• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
গাজী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজী গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান গাজী ট্যাংক অ্যান্ড পাইপস। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: গাজী ট্যাংক অ্যান্ড পাইপস, গাজী গ্রুপ পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ  বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স পদের সংখ্যা: ৫টি  শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্সে বিবিএ/এমবিএ অন্যান্য যোগ্যতা: প্লাস্টিক/পলিমার শিল্পে অভিজ্ঞতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর  কর্মস্থল: ঢাকা (পুরানা পল্টন), নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) বেতন: ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা (মাসিক) অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লাভ শেয়ার, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৩ মার্চ ২০২৪, ০৯:২৬

গাজী টায়ার্সকে হারিয়ে লিগে উড়ন্ত সূচনা শেখ জামালের
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুভসূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্সকে ৬ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। সোমবার (১১ মার্চ)সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল শেখ জামাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানেই গুটিয়ে যায় তারা। জবাব দিতে নেমে ছয় উইকেটে ও ১১০ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সোহান-ইয়াসিররা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খায় শেখ জামাল। ২৬ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। তবে ফজলে রাব্বিকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন সাইফ হাসান। তবে এক রানের ব্যবধানে দুজনেই মারুফ মৃধার শিকার হয়ে ফেরেন সাজঘরে। সাইফ ৪৫ ও রাব্বি আউট হন ৩১ রানে। দ্রুত সময়ে দুই উইকেট হারালেও খুব একটা বেগ পোহাতে হয়নি শেখ জামালকে। অধিনায়ক সোহান ও ইয়াসির আলীর অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে ১১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। সোহান ৩৯ বলে ৩১ এবং ইয়াসির ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে গাজী টায়ার্সের শুরুটা অবশ্য দারুণ হয়। উদ্বোধনী জুটিতে ৭৬ রান এনে দেন আশিকুর রহমান শিবলী ও ইফতিখার হোসেন ইফতি।  সেই জুটি ভেঙে শেখ জামালকে ব্রেকথ্রু এনে দেন টিপু সুলতান। এরপর তাসের ঘরের মতো ধসে পড়ে গাজী টায়ার্সের ব্যাটিং লাইনআপ।  ১৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৮৯ রান করে শিবলী অপরাজিত থাকলেও ১৬৭ রানে অলআউট হয় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। শেখ জামালের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন টিপু। এ ছাড়াও রিপন মণ্ডল দুটি এবং শফিকুল ইসলাম, আরিফ আহমেদ ও সাইফ হাসান নেন একটি করে উইকেট।
১১ মার্চ ২০২৪, ১৬:৪৬

কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ৮১তম জন্মদিন আজ
আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এই গীতিকবির ৮১তম জন্মদিন। একাধারে তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার।       অসংখ্য কালজয়ী গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। পাশাপাশি প্রায় ৪১টি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই সেখানে গান লিখেছেন। বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান আছে ৩টি।    ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আলোয়ার। ৬০ বছরের সংগীতজীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন তিনি। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই গীতিকার। তার শূন্যতা আজও বহন করে চলেছে বিনোদন অঙ্গন।  ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। ১৯৬৭ সালে প্রথম ‘আয়না ও অবশিষ্ট’ চলচ্চিত্রের জন্য গান লেখেন তিনি।  ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নান্টু ঘটক’। ১৯৮২ সালে মুক্তি পায়   সিনেমাটি।  স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন। ৫ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া, ২০২১ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে 'যৈবতী কন্যার মন' সিনেমার গানের জন্য সেরা গীতিকার হিসেবে পুরস্কার পান। ২০০২ সালে শিল্পে অসামান্য অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়। পরে ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হণ তিনি। গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী গানের তালিকায় রয়েছে— জয় বাংলা বাংলার জয়, আছেন আমার মোক্তার, এক তারা তুই দেশের কথা, গানের কথায় স্বরলিপি লিখে, শুধু গান গেয়ে পরিচয়, এই মন তোমাকে দিলাম, ইশারায় শীষ দিয়ে, চোখের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম, চলে আমার সাইকেল হাওয়ার বেগে ইত্যাদি। এছাড়া ‘স্বাক্ষর’, ‘শাস্তি’, ‘শ্রদ্ধা’, ‘ক্ষুধা’, ‘লাল দরিয়া’, ‘জীবনের গল্প’, ‘এই যে দুনিয়া’, ‘পাষানের প্রেম’, ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ আরও বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন গাজী মাজহারুল আনোয়ার।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে সংবর্ধনা জানিয়েছে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরস্থ ক্লাব হাউজে আয়োজিত এক উৎসবমূখর অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা লিপুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে। লিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯৭৮-৭৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্লাবের সভাপতি খন্দকার আতাউর রহমান তার বক্তব্যে লিপুর নেতৃত্ব গুণের প্রশংসা করে বলেন, তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।" তিনি আরও বলেন, "বাংলাদেশের তরুণ সমাজের কাছে অন্যতম প্রিয় নাম লিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও আদর্শ ব্যক্তিত্ব হিসেবে অনুকরণীয় ও অনুসরণীয়। অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক সেলিম ভুইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন  অধ্যাপক মোহাম্মদ আবদুল মইন, সোনালি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানসহ ক্লাবের সম্মানিত সদস্যরা লিপুর অবদান স্মৃতিচারণ করেন। লিপু তার বক্তব্যে ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আমাকে আমার কর্মজীবনে অনেক সাহায্য করেছে। উল্লেখ্য, লিপু খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন দেশের ক্রিকেট উন্নয়নে বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিভিন্ন সময়ে তিনি বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০

নতুন প্রধান নির্বাচক কে এই গাজী আশরাফ
নানান সমালোচনা আর বিতর্কের পর নির্বাচক প্যানেল থেকে মিনহাজুল আবেদীন নান্নুকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমনও। এর মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর নতুন প্রধান নির্বাচক পেলো দেশের ক্রিকেট। নান্নুর স্থলাভিষিক্ত হলেন গাজী আশরাফ হোসেন লিপু। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তার ভাষ্য, যে কয়টা নাম এসেছিল, আমাদের কাছে; তাদের মধ্যে তাকে (লিপু) সেরা মনে হয়েছে। কাজেই সেটা নিয়ে খুব একটা তর্ক হয়নি। তিনি রাজি আছেন; জানার পর আমরা একবাক্যে স্বীকার করে নিলাম তাকে (উনাকে) প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেব। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে জন্ম নেওয়া আশরাফের বয়স এখন ৬৪ বছর। ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার পর ‘লিপু’ ডাকনামে পরিচিত গাজী আশরাফ বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে অন্যান্যদের সঙ্গে কাজ করেছেন। লিপুর খেলোয়াড়ি জীবন :  ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। ওই ম্যাচে তার অভিষেক হয়। ওই দলের নেতৃত্বও দেন তিনি। অর্থাৎ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে অধিনায়ক ছিলেন লিপু। দেশের ক্রিকেটের ঊষালগ্নে সবচেয়ে দীর্ঘস্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ১৯৯০ সালে আইসিসি ট্রফি পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কার মুরাতুয়ায় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দিনটি সুখকর ছিল না বাংলাদেশ ও লিপুর। ৩ বল মোকাবিলায় রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। সেদিন ইমরান খানের শক্তিশালী পাকিস্তানের সামনে মাত্র ৯৪ রানে অল-আউট হয়েছিল লাল-সবুজেরা। জবাবে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল দ্য গ্রিন ম্যানরা। তবে অর্জনের খাতায় পাকিস্তানি লিজেন্ড জাভেদ মিয়াদের উইকেটটি পুরে ছিলেন লিপু। এরপর আরও ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮৬ সালের জন প্লেয়ার গোল্ড লিফ ট্রফিতে দুটি ও ১৯৮৮ সালের এশিয়া কাপে তিনটি এবং ১৯৯০ সালে অস্ট্রেলিয়া-এশিয়া কাপে দুটি। সবগুলোতেই অধিনায়কত্ব করেন তিনি। কিন্তু ব্যাটিং কিংবা বোলিং- কোনোটিতেই স্মরণীয় কিছু করতে পারেননি। এসব ম্যাচে ব্যাট হাতে তার স্কোর যথাক্রমে ১০ (২৪), ২ (৭), ১০ (২৯), ৮ (৩১), ১১ (৭০) ও ১৮ (৭৫)। জাতীয় দলের দায়িত্ব গ্রহণের আগে ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন তিনি। আবাহনী ক্রীড়া চক্রের দায়িত্ব পালনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলেরও নেতৃত্ব দেন তিনি। ১৯৮৫ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৫ জাতীয় ক্রিকেট দলকে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষেও খেলেন তিনি। জানা গেছে, লিপুর অধিনায়কত্বকালে বাংলাদেশের ক্রিকেট বেশ অগ্রসর হয়। জাতীয় দলকে উল্লেখযোগ্য সাফল্য না এলে দিলেও ৯০-এর দশকে মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, আকরাম খান, গোলাম নওশের প্রিন্স, আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড়ের আত্মপ্রকাশ ঘটে। ক্রিকেট বোর্ডের দায়িত্ব : অবসর নেওয়ার পর দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেন লিপু। বিভিন্ন সময়ে বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। আইসিসি ট্রফি জয়ী দলের ম্যানেজার ছিলেন লিপু।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১

শমসের মবিনের মতো তৈমুরেরও ভরাডুবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর কাছে বিপুল ভোটে হেরে গিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। আর এ নিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন গাজী। রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির মোট ১২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান ভুইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। আর আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। নির্বাচনে ১২৮ কেন্দ্রে ভোট প্রদান করেন ২ লাখ ১২ হাজার ৬২৪ জন ভোটার। সে হিসাবে ভোট পড়েছে ৫৫ দশমিক ১৪ শতাংশ। এদিকে সিলেট-৬ আসনে নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে বিপুল ভোটে হেরে গেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। আসনটিতে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ৫৮ হাজার ১২৬ ভোট। আর শমসের মবিন পেয়েছেন ১০ হাজার ৮৫৮ ভোট। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬

নারায়ণগঞ্জ-১ আসনে ১৭ হাজার ভোটে এগিয়ে গাজী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আসনটির মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে ২৩টির ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী ২৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩৫৬। নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৯:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়