• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
গাইবান্ধায় ১ টাকায় মিলল ১৬ পণ্য
গাইবান্ধা শহরে স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয়ে বসেছিল এক টাকার বাজার। এক টাকায় পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব।  সোমবার (৮ এপ্রিল) বিকেল চারটার দিকে বসা এ বাজারে মাত্র এক টাকা দিয়েই মিলেছে চাল, ডাল, মুরগিসহ ১৬ প্রকারের পণ্য। অন্য ১৩টি পণ্য হচ্ছে সোয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়া দুধ, লবণ, আলু, পিয়াজ, মিষ্টি কুমড়া, রসুন, ঝিঙ্গা, মরিচ, লেবু ও সাবান। গাইবান্ধার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ এ ব্যতিক্রমী বাজারের আয়োজন করে।  জানা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ২০১৪ সালে সংগঠনটি গড়ে তোলে।  উদ্যোক্তারা বলেন, ‘আমাদের গাইবান্ধা’ সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা, হাত খরচের টাকা ও বাবা-মায়ের কাছ থেকে ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে এই বাজারের আয়োজন করে থাকেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ২৫০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে এ বাজারের আয়োজন। এ বিষয়ে আমাদের গাইবান্ধা সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভভির রহমান বলেন, টানা চতুর্থ বারের মতো নিম্ন আয়ের মানুষের মাঝে ‘এক টাকার বাজার’ শিরোনামে প্রতীকি মূল্যে ‘বাজার বিতরণ’ কর্মসূচি পালন করা হলো। দুঃস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ ধারা অব্যাহত থাকবে। এ দিকে মাত্র এক টাকায় ১৬ প্রকার পণ্য পাওয়ায় খুশি বাজারে আসা নিম্ন আয়ের নারী-পুরুষ। জানতে চাইলে গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানিপাড়ার নাছিমা বেগম (৬০) বলেন, ‘যামরা এ্যাক ট্যাকাত এতো কিচু দিলো, আল্লায় তামাক ভালো করবে। ঈদের আগে এক টাকা দিয়ে অনেক বাজার পাইছি। জীবনের প্রথম এক টাকা দিয়ে এক সঙ্গে এতো কিছু পাইলাম।’ চক মামরোপুর গ্রামের আয়শা বেগম (৫৮) বলেন, ‘এ্যাক ট্যাকা দিয়ে ম্যালা কিচু পানো বাবা। নাতিটে গোসতো খাবার চাচিলো, আচকে খিলব্যার পামো। খুব উপক্যার হলো।’  শহরের কলেজপাড়া এলাকার বারী মিয়া (৫৯) বলেন, ‘এই বাজারোত আসি ম্যালা জিনিস পানো। হামরা খুসি হচি।’  একই কথা বললেন একই উপজেলার জুম্মাপাড়া গ্রামের মোর্শেদা বেগম (৬০)। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এক টাকার বাজারের এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।  এ ধরনের বাজারের আয়োজনের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আসিফ ও সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুন, আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাভভির রহমানসহ সদস্যরা। 
০৯ এপ্রিল ২০২৪, ১০:৫৭

গাইবান্ধায় মরদেহ নিয়ে থানা ঘেরাও
গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় মরদেহ নিয়ে বিচারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ফুলছড়ি থানা ঘেরাও করেন নিহত নুরুন্নবীর স্বজন ও এলাকাবাসী। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তারা। স্থানীয়রা জানান, ফুলছড়ির দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা নুরুন্নবী মিয়ার সঙ্গে প্রতিবেশী গোলজার মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সোমবার সকালে বিরোধপূর্ণ জমিতে নুরুন্নবী মিয়া আসলে প্রতিপক্ষ গোলজার মিয়া ও তার লোকজন হামলা চালান। এতে নুরন্নবী মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানান, নিহতের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবিতে মরদেহ নিয়ে আজ সকালে ফুলছড়ি থানায় গেলে পুলিশের সঙ্গে তাদের তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে মরদেহ কেড়ে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষুদ্ধ জনতা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।  পরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাফিকুজ্জামান বসুনিয়া। তিনি বলেন, নিহতের স্বজন ও গ্রামবাসীরা মরদেহ নিয়ে থানায় এলে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে তাদের কাছ থেকে মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
১৯ মার্চ ২০২৪, ১৫:১৯

গাইবান্ধায় শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩
দেশীয় তৈরি এক নলা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন।  গ্রেপ্তারকৃতরা হলো গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত নুরনবীর ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দাড়িয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক (৫২) ও উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাকির হোসেন জাফরুলের নির্মানাধীন ভবনের মেঝের বালুর নিচে থেকে একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে রক্ষিত দেশীয় এক নলা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেইসঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
১৫ মার্চ ২০২৪, ১৬:০৭

গাইবান্ধায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী রিজন মিয়া (১৫) নামের এক কিশোর মারা গেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জের পান্থপাড়া বাঁশহাটির সামনে এ দুর্ঘটনা ঘটে। রিজন মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের মহাব্বাপুর তুলশীপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী পোদ্দারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিজন মিয়া সন্ধ্যার দিকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া বাঁশহাটির সামনে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে রিজন মিয়াকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার। তিনি বলেন, কিশোরের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সাইকেল ও মরদেহ থানা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০

গাইবান্ধায় মাছের বাজারে প্রাইভেটকার, নিহতের সংখ্যা বেড়ে ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের চাপায় আহত আজিজুর রহমান (৭৮) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় এ নিয়ে প্রাণ হারালেন ৩ জন। এ ছাড়া আহত রয়েছেন আরও ৫ জন। শনিবার (২৭ জানুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজিজুর রহমান চাঁদপুর সিংড়া গ্রামের মৃত এনায়েত মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর মাছের বাজারে এ দুর্ঘটনা ঘটে।  এর আগে নিহত ২ জন হলেন- উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মাছ ব্যবসায়ী নরেন চন্দ্র দাসের পুত্র হরেন চন্দ্র দাস (৫৫), একই গ্রামের মহেন্দ্র দাসের পুত্র প্রতাপ চন্দ্র দাস (৩৫)।  স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার দ্রুত গতিতে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছের বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ মাছ ব্যবসায়ী হরেন চন্দ্র দাস ও প্রতাপ চন্দ্র দাস মারা যান। এ ঘটনায় গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে পুলিশে খবর দেয়। তবে ড্রাইভার পালিয়ে যায়। আজিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলাম শাহ্।  তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কয়েকজনের অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান নামের একজনের আজ মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
২৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫১

গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস 
গাইবান্ধায় তাপমাত্রা কমে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা হাওয়ায় জবুথবু সাধারণ মানুষ। চলতি বছরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রতিদিনই গাইবান্ধার তাপমাত্রা কমে আসছে। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা আগেও জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্ক রোগীরা আসতে শুরু করেছে।  এদের মধ্যে মধ্যে সর্দি-কাশি, জ্বর ও অ্যাজমায় আক্রান্তের সংখ্যা বেশি। অপরদিকে হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহে মানুষের পাশাপাশি গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিসহ প্রান্তিক কৃষকরা। 
০২ জানুয়ারি ২০২৪, ১১:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়