• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নাচানাচি করার সময় গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজশাহীতে পিকআপে করে সাউন্ডবক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।  শুকবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ওই কিশোরের নাম আজিজুল ইসলাম। তিনি পুঠিয়ার ভরুয়াপাড়া এলাকার আকানি ইসলামের ছেলে।  পুলিশ জানায়, শুক্রবার সকালে আজিজুল তার বন্ধুদের নিয়ে একটি ভাড়া করা পিকআপ গাড়িতে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহীগামী একটি বাস পিকআপকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই কিশোর। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   এ বিষয়ে কাশিয়াডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, এ ঘটনায় ওই কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে থানার সীমানা নিয়ে একটু জটিলতা আছে। সেটি সুরাহা করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২ এপ্রিল ২০২৪, ১৪:১২

মহাসড়কে গাড়ি ও যাত্রীর চাপ, থেমে থেমে চলছে যানবাহন
গাজীপুরের কালিয়াকৈরে ছোট ছোট শিল্প কারখানা ছুটি ঘোষণা করে দেওয়ায় চন্দ্রা এলাকাজুড়ে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। তবে যাত্রীদের অভিযোগ গত ঈদের চাইতে এবার দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের।  শুক্রবার (৫ এপ্রিল) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলাকাজুড়ে এমনই চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানান, উত্তরবঙ্গের ২২টি জেলার মানুষের প্রবেশ মুখ চন্দ্রা। এখানে ছোট-বড় অসংখ্য শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কারখানা ছুটি হলেই চন্দ্রাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপরদিকে সরকারি অফিস আদালত বন্ধ থাকায় ও ছোট ছোট অনেক শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় চন্দ্রা এলাকাজুড়ে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। এদিকে কোনাবাড়ি থেকে চন্দ্রা, চন্দ্রা থেকে মির্জাপুর ও চন্দ্রা থেকে বাইপাল পর্যন্ত ধীরগতিতে চলছে গণপরিবহন। তবে যাত্রীদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার গন্তব্যস্থলে যেতে দ্বিগুণ ভাড়া তাদের গুনতে হচ্ছে। আগের মতো এবারও যানজট নিরসনে হাইওয়ে পুলিশের থাকছে বিশেষ ব্যবস্থা। তবে মহাসড়কের চন্দ্রাজুড়ে রয়েছে অসংখ্য বাস কাউন্টার। যত্রতত্রভাবে গাড়ি পার্কিংসহ ফুটপাতে রয়েছে দোকানপাট, যার ফলে প্রতি বছর ঈদ আসলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকাজুড়ে চরম যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, এবার মহাসড়ক পর্যবেক্ষণ করতে ড্রোনসহ ৩২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। চন্দ্রা এলাকাজুড়ে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কোনো ধরনের যাত্রীদের যেন হয়রানি না করতে পারে তার জন্য সকল প্রস্তুতি রয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৩৬

গাড়ি উল্টে দুঘর্টনার কবলে অভিনেতা অজিত!
দুঘর্টনার কবলে পড়েছেন দক্ষিণী তারকা অজিত। আজারবাইজানে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে উল্টে গেছে অভিনেতার গাড়ি। গাড়ি উল্টে গিয়ে রাস্তা থেকে সোজা মরুভূমিতে পাল্টি খায়। সেসময় গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন অভিনেতা অজিত নিজেই। পাশে ছিলেন সহঅভিনেতা আরব কিজার। দুর্ঘটনাটি ঘটে ‘বিদা ময়ূর্চি’ সিনেমার শুটিংয়ে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত বছরের শেষের দিকে। তবে দুর্ঘটনার খবর ফাঁস করতে চায়নি সিনেমার টিম। তবে সম্প্রতি হঠাৎ করে সোশ্যালে ভাইরাল হয়েছে এই দুর্ঘটনার ভিডিও। এই ভিডিও সোশ্যালে শেয়ার করে অভিনেতা আরব লিখেছেন, খুবই কপাল জোরে বেঁচে গেছি। মারাত্মক বিপাকে পড়েছিলাম। অল্প আধটু চোট লেগেছিল। তবে আমি আর অজিত দুজনেই সুস্থ রয়েছি। কয়েক মাস আগেই অভিনেতা অজিতের একটি হাসপাতালের ভিডিও ভাইরাল হয়েছিল। রটে গিয়েছিল অজিত নাকি খুবই অসুস্থ। তবে পরে অজিতের ম্যানেজার জানিয়ে ছিলেন, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনার এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা টের পেলেন হাসপাতালে কেন গিয়েছিলেন অজিত।  ‘বিদা ময়ূর্চি’ ছবির শুটিংয়ের জন্য আজারবাইজানে গিয়েছিলেন অজিত। কাজ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসেন অভিনেতা। অজিতের আপকামিং এই ছবিও অ্যাকশন প্যাকড। গত বছর অক্টোবরে ছবির একটা বড় অংশের শুটিং হয়েছিল তুরস্কে। খবর অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে আবার এই ছবির শুটিং শুরু করবেন অজিত।
০৪ এপ্রিল ২০২৪, ২৩:৩২

এআই থেকে উড়ন্ত গাড়ি
এআই, এআর থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তির নানা প্রয়োগ চলতি বছরেও একাধিক চমক সৃষ্টি করছে৷ প্রথমদিকে উচ্চ মূল্য অন্তরায় হলেও ধীরে ধীরে এমন প্রযুক্তি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে৷ ২০২৪ সালে প্রযুক্তির ক্ষেত্রে বেশ কিছু উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে৷ যেমন সুপারম্যানের মতো দৃষ্টিশক্তি, উড়ন্ত গাড়ি বা এআই-এর মাধ্যমে আমাদের আবেগের পূর্বাভাস৷ কিন্তু কোন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে? অবশ্যই ২০২৩ সালে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে, সেই এআই-এর উল্লেখ করতে হয়৷ পার্সোনালাইজড এআই-এর প্রবণতা বাড়ছে৷ অর্থাৎ, আপনার ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত মডেল আপনার জীবনযাত্রা ও প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট উত্তর দেবে৷ সেই সবই আরো বেশি মানুষের নাগালে চলে আসছে৷ বর্তমানে বেশিরভাগ অ্যাপ্লিকেশন ক্লাউড পরিষেবা হিসেবে পাওয়া যায়৷ তবে কোম্পানিগুলি এবার আপনার ব্যক্তিগত ডিভাইসে অফলাইন মডেল হিসেবে এআই কাজে লাগানোর সুযোগ করে দিতে চায়৷ সেটা সম্ভব করতে আপনার স্মার্টফোন বা ল্যাপটপে এমন এআই ক্ষমতাসম্পন্ন এক শক্তিশালী চিপ থাকতে হবে৷ ইন্টেল ও কোয়ালকমের মতো কোম্পানি ইতোমধ্যেই সেই লক্ষ্যে কাজ করছে৷ গত বছর জেনারেটিভ এআই-এর সূচনা ঘটেছিল৷ এবার তথাকথিত ইমোশন এআই-এর উদয় হতে পারে৷ অর্থাৎ এআই আপনার আবেগ বিশ্লেষণ করে সেই অনুযায়ী উত্তর দিতে পারবে৷ শুনতে গা ছমছমে মনে হলেও এই প্রযুক্তি ডিভাইসগুলির সঙ্গে আমাদের সম্পর্কে বিপ্লব আনতে পারে৷ যেমন, এআই গাড়ি চালকের আবেগ বিশ্লেষণ করে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা ও যাত্রাপথ বাতলে দেবে৷ সে ক্ষেত্রে গাড়ি চালানো আরো নিরাপদ হয়ে উঠবে৷ গাড়ি চালানোর অভিজ্ঞতার ক্ষেত্রে সেটাই চলতি বছরের একমাত্র পরিবর্তন নয়৷ অটোনোমাস ড্রাইভিং প্রযুক্তি চলতি বছর আরো উন্নত হয়ে উঠতে পারে৷ লস এঞ্জেলেস বা সান ফ্রানসিস্কোর মতো শহরে অটোনোমাস ট্যাক্সি পরিষেবা ইতোমধ্যেই চালু হয়ে গেছে বটে, কিন্তু সাম্প্রতিক দুর্ঘটনাগুলি দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে৷ ফলে জনপ্রতিনিধিরা হয়তো লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন৷ ২০২৪ সালে কি উড়ন্ত গাড়ি দেখা যাবে? উত্তরটা হ্যাঁ এবং না৷ একাধিক কোম্পানি চলতি বছরে প্রথম বাণিজ্যিক মডেল ক্রেতাদের হাতে তুলে দিতে চায়৷ কিন্তু প্রায় পাঁচ লাখ ইউরো মূল্যের সেই যান অত্যন্ত কম মানুষের সামর্থ্যের মধ্যে থাকবে৷ তার চেয়ে বরং এয়ার ট্যাক্সি চড়া সস্তার হতে পারে৷ যেমন, জার্মানির এক কোম্পানি এ বছর প্যারিস অলিম্পিক্সে এমন পরিষেবা চালু করতে চায়৷ তবে সেই পরিষেবার লাইসেন্সের বিষয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে৷ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে অ্যাপেল কোম্পানি ভিশন প্রো নামের হেডসেট তুলে ধরেছে৷ চলতি বছরের শুরুতে সেটির বাজারে আসছে৷ ভার্চুয়াল রিয়ালিটি ও বাস্তব জগতের সংমিশ্রণকে এআর বা অগমেন্টেড রিয়্যালিটি বলা হয়৷ সে ক্ষেত্রে ব্যবহারকারী হাতের ইঙ্গিতের সাহায্যে বাস্তব পরিবেশে ডিজিটাল অ্যাপ ফুটিয়ে তুলতে পারে৷ তবে প্রায় তিন হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যের সেই ডিভাইস খুব বেশি মানুষের পকেটের নাগালে থাকবে না৷ কমপক্ষে শুরুর দিকে উচ্চ মূল্যই অন্তরায় থেকে যাবে৷ এআই ও এআর সমন্বয় করলে আরো আকর্ষণীয় কিছু উঠে আসতে পারে৷ এআই প্রযুক্তি সম্বলিত এআর হেডসেট ব্যবহারকারীদের আশেপাশের পরিবেশ সম্পর্কে আরো তথ্য জানতে সাহায্য করতে পারে৷ যেমন শহরের মাঝে হাঁটার সময়ে কোন রেস্তোরাঁয় খাওয়া যায়, মনে এমন ভাবনা এলে রেস্তোরাঁর পাশেই গ্রাহকদের রিভিউ ফুটে উঠবে৷
১৫ মার্চ ২০২৪, ১১:০৪

সড়ক বিভাগের গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ৩
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (৯ মার্চ) ভোরে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি গাড়ি। যা বিভাগের বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ও রক্ষণাবেক্ষণ অধিশাখার যুগ্মসচিব মেরীনা নাজনীন প্রকল্পের কাজে মাঝেমধ্যে ব্যবহার করেন। আটককৃতরা হলো-গাড়ি চালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বরগুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদা মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেনসিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র‌্যাব। সেসময় সন্দেহ হলে একটি পাজারো গাড়ির গতিরোধ করে তল্লাশি করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেনসিডিল। সে সময় আটক করা হয় ওই ৩ জনকে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০৯ মার্চ ২০২৪, ১৫:৩৫

বিলাসবহুল গাড়ি আর প্লেনেও ব্যবহার হয় বাংলাদেশের পাট
বিলাসবহুল গাড়ি, উড়োজাহাজ, টেক্সটাইল, প্রসাধনীসহ বিভিন্ন খাতে বাংলাদেশের পাট ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন  কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।  সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) আয়োজিত ‘বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং জেনোম গবেষণা কেন্দ্রের সাফল্য ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে এ তথ্য দেন তিনি। এ সময় বিশ্ববাজারে বাংলাদেশ পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধি করতে পাট নিয়ে আরও গবেষণা করতে দেশের বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, পাট গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের বড় সম্পদ। পাট বাংলাদেশের লাভজনক পণ্য। এক সময় নারায়ণগঞ্জকে বলা হতো প্রাচ্যের ডান্ডি। বাঙালি বিজ্ঞানীদের অত্যন্ত মেধাবী হিসেবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে পাটের জিন রহস্য বা জেনোম কোড উদ্ভাবিত হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশবান্ধব হওয়ায় বাংলাদেশের পাট ব্যবহৃত হচ্ছে বিশ্বের বিলাসবহুল বিভিন্ন ব্রান্ডের গাড়ি, উড়োজাহাজ, টেক্সটাইল, প্রসাধনীসহ বিভিন্ন খাতে। এ সময় পাটখড়ির ছাই বা চারকোলকে গুরুত্বপূর্ণ রফতানি পণ্য অভিহিত করে বাংলাদেশ থেকে চারকোল রফতানি এবং চারকোল থেকে বিভিন্ন পণ্যের উৎপাদনে গবেষণার ওপর গুরুত্ব দেন তিনি এবং জানান, বাংলাদেশে পাটের উৎপাদন ৩৩ লাখ বেল বৃদ্ধি পেয়েছে। দেশের পাটশিল্পের উন্নয়নে পাট গবেষণা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে এর বিজ্ঞানী ও কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি বিজ্ঞানীদের প্রতি পাটবীজে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে পাটবীজের জন্য ভারতের ওপর নির্ভর করে থাকতে হয়। উন্নতমানের পাটবীজ উৎপাদন ও উদ্ভাবনে পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের কাজ করতে হবে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিজেআরআইর মহাপরিচালক আব্দুল আউয়াল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।  
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫৮

সাবেক এমপির গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যের (এমপি) শুল্কমুক্ত পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। এ সময় সুজন হোসেন (২৯) নামে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ১২টার দিকে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন এ তথ্য জানান। তবে ওই এমপির নাম ও দলীয় পরিচয় প্রকাশ করেনি র‌্যাব। এর আগে, শনিবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে ওই সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ সুজনকে গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। মো. মারুফ হোসেন বলেন, বগুড়া হতে ঢাকাগামী একজন সাবেক প্রয়াত এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জীপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে র‍্যাব-১২’র একটি দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়কের রাস্তার উপর চেকপোস্ট বসায়। চেকপোস্ট চলাকালীন একটি পাজেরো জীপ আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা সুজন হোসেনকে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেনসিডিল লুকানো আছে। তিনি বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মারুফ হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি ছাড়াও তার সঙ্গে আরও ব্যাক্তি জড়িত আছেন। এছাড়াও যে সাবেক সংসদ সদস্যের গাড়িটিতে মাদক পাচার হচ্ছিল তিনি মারা গেছেন। তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের এমপি ছিলেন। গাড়িটি মাদক ব্যাবসায়ীর কাছে কীভাবে আসল এবং কারা কারা এর সঙ্গে জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে। এ সময় র‍্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. গোলাম ফারুক, সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মো. উসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।  
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর গাড়ি বাজেয়াপ্ত
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। লালুপ্রসাদকে পাটনায় নয় ঘণ্টা ধরে জেরা করা হয়েছে। সোমবার দিল্লিতে হেমন্ত সোরেনের বাড়িতে যান ইডির কর্মকর্তারা। হেমন্ত সোরেনের একটি বিএমডাব্লিউ গাড়ি ছিল। সেটিকে তারা বাজেয়াপ্ত করেন। বেশ কিছু নথিপত্রও তারা নিয়ে গিয়েছেন। ইডি সূত্র জানিয়েছে, বাড়ি থেকে ৩৬ লাখ টাকা পাওয়া গেছে। কিন্তু তারা হেমন্ত সোরেনকে পাননি। হেমন্ত যে বিশেষ বিমানে দিল্লি এসেছেন, তা বিমানবন্দরে আছে। হেমন্ত ও তার সঙ্গে থাকা কর্মীদের ফোন বন্ধ আছে। তাই হেমন্তকে তারা কোনো জিজ্ঞাসাবাদ করতে পারেননি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে হেমন্ত সোরেনের যোগাযোগ আছে। হেমন্ত সোরেনকে এর আগে নয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। কিন্তু হেমন্ত যাননি। গত শনিবার ভারতের এই জাতীয় তদন্তকারী সংস্থা সমন পাঠিয়ে জানায়, ২৮ থেকে ৩১ জানুয়ারি দিল্লিতে হেমন্তকে তাদের দপ্তরে আসতে হবে। কিন্তু হেমন্ত তার কোনো জবাব দেননি। তখন ২৯ বা ৩১ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। গত ২০ জানুয়ারি হেমন্তের রাঁচির বাড়িতে ইডি তল্লাশি চালায়। মূলত অর্থ তছরুপের অভিযোগ নিয়ে এই তল্লাশি হয়। সাত ঘণ্টা ধরে তল্লাশি চলে। হেমন্ত ওই অভিযোগ অস্বীকার করেন। তার অভিযোগ, তার নির্বাচিত সরকারকে ফেলে দেয়ার চেষ্টা করছে বিজেপি। সেজন্যই ইডিকে কাজে লাগানো হচ্ছে। আর ইডি সূত্রের দাবি, রাঁচিতে সাত দশমিক ১৬ একর জমি নিয়ে হেমন্ত ঠিকঠাক জবাব দিতে পারেননি। এদিকে, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে নয় ঘণ্টা ধরে জেরা করে ইডি। লালুর বিরুদ্ধে অভিযোগ, তিনি রেলমন্ত্রী থাকার সময় অর্থ ও জমির বিনিময়ে বহু যুবককে গ্রুপ ডি-র চাকরি দিয়েছিলেন। তার স্ত্রী রাবড়ি দেবী ও দুই মেয়ে মিসা ও হেমার বিরুদ্ধেও একই অভিযোগ করেছে ইডি। ইডি মনে করছে, লালুর পরিবারের নামে এবং একটি সংস্থার নামে জমি নেয়া হয়। ওই সংস্থার সঙ্গে লালুর পরিবারের যোগ আছে। রোববারই লালুর দলের সঙ্গ ছেড়ে আবার বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছেন নীতীশ কুমার। তার একদিন পরেই ৭৫ বছর বয়সী লালুপ্রসাদকে ডেকে পাঠিয়ে দীর্ঘ জেরা করলো ইডি।
৩০ জানুয়ারি ২০২৪, ২১:৪৫

চাঁদের গাড়ি খাদে, প্রাণ গেল ২ পর্যটকের
বান্দরবানের রুমা ‍উপজেলায় বগালেক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি খাঁদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন পর্যটক আহত হয়েছেন।  শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়ি কেওক্রাডং ভ্রমণে নিয়ে যায়। শনিবার ফেরার পথে রুম-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি ভি-৭০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত পর্যটকরা মাগুরার বাসিন্দা বলে জানা গেছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক গণমাধ্যমকে জানান, হতাহতদের উদ্ধারে কাজ চলছে। তাদের পরিচয় পরে জানানো হবে।
২০ জানুয়ারি ২০২৪, ১৬:৫৬

সড়কে গাড়ি কম, ভোগান্তিতে যাত্রীরা
আগামীকাল ৭ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই ভোটকে ঘিরে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শুরু হয়েছে। আরও পড়ুন : মাঠে বন্ধ থাকলেও ফেসবুকে থেমে নেই প্রচার   ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। চলবে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত। হরতালের শুরুতেই শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের উপস্থিতি দেখা গেলেও তা অন্যদিনের তুলনায় খুবই কম। সড়কে গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় রাস্তায় খুবই কম সংখ্যক গণপরিবহন চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও কম চলাচল করছে। ফলে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ ও অফিসগামী যাত্রীদের বাসের জন্য বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আরও পড়ুন : শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত, ২ শিক্ষক আটক   তবে নিজ নিজ গন্তব্যে যেতে সাধারণ মানুষ গণপরিবহনকে বেছে নিলেও আতঙ্কিত হওয়ার কথাও জানান তারা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাশকতার আশঙ্কাও করেন অনেক যাত্রী। নিজেরাই গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রাখছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন কোম্পানির বাস রিকুইজিশনে নেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। আবার বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতালের কারণেও অনেকে রাস্তায় বাস বের করছেন না। ফলে দুইয়ে মিলে রাস্তায় নেই বাস। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই রাজধানীর বাইরে গেছেন। ফলে সকালে অফিস টাইমে রাস্তায় যাত্রী অনেক কম। তবে যারা রাজধানীতে আছেন বা বিভিন্ন কাজে বাইরে বের হয়েছেন, গণপরিবহন সংকটের কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও গন্তব্যে যাওয়ার বাস পাচ্ছেন না অনেকে। মাকে নিয়ে গাজীপুর যেতে ফার্মগেট বাসের জন্য অপেক্ষা করছিলেন উচ্চমাধ্যমিক পড়ুয়া একজন শিক্ষার্থী। তিনি বলেন, নানার বাড়িতে বেড়াতে এসেছিলাম। এখন বাড়ি যাচ্ছি। কিন্তু রাস্তায় বাস নেই। এখানে প্রায় আধাঘণ্টা দাঁড়িয়ে আছি। মায়ের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। আরও পড়ুন : অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক   খিলক্ষেত যেতে ফার্মগেট বাসের জন্য অপেক্ষা করছিলেন একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, অন্যান্য দিন পাঁচ মিনিট দাঁড়ালেই বাস পাওয়া যেত। আজ আধাঘণ্টা দাঁড়িয়ে আছি, কিন্তু বাস নেই৷ একে তো দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তার ওপর আবার দেরিও হচ্ছে। যদিও রাস্তা ফাঁকা। বাস পেলে বেশি সময় লাগবে না। এদিকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্রে করে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোট বর্জনের আহ্বানে এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে টানা ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়