• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
বগুড়ার পল্লীতে মায়ের মামা বাড়িতে বেড়াতে এসে খুন হয়েছে এক শিশু। বন্ধন সরকার নামের পাঁচ বছর বয়সী  শিশুকে গলাকেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে শিশুটির মায়ের মামা।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। বন্ধন সরকার বগুড়া সদরের পীরগাছা এলাকার রবি দাসের ছেলে।  এ ঘটনায় অভিযুক্ত নানা (নিহতের মায়ের মামা) সুকুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুকুমার শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে। তিনি এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী। বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফহিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।  ঘটনার বিষয়ে প্রতিবেশী বঙ্কিম চন্দ্র সরকার জানান, মঙ্গলবার থেকে এলাকায় হরিবাসর শুরু হয়। এ উপলক্ষ্যে ছেলে বন্ধন সরকারকে সঙ্গে নিয়ে তার মা নিজের মামার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী জানতে পারে, কাঁচি দিয়ে গলাকেটে শিশু বন্ধনকে হত্যা করেছে সুকুমার। এরপর সুকুমার পালিয়ে না গিয়ে ওই ঘরের মধ্যেই লুকিয়ে ছিল। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।   অভিযুক্ত সুকুমার দাস ভুক্তভোগী শিশু বন্ধন সরকারের মায়ের মামা। সেই সূত্রে তিনি বন্ধন সরকারের নানা হন।  এলাকাবাসী আরও জানান, কেউ কেউ বলছে সুকুমারের মোবাইল নেওয়ার কারণে, আবার কেউ বলছে কোনো এক দ্বন্দ্বের কারণে ওই শিশুকে হত্যা করা হয়েছে। তবে অনেকেই সুকুমারকে মানসিক ভারসাম্যহীন বলে  প্রমাণের চেষ্টা করছে। কিন্তু সুকুমার বুধবার সারাদিন হরিবাসরে সারাদিন প্রসাদ বিতরণ করেছে। আবার সে এলএলবি পড়াশোনাও করছে। পুলিশ পরির্দশক ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুকুমারকে গ্রেপ্তার করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।   
১৮ এপ্রিল ২০২৪, ২০:০৪

কলেজ শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা
সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম বাদল (৫৮) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জামতৈল কলেজপাড়ার তার শ্বশুর বাড়ির পাশের পুকুরের পার থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।  তিনি উপজেলার চর কামারখন্দ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জামতৈল কলেজপাড়া শ্বশুরবাড়িতে থাকতেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সেহরি খাওয়ার পর নামাজ শেষে শফিকুল ইসলামের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সময় শফিকুল ইসলাম বাড়ির পাশের পুকুরে ময়লা ফেলতে যান। তখন দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে গলাকেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারে খবর দিলে তার স্বজনরা তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৩৮

ষাটোর্ধ্ব নারীকে গলাকেটে হত্যায় জড়িত আসামি গ্রেপ্তার
নরসিংদীতে ষাটোর্ধ্ব বয়সী এক নারীকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম রিজুকে (২২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  রোববার (৩১ মার্চ) নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই নারীর কাছ থেকে লুণ্ঠন করা কানের দুল, নাকের ফুলসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়। সোমবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, পুত্রের সঙ্গে হাজতে পরিচয়ের সূত্রে গত ২৬ মার্চ বিকেলে পলাশ উপজেলার চরগরদী এলাকার ওই নারীর বাড়িতে যায় হত্যাকারী রিজু। একা পেয়ে ওই নারীর পরনে থাকা গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে ষাটোর্ধ্ব ওই নারীকে নির্মমভাবে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় রিজু। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। পরবর্তী তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রিজুকে। রিজু সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইনউদ্দিন মিয়ার ছেলে। তিনি গত দেড় বছর আগে তার নিজ দাদিকে হত্যার পর জেলে ছিলেন।  এ সময় নারীর কাছ থেকে ছিনিয়ে নেয় স্বর্ণের দুল, নাকের ফুল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটিও উদ্ধার করে পুলিশ।
০১ এপ্রিল ২০২৪, ১৬:৪৭

কুমিল্লাতে যুবককে গলাকেটে হত্যা
কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ড নেউরা এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।  নিহতের নাম মো. শাহ আলম (৩৮)।  তিনি নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভূঁইয়া। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মাথায়-ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেন এ হত্যাকাণ্ড তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।  ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত পরে বলা যাবে। নিহত শাহ আলমের বড় ভাই কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কি কারণে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১

টিকটক দেখা নিয়ে নববধূকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইলে টিকটক দেখা নিয়ে মনোমালিন্যের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা করে স্বামী। এ ঘটনায় স্বামী আব্দুল হামিদকে (২৮) আটক করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর বড় মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবি ও আখাউড়া থানা পুলিশ সদস্যরা তাকে আটক করে। বিয়ের ৫ দিনের মাথায় গলা কেটে  আব্দুল হামিদ তার স্ত্রী তাছলিমা আক্তারকে হত্যা করে। এ ঘটনায় ওই রাতেই নিহতের বড় ভাই আব্দুল কুদ্দুছ বাদী হয়ে আব্দুল হামিদকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। আব্দুল হামিদ উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের মধ্যপাড়ার মৃত আব্দুল লতিফের পুত্র। আব্দুল হামিদকে আটকের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।  আব্দুল হামিদ জানায়, তার স্ত্রী মোবাইলে টিকটক দেখতো ও ছেলেদের সঙ্গে চ্যাটিং করতো বলে সন্দেহ ছিল। আব্দুল হামিদ তার স্ত্রীর মোবাইল দেখতে চাইলে তাকে মোবাইল ধরতে নিষেধ করতো। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার দিন সকালে তাছলিমা বাবার বাড়িতে যেতে চাইলে হামিদ যেতে দেয়নি। এরপর স্বামী আব্দুল হামিদ বাজার থেকে ৩০০ টাকা দিয়ে ছুরি কিনে বাড়ি ফিরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৭/৮ মাস আগে হীরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার প্রবাসী পুত্র আব্দুল হামিদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে তাছলিমা আক্তারের বিয়ে হয় মোবাইল ফোনে। সম্প্রতি হামিদ দেশে ফিরে এসে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠান করে স্ত্রী তাছলিমাকে বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে হামিদের বাড়িতে শোর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন বিছানায় গলাকাটা রক্তাক্ত অবস্থায়’ নববধূ তাছলিমার নিথর দেহ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ২ ৫ বিজিবি (সরাইল) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান আরিফ (পিএসসি) বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকা অতিক্রম করার সময় টহলরত বিজিবি সদস্যরা আসামিকে আটক করেছে। পরে থানায় সোপর্দ করা হয়।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৩

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করিম উল্লাহ নামের এক রোহিঙ্গা নেতাকে (সাব-মাঝি) গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।  শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।  নিহত করিম উল্লাহ ওই ক্যাম্পের এম/২৭ ব্লকের গণী মিয়ার ছেলে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা নেতাকে হত্যা করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৮টার দিকে বালুখালী ২০ নম্বর ক্যাম্পের এম ২৭ ব্লকের রোহিঙ্গাদের সাবেক নেতা করিম উল্লাহকে গলাকেটে হত্যা করা হয়। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।  এদিকে রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে ক্যাম্পে আরসার সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পরপরই ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১৩ জানুয়ারি ২০২৪, ০১:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়