• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
নায়িকার মুখে গন্ধ থাকায় রোমান্স করতে গিয়ে বিপত্তিতে ববি
বলিউড অভিনেতা ববি দেওল। ক্যারিয়ারে ভাটা পড়ায় মাঝে চলচ্চিত্র থেকে বলতে গেলে বেশ দূরেই ছিলেন এই অভিনেতা। গেল বছর ‘অ্যানিমাল’ দিয়ে দীর্ঘদিন পর বলিউডে নিয়মিত হয়েছেন ববি। ওটিটিতেও ঝড় তুলেছেন। তার অভিনয়ের কথা এখন দর্শকের মুখে মুখে ঘুরছে। নব্বইয়ের মাঝামাঝি সময় বড়পর্দায় পা রাখেন ববি। তার ‘গুপ্ত’, ‘সোলজার’-এর মতো সিনেমা আজও দর্শকের পছন্দের তালিকায়। প্রীতি জিনতা থেকে কাজল, কাজ করেছেন সবার সঙ্গেই। কিন্তু অনেকেই জানেন না, একটি ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ের সময় নায়িকার মুখের দুর্গন্ধে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন ববি। প্রায় দুই দশক আগে ফিল্মফেয়ারকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ববি। সেখানেই বলেছিলেন ওই অস্বস্তিকর মুহূর্তের কথা। কিন্তু কোন অভিনেত্রীর মুখ থেকে এমন দুর্গন্ধ এসেছিল? ববি বলেন, ১৯৯৭ সালে ‘গুপ্ত’ সিনেমার শ্যুটিং চলছে। সেদিন মনিষা কৈরালার সঙ্গে একটি রোমান্টিক দৃশ্য হওয়ার কথা। ববির সঙ্গে তার রসায়ন ভালোই, তবে বন্ধুত্ব ছিল না। একটি গানের দৃশ্যে মনিষার মুখের কাছে নিজের মুখ নিয়ে যেতে হবে ববিকে। আর তা করতে গিয়েই বিপত্তি। মনিষার মুখ থেকে গন্ধ আসছিল।  ববি বলেন, কোনো রকমে ওই দৃশ্য শুট হয়। ঈশ্বর জানেন কীভাবে করেছিলাম। ওই রকম গন্ধের চোটে আমার মধ্যে রোমান্সের নামগন্ধ ছিল না। আসলে শুটিংয়ের ঠিক আগেই কাঁচা পেঁয়াজ দিয়ে ছোলার চাট খেয়েছিলেন মনিষা। সেই কাঁচা পেঁয়াজের গন্ধই আসছিল মুখ থেকে। আর এ ঘটনার পর বদলা নেওয়ার চেষ্টা করেছিলেন ববি। কিন্তু সফল হননি। হাসতে হাসতে এ কথা স্বীকার করেন অভিনেতা। তিনি জানান, সিনেমায় ফাইট মাস্টার ও তার ভাই অভিনয় করেছিলেন। তাদের সঙ্গে মনিষার একটা দৃশ্য ছিল। ওই দৃশ্যের শ্যুটিংয়ের আগে ববি তাদের পেঁয়াজ খেতে বলেন। মনিষার কাছে গেলে জোরে জোরে নিশ্বাস নেওয়ার পরামর্শ দেন। তবে তা কাজে আসেনি।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

মিয়ানমারের সীমান্তরক্ষীদের আশ্রয় দেওয়ায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি 
মিয়ানমারে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে দেশটির ক্ষমতাসীন জান্তাপন্থী সীমান্তরক্ষীদের বাংলাদেশে পালিয়ে আসা এবং তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সরকারের নমনীয়তায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছে বিএনপি। একইসঙ্গে দেশের জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সরকার বিভিন্ন সময় অপচেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ তাদের। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করে এসব কথা বলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  তিনি বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেওয়া নতুন কোনো ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখতে হবে। একদিকে ভারতের সীমান্তে হত্যা, অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারে। ব্যর্থতা দূরে রাখতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কি না তা খতিয়ে দেখা দরকার। গয়েশ্বর এরপর বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাদের পতন সময়ের ব্যাপার মাত্র। ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে ভারত, চীন ও রাশিয়াকে অবৈধ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সুবিধা দিয়ে তাদের সমর্থন আদায় করেছে। তিনি যোগ করেন, শুধু ক্ষমতায় থাকতে বারবার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের চলমান পরিস্থিতি এমন অসহনীয় থাকলে দেশের অর্থনৈতিক, কূটনীতিকসহ সব খাতে বিপর্যয় হবে। এর দায় সরকারকে নিতে হবে। বিএনপি আন্দোলন থেকে সরে এসেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের গতিবিধি এক থাকে না। বিভিন্ন সময় আন্দোলনের গতিপ্রকৃতি পরিবর্তন হয়। বিএনপির আন্দোলন চলমান আছে, আন্দোলনের গতি প্রকৃতি শিগগিরই আরও স্পষ্ট হবে। গণতন্ত্রের পক্ষে-বিপক্ষের লড়াই চলছে। বিএনপির লড়াই আজ কেবল আওয়ামী লীগের সঙ্গে নয়। এ লড়াই জনবিদ্বেষী সরকারের সব দোসরের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইমলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সিরাজুদ্দিন আহমেদ, আবুল খায়ের ভুইয়া, সুকোমল বড়ুয়া, তাহসিনা রুশদির লুনা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হারুন অর রশিদ প্রমুখ।  
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৩

পুকুরে ভাসছিল অর্ধগলিত মরদেহ, গন্ধ পেয়ে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।  শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দেবগ্রাম এলাকার দাগন খানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে এলাকার কয়েকজন গন্ধ পায়। অনেক খোঁজাখুঁজির পর দাগন খানের পুকুরে ভাসমান মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৬০ বছর। তার পরনে গেঞ্জি, শার্ট ও লুঙ্গি ছিল।  আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
০৫ জানুয়ারি ২০২৪, ১৫:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়