• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ কেজি গাঁজাসহ সাবু মোল্যা (২৪) ও হাফিজুর রহমান (২৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক সাবু মোল্যা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে এবং হাফিজুর রহমান নড়াইলের লোহাগড়া থানার লাহুরিয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে।   পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ ফোর্স নিয়ে অভিযান চালান। চরশালনগর গ্রামে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা ছয়টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা জব্দসহ দুজনকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। লাহুড়িয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
১৯ এপ্রিল ২০২৪, ১৮:১১

ইটনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কিশোরগঞ্জের ইটনায় ১৮ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. খোকন মিয়া (২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোহাইদ (মোল্লাবাড়ি) আবু তাহের মিয়ার ছেলে।  শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাওর বেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের অটোরিকশা স্ট্যান্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  পরে, ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
০৬ এপ্রিল ২০২৪, ২২:৪৮

নোয়াখালীতে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
নোয়াখালীর সেনবাগে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   বুধবার (৩ মার্চ) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. বেলাল হোসেন ওরফে লাল বেলাল (৪৮) উপজেলার বরেকোট গ্রামের আব্দুল হক চেয়ারম্যান বাড়ির আব্দুল জব্বারের ছেলে।   পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসতে ছিল। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  
০৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৬

ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।  রোববার (২৪ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। আটককৃতরা হলো- মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯)। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার আলু বাজার ফেরিঘাটগামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলার থেকে মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুইজন মাদক কারবারিকে আটক আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে। আটককৃত ব্যক্তিদ্বয় গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখের ছেলে। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ মার্চ ২০২৪, ১৯:৫০

আখাউড়ায় ৩৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।  বুধবার (১৩ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে একই দিনে সকাল ৭টার দিকে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কুমারপাড়া এলাকার বাইপাস পাকা সড়কের ওপর থেকে ৩৪ কেজি গাঁজাসহ মাদক বহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এ সময় পুলিশের সংকেত পেয়ে সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায় চালক ও মাদক ব্যবসায়ীরা। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, পুলিশ চেকপোষ্টে থামানোর সংকেত দিলে সিএনজি চালক সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজি তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তায় ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক বিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 
১৩ মার্চ ২০২৪, ১৬:৫৮

৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাগেরহাটের মোল্লাহাট থেকে এক মণ (৪০ কেজি) গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মো. সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাটের মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে অভিযান চালিয়ে পিকআপ তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আবুল হোসেন (৩২) চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে রাস্তার ওপর অভিযান পরিচালনাকালে একটি পিকআপ তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতার আবুল হোসেন ও মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।  
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০

সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জের কামারখন্দে অর্ধশত কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভদ্রঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  আটককৃতরা হলো- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হারুয়াবাড়ী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উলোবাড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জল হোসেন (৩৩)।  বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ মাদককারবারি আশরাফ ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল এবং নগদ ২৩ হাজার ৬২২ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা দায়ের করা রয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪২

চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩ 
চাঁদপুর মতলব উত্তর উপজেলার জহিরাবাদ গ্রামের সামনে মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জহিরাবাদ এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান নৌ-পুলিশের এসআই মো. মানিক মিয়া। আটককৃতরা হলেন- মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) এবং মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরীয়তপুরে সখিপুর থানায়। এ বিষয়ে এসআই মানিক বলেন, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে তিনজন যাত্রীকে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর স্পিডবোটে করে তাদের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তা ভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে তার মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামান বলেন, জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক পাঁচ লাখ ২৮ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  পরবর্তীতে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮

বাগেরহাটে ৮ কেজি গাঁজাসহ ২ যুবক আটক
বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে মোজাহিদ গাজী (২৯) ও তুহিন শেখ (৩৫) নামের ওই ২ যুবককে আটক করা হয়। আটক মোজাহিদ গাজী খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায়। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে সাদা পোশাকে ঘটনাস্থলে অবস্থান করি। এ সময় ২ যুবক মাদকদ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয়। আসামিরা দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে। মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩

গাঁজাসহ তরুণী আটক
বান্দরবানে গাঁজাসহ ডলিপ্রু মার্মা (২৫) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সাইক্লোন সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডলিপ্রু মার্মা দুই নম্বর সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মৃত ক্যসা মার্মার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাফেজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৭০০ গ্রাম ওজনের নিষিদ্ধ মাদক গাঁজাসহ ডলিপ্রু মার্মাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকদ্রব্যসহ আটক ডলিপ্রু মার্মার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
১৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়