেছে। জানা গেছে, বিজয়ের পরবর্তী সিনেমা ‘গোট’ বা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটি নির্মাণ করছেন ভেঙ্কট প্রভু। মূলত এই সিনেমার শুটিংয়ের জন্যই কেরালাতে গিয়েছেন বিজয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। প্রসঙ্গত, থালাপাতি বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। গত বছরের ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ হলে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই বক্সঅফিস মাতিয়েছে এটি। প্রথম দিনেই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে জায়গা করে নেয় থালাপাতি বিজয়ের ‘লিও’।  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন সূত্র : ইন্ডিয়া টুডে 
১৯ মার্চ ২০২৪, ১৪:৫০

ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬ 
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেছে ইটভাটার শ্রমিকরা।  মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের এমএইচ ইটভাটায় এ ঘটনা ঘটে। চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক বলেন, পূর্ব সাইতাঁড়া গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
০৫ মার্চ ২০২৪, ২৩:৫৬

সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে নিহত ১, আহত ১৫
সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে বরযাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ নিহত ও ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলার গাগলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রাহুল সরকার (১৫) হবিগঞ্জ জেলার ভুষন সরকারের ছেলে বলে জানা যায়। তাৎক্ষণিক মুহূর্তে আহতদের নাম পরিচয় জানা যায়নি।   দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিলো বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যাত্রীসহ খাদের কিনারে পড়ে যায়। এ সময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান স্থানীয়রা। একপর্যায়ে ফায়ারসার্ভিসকে খবর দিলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন উদ্ধারকর্মীরা। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১০-১৫ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের কিশোর মারা যান। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে৷ অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। 
০৫ মার্চ ২০২৪, ০১:১৮

সেঞ্চুরি হাঁকিয়ে বিখ্যাত ‘এমজি’ গাড়ি উপহার পাচ্ছেন বাবর
পিএসএলের নবম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। অধিনায়কের ব্যাটিং নৈপুণ্যে এই ম্যাচে ৮ রানের জয় পেয়েছে পেশোয়ার জালমি। বাবরের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে দামি একটি গাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন দলটির মালিক জাভেদ আফ্রিদি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন বাবর। ৬৩ বলের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। আর তাতে ভর করে তার দল পেশোয়ার জালমি ৫ উইকেটে ২০১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়।  ম্যাচটি ৮ রানে জিতে নেয় পেশোয়ার। ব্যাট হাতে ৩৯ বলে ফিফটি তুলে নেওয়ার পর ৩ অঙ্কে পৌঁছাতে বাবর খেলেছেন ৫৯ বল। অর্থাৎ পরের ফিফটি এসেছে মাত্র ২০ বলে। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।   নিজের এক্স একাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবরকে ‘এমজি এইচএস’ একটি গাড়ি ঘোষণা দেন পেশোয়ারের মালিক। সেখানে জাভেদ লেখেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। পাকিস্তানে তৈরি হওয়া এমজি অ্যাসেঞ্জ প্রথম ব্যক্তি হিসেবে চালাবেন তিনি। পিএসএলে এ নিয়ে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন বাবর। এর আগে গত বছর কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে শতক হাঁকান তিনি। গতকাল বাবর প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন।  তরুণ ব্যাটার সাইম আইয়ুবকে নিয়ে ওপেনিং জুটিতে ৭৭ রান তোলেন বাবর। এরপর আসিফ আলীর সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতেও আসে ঠিক ৭৭ রান। বাবর শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে ২০০ পার করান। 
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

রাঙ্গামাটিতে বরযাত্রীবাহী গাড়ি খাদে, আহত ১৭
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়ায় বরযাত্রীবাহী জীপ খাদে পড়ে ১৭ জন আহত হয়েছে। তারা কাপ্তাই উপজেলার বড়ইছড়ির লিচুবাগানে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলছড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় আহতরা হলেন-সইলমং মারমা (৩০) উমেচিং মারমা (৩০), মাউ চিং মারমা (১৫), প্রাউথুমা মারমা (৪৫), নাইসাই মারমা (৫০), চিসাং মারমা (৩১), ক্যাসাই মারমা (৪৫) থুইচাউ মারমা (৪০), চিংসংমং মারমা (২৮), রক্যচিং মারমা (২৫) সুমাচিং মারমা (২১), মাসাথুই মারমা (৬০) হডিয়ংথুই মারমা (৫০) উকোচিং মারমা (৩৮) ত্রিসামং মারমা (৩১) কোচিং মারমা (৩১)। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যাচাই মারমা বলেন, কাউখালী কচুখালী নিচপাড়া থেকে বড়ইছড়ি লিচু বাগানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ৪০ জন যাত্রী নিয়ে জিপ গাড়িটি রওনা দেয়। যাওয়ার পথে ঘাগড়া চেলছড়া এলাকায় পৌঁছালে জিপ গাড়ি খাদে পড়ে যায়।  প্রত্যক্ষদর্শী পাইচামং মারমা বলেন, আমরা ৪টি জিপ, ২টি মাইক্রো ও ১টি মাহেন্দ্রা গাড়িসহ কাউখালী থেকে বড়ইছড়ি লিচু বাগানে বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম। পথে একটি জিপ গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। যে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই গাড়িতে ড্রাইভার ছিলনা। হেলপার গাড়ি চালাচ্ছিলেন। ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন বলেন, ঘাগড়া চেলছড়া গ্রামে জিপ গাড়ি দুর্ঘটনার খবর শুনে স্পটে যাই এবং আহতদের নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, জিপ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৭

বিএনপির কর্মসূচি বন্ধ পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ার নামান্তর
বিএনপির কর্মসূচি বন্ধ হয়ে যাওয়া পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ারই নামান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত হতাশ এবং তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। তারা আবার নির্বাচনের কথা বলছে, সে জন্য তাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে। বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবার নির্বাচন হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া সম্মান ও মর্যাদার উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এটি অন্য অনেক দেশের তুলনায় সমুদ্র বাণিজ্যে আমাদের এগিয়ে থাকার স্বীকৃতি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএমও কাউন্সিলে বাংলাদেশের নির্বাচিত হওয়া দেশকে সমুদ্র বাণিজ্য ক্ষেত্রে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থয়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন। আইএমওতে দেশের ফোকাল পয়েন্ট নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. মাকসুদ আলম স্বাগত বক্তব্য দেন। এ উপলক্ষে কেক কাটাসহ পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৩

বিশ্ব ইজতেমায় গাড়ি পার্কিং ও চলাচলে বিশেষ নির্দেশনা
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে গাড়ি পার্কিং ও চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ২ জানুয়ারি শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবং দ্বিতীয় পর্ব আগামী ৯ জানুয়ারি শুরু হয়ে ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দেশি-বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের বিশ্ব ইজতেমায় যাতায়াত নির্বিঘ্ন এবং যথাস্থানে যানবাহন পার্কিং করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ইজতেমা চলাকালে খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না। ইজতেমায় আগতদের যানবাহন রাখার ঢাকার স্থান : ১. ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং : ১৫ নং সেক্টর এলাকাধীন কদমতলী মার্কেট, ১৭ নং সেক্টর উলুদাহ মাঠ, ৫ নং ব্রিজের ঢালে। ২. সিলেট ও খুলনা বিভাগ পার্কিং : উত্তরার ১৫ নং সেক্টর লেকপাড় মাঠ। ৩. রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ পার্কিং : উত্তরার ১০ নং ব্রিজ এবং ১১ নং ব্রিজ লেকের পশ্চিম পার্শ্বে ১৬ নং সেক্টরের ভেতর এবং বউবাজার মাঠ। ৪. বরিশাল বিভাগ পার্কিং : ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন। ৫. ঢাকা মহানগরী : ৩০০ ফিট রাস্তা এলাকায় স্বদেশ প্রোপার্টির খালি জায়গা। গাজীপুর মহানগর এলাকায় পার্কিং স্থান : ১. ময়মনসিংহ বিভাগ পার্কিং : চান্দনা উচ্চ বিদ্যালয়, চৌরাস্তা, গাজীপুর, ২. উত্তরবঙ্গ ও টাঙ্গাইল হতে আসা যানবাহন পার্কিং : ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চৌরাস্তা, গাজীপুর, ৩. মিরের বাজার রাস্তা দিয়ে গাজীপুরগামী যানবাহন পার্কিং : পুবাইল কলেজ, পুবাইল, গাজীপুর, ৪. সরকারি যানবাহন : টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এবং টঙ্গী সরকারি কলেজ মাঠ। নির্ধারিত স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক ও হেলপারকে গাড়িতে অবস্থান করতে হবে এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়। যেসব স্থানে পার্কিং করা যাবে না : উত্তরার খিলক্ষেত হতে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার উভয় পাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, আখেরি মোনাজাতের আগের রাত অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাত ১০টা ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত এবং ১০ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ১১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত আব্দুল্লাহপুর হতে ভোগড়া বাইপাস এবং মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত উভয়মুখী রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমার শুরুর দিন হতে অর্থাৎ ১ম পর্ব ২ ফেব্রুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ২য় পর্বে ৯ ফেব্রুয়ারি হতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মন্নু গেইট হতে কামারপাড়া রোড বন্ধ থাকবে। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী ভিআইপি/বিদেশি মুসুল্লিদের বহনকারী যানবাহনগুলো উত্তরার বিএনএস টাওয়ার হতে টঙ্গী ফ্লাইওভার হয়ে স্টেশন রোডে নেমে মন্নু গেইট কামারপাড়া রোড ব্যবহার করবেন। আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা হতে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য ভারী যানবাহনসমূহ আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে। অনুরূপভাবে নবীনগর, বাইপাইল, আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ হতে আসা যানবাহনসমুহ কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রুসং পরিহার করে সাভার গাবতলী দিয়ে চলাচল করবে। অথবা ধউর ব্রিজ ক্রসিং দিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে। ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আগত যানবাহনসমুহ কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে প্রগতি সরণী হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ-১ ক্যাচি গেইট) দিয়ে ইউটার্ন করে চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা হতে ৩০০ফিট দিয়ে আগত যানবাহনসমুহ কুড়িল ফ্লাইওভার লুপ-২ (এয়ারপোর্টগামী) পরিহার করে প্রগতি সারণী এবং কুড়িল ফ্লাইওভার লুপ-৪ (কাকলী-মহাখালীগামী) ব্যবহার করবেন। কোনোভাবেই বিমানবন্দও সড়ক ব্যবহার করা যাবে না। উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী, বিমান অপারেশনাল যানবাহন ও বিমানক্রু বহনকারী যানবাহন ফায়ারসার্ভিসের গাড়ি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতিত সকল প্রকার যানবাহন চালকগণ বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী বিজয়সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। ঢাকা মহানগর থেকে যেসব মুসুল্লিগণ পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাবেন তাদের তুরাগনদীর উপরে বেইলী ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে। বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউলুপ এবং কুড়াতলী লুপ-২ হতে ট্রাফিক উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য পরিবহন সেবা প্রদান করা হবে।  আখেরি মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/এয়ারপোর্টগামী এক্সিট পরিহার করতে বলা হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৪, ১১:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়