• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরে করে যাওয়ার সময় গাছের ডাল লেগে হাসান আলী (১৬) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত হাসান আলীর বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা এলাকায়। সে ওই এলাকার মৃত আজহার আলীর ছেলে। হাসান আলী ডেকোরেটর দোকানে সাজ সজ্জার কাজ করছিল।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে বারুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাজলদীঘি কালিয়াগঞ্জ  ইউপি সদস্য আব্দুল ওহাব জানান কাজলদীঘি কালিয়াগঞ্জ বাজারে গত চারদিন ধরে চলছিল বাসন্তি দেবী পূজা। বৃহস্পতিবার সেই পুজা শেষ হয়। পরে ট্রলিতে করে দেবীর মূর্তি গুলো বিসর্জন দিতে নদীতে নেওয়ার সময় হাসান আলী ট্রাক্টরে বসেছিল। পথিমধ্যে বারুনি এলাকায় গাছের ডাল হাসানের শরীরে লেগে যায়। এ সময় হাসান আলী গাড়ি থেকে ছিটকে থেকে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোদা থানার ওসি মোজাম্মেল হক জানান ট্রলি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৯ এপ্রিল ২০২৪, ০২:১৫

ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়ার জেরে রাজশাহীতে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১১ জন আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় জেলার গোদাগাড়ী উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন (৪২) ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।     জানা গেছে, ঘুন্টিঘর এলাকার সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খায়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে ছাগল ছাড়তে বারণ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আওয়ামী লীগ নেতা আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এত রুহুল আমিনকে নামের এক ব্যক্তি নিহতসহ আরও ১১ জন আহত হয়েছেন। রুহুল আমিন ও নাজিরুল ইসলামকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করে পুলিশ। রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 
১৬ এপ্রিল ২০২৪, ১৭:৫৬

ঢাক-ঢোল সানাই বাজিয়ে বট-পাকুড় গাছের বিয়ে
সকাল থেকে বাজানো হচ্ছে ঢাক-ঢোল ও সানাই। পাত্র-পাত্রী উভয় পক্ষ দিচ্ছেন উলুধ্বনি। পুরোহিত পাঠ করছেন মন্ত্র। পাত্র-পাত্রীকে এক পলক দেখার জন্য ভিড় করছেন অনেকেই। আয়োজনে নেই কোনো কিছুর কমতি। কিন্তু এটি কোনো মানুষের বিয়ে নয়, বিয়েটি আয়োজন করা হয়েছে বট আর পাকুড়ের।  বুধবার (১৩ মার্চ) সকাল থেকে দিনাজপুর শহরের রাজবাড়ী হিরাবাগানের মাঠে এ ব্যতিক্রমধর্মী বিয়ে আয়োজন করা হয়।  সকাল থেকে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা; যা চলে সন্ধ্যা পর্যন্ত। বটপাকুড়ের বিয়েতে বটগাছকে কনে আর পাকুড় গাছকে বর হিসেবে সাজানো হয়। বর ও কনেকে এক পলক দেখার জন্য ভিড় করতে থাকে আশপাশের লোকজন। অনেকে সাজগোজ করে এসেছে বিয়ে বাড়িতে। সকাল থেকে নানান আনুষ্ঠানিকতা করতে থাকে আগতরা। ব্যতিক্রমধর্মী এই বিয়ে দেখে সবাই-ই খুশি। প্রায় ৩০০ মানুষের আয়োজন করা হয়েছে বলে বর ও কনের পরিবার জানিয়েছে।  বিয়েতে বরের বাবা হিসেবে জগদীশ চন্দ্র মোহন ও কনের বাবা হিসেবে কন্যাদান করেন কালু চন্দ্র মোহন্ত। বিয়ের কাজ সম্পন্ন করেন পুরোহিত নারায়ণ চন্দ্র সাহা।  স্থানীয় বাসিন্দা সমাপ্তি অধিকারী বলেন, সাধারণত বট আর পাকুড়ের বিয়ে কোথাও দেখা যায় না। এই প্রথম বট আর পাকুড়ের বিয়ে দেখলাম। খুব ভালো লাগল। মানুষ যেভাবে বিয়ে করে, ঠিক সেভাবে বট আর পাকুড়ের বিয়ে অনুষ্ঠিত হলো। দর্শনার্থী চন্দ্রনা মোহন্ত বলেন, বট-পাকুড়ের বিয়ে দিলে আমাদের ধর্মীয়ভাবেই একটা পুণ্য লাভ হয়। অনেকেই আবার ছেলে বা মেয়েসন্তান লাভের আশায় এই বিয়ে দেয়। অনেক আগে থেকে এই বিয়ের প্রথা চলে আসছে। আজ খুব আনন্দে আমরা বিয়ের অনুষ্ঠান করেছি। বরের বাবা জগদীশ দেবনাথ বলেন, আমরা চারটি মেয়ে, একটিও ছেলে নেই। তাই আমি এই বিয়েতে বরের বাবা হয়েছি। এর মাধ্যমে আমাদের সব মঙ্গল হবে। আমাদের পরিবারের বিপদ-আপদ দূর হবে। কন্যাদান করা কালু চন্দ্রমোহন বলেন, আমার কোনো কন্যা নেই। আমি এ যাবত শুধু শুনেই আসছি যে বট আর পাকুড় গাছের বিয়ের কথা। কোনোদিনও সেই বিয়ে দেখিনি। আজকে নিজেই কন্যার বাবা হিসেবে বটগাছকে সম্প্রদান করছি। সনাতন রীতিনীতি মেনেই এই বিয়ে দেওয়া হচ্ছে। বিয়ের পুরোহিত নারায়ণ চন্দ্র সাহা বলেন, বট-পাকুড়ের বিয়ে দিলে পরিবারের অমঙ্গল দূর হয়। তাদের পরিবারের ছেলেমেয়েদের কোনো অভাব বা দুঃখ-কষ্ট তাদের জীবনে আসবে না। তাই আজকে বিয়ের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাদের পরিবারের অমঙ্গল দূর হয়ে যাবে বলে আমি মনে করি।  
১৩ মার্চ ২০২৪, ২১:২৬

ঘুরতে গিয়ে গাছের ডাল পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
নাটোরের রানী ভাবনীর রাজবাড়ি চত্বরে বয়েরা গাছের ডাল ভেঙ্গে পড়ে রাজু আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত রাজু শহরের বলারিপাড়া এলাকার রাজন আহমেদের ছেলে। সে স্থানীয় একটি আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে রাজু আহমেদ তার এক সহপাঠীর সঙ্গে রাজবাড়ি চত্বরের উন্মুক্ত মঞ্চ এলাকায় ঘোরাঘুরি করছিল। মুক্তমঞ্চ এলাকার ৪নং স্পটে বিভিন্ন খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বয়েরা গাছের ডাল ভেঙ্গে রাজুর মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহীতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
০৯ মার্চ ২০২৪, ০৮:৪৬

গাছের সঙ্গে ইটভাঙা গাড়ির ধাক্কা, প্রাণ গেল যুবকের
নোয়াখালীর কবিরহাটে ইটভাঙা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।   বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।   নিহত মো.মাইন উদ্দিন (২৭) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. হানিফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।   স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিন গাড়ি দিয়ে ইট ভাঙ্গার কাজ করত। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে ইটভাঙা গাড়িতে বাড়ি ফেরার পথে ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাখে। ওই সময় মেশিনের ওপর বসে থাকা মাইন উদ্দিন গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।   কবিরহাট থানার উপপরিদর্শক (এস আই) মো. মনির মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৩

কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুমন মোল্লা নামে এক তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের বন্ধু আপন নামে আরো এক তরুণ।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনি সংলগ্ন সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আপনকে কলাপাড়া হাসপাতালে নিবির পর্যবেক্ষণে রেখে চিকিৎিসা দেওয়া হচ্ছে।  নিহত সুমন মোল্লা ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের খোকন মোল্লার ছেলে এবং শাহাদাৎ হোসেন আপন টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনীর আবুবকর ছিদ্দিকের পুত্র। তারা দুজনই কলাপাড়া পৌর শহরের মাছবাজার এলাকায় মাংসের দোকানে কাজ করতেন।   স্থানীয়রা জানান, বিকেলে আপন তার বন্ধু সুমন মোল্লাকে নিয়ে ওই পথে মাছ বাজারে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পরে দুই তরুণ। পরে হাসপাতালে নেওয়া হলে সুমনের মৃত্যু হয়। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪

এক খেজুর গাছের ৬ মাথা  
সেই আদিকাল থেকে সুমিষ্ট ফল হিসাবে খেজুর ফলের খ্যাতি পৃথিবীয়। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, ফিনিক্স ড্যাকটিলিফিরা (phoenix dactylifera) গোত্রভুক্ত এ খেজুর গাছ কমপক্ষে ৬ হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে। সাধারণত এক মাথা নিয়ে জন্ম নেয় খেজুর গাছ। তবে প্রচলিত নিয়ম ভেঙে একাধিক মাথা নিয়ে মাঝে মাঝে দাড়িয়ে থাকতে দেখা গেছে অনেক খেজুর গাছকে। যে গাছগুলো দেখতে অদ্ভুত ও অসাধারণ মনে হয়। তেমনি এবার ৬ মাথার একটি খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বনখির্দ্দা গ্রামে। গাছটিতে পূর্বে ৭ টি মাথা থাকলেও ১ টি মাথা নষ্ট হয়ে এখন ৬ টি মাথা আছে। উপজেলার বনখির্দ্দা গ্রামের হানিফ মণ্ডলের মাঠের জমিতে বেড়ে উঠেছে ৬ মাথাওয়ালা এ খেজুর গাছটি। এটি দেখতে এখন গ্রামটিতে অনেক মানুষ ভিড় করেন, বিশেষকরে পড়ন্ত বিকালে। বনখির্দ্দা গ্রামের মোহাম্মদ হানিফ মণ্ডলের মাঠের জমিতে এ গাছটি ১০-১৫ বছর ধরে দাড়িয়ে আছে বলে জানান স্থানীয়রা। যে গাছ দেখতে অনেকে এখন বনখির্দ্দা গ্রামের এ মাঠে আসেন। গাছটির বর্তমান মালিক হানিফ মণ্ডলের ছেলে মোফাজ্জেল হোসেন জানান, আমার আব্বা শুধু একটি খেজুর গাছের চারা লাগিয়েছিলেন, চারা বড় হওয়ার পর দেখছি গাছটির অনেক মাথা হয়েছে। গাছটি কতদিন বাঁচবে জানিনা। গাছটি বাঁচিয়ে রাখার জন্য কেউ যদি উদ্যোগ নেয়, তবে ভাল হয় । কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ও বনখির্দ্দা গ্রামের বাসিন্দা ইমন মাহমুদ ইকবাল জানান , গাছটির আগে ৭টি মাথা ছিল, ১ টি নষ্ট হয়ে গেছে। এখন ৬টি মাথা আছে। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে গাছটি অনেকে দেখতে আসেন। আমি আপনাদের মাধ্যমে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন গাছটির রক্ষণাবেক্ষণসহ সংরক্ষণ করে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭

যবিপ্রবিতে ৭ গাঁজা গাছের সন্ধান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলে ৭টি গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) হলের পেছনের পশ্চিম পাশে এ ৭ গাঁজা গাছ পাওয়া যায়।  এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ১৫টি গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেয় হল কর্তৃপক্ষ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। তিনি বলেন, আমরা গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই মালিকে নির্দেশনা দেওয়া হয়েছিল এসব গাছ যেন কোনোভাবেই জন্মাতে না পারে। হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।  তিনি বলেন, বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে তার সঠিক কারণ জানার চেষ্টা চলছে। আগের গাঁজা গাছ উদ্ধারের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা জানতে পারবো কেন গাছগুলো জন্মাচ্ছে। এ ছাড়াও শনিবার মিটিং করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৬

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবলু মিয়া (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডাল কাটতে গাছে ওঠেন বাবলু। এ সময় অসাবধানতাবশত গাছের পাশে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হন তিনি। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। তারা এসে দেখেন বাবুল মিয়া গাছের ডালে ঝুলে রয়েছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাছ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। উলিপুর থানার ওসি গোলাম মোর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
০৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫২

কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ৩
কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় সুনামগঞ্জের ৩ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।  মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে জেলার ছাতক উপজেলার বড়কাপন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির। নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
০২ জানুয়ারি ২০২৪, ১১:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়