• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ব্যারিস্টার খোকনের বক্তব্যে আপিল বিভাগের ক্ষোভ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের শপথ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়ায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে ‘বর্তমান সংসদের এমপিদের শপথ নেওয়া অসাংবিধানিক হয়েছে এবং এ সংক্রান্ত আপিল বিভাগের রায়ে অস্পষ্টতা রয়েছে’ গণমাধ্যমে এ বক্তব্য দেওয়ায় ব্যারিস্টার খোকনকে সতর্ক করেছেন আপিল বিভাগ। এদিন মামলাটি শুনানিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করতে ডায়াসের সামনে আসলে প্রধান বিচারপতি বলেন, কোনো রায়ের বিষয়ে অস্পষ্টতা থাকলে আপনি রিভিউ করতে পারেন। পাবলিকলি রায় নিয়ে এসব কী বলে বেড়ান? এভাবে বলতে পারেন না। ব্যারিস্টার খোকন বলেন, রায়ে থাকা ফিকশন নিয়ে কথা বলেছি। তখন প্রধান বিচারপতি বলেন, রায়ের ব্যাখ্যা দেবে একমাত্র সুপ্রিম কোর্ট। আপনি ব্যাখ্যা দেওয়ার কে? এ সময় আপিল বিভাগ বলেন, আপনার মামলা আজ শুনা হবে না। পরে খোকন বলেন, তিনি এ রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন। এর আগে, গত বছরের ১ আগস্ট একাদশ সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ সংসদ সদস্যদের শপথকে অবৈধ বলে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন আপিল বিভাগ।  পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ সাফ জানিয়ে দেন, সংসদ অধিবেশন বসার দিন থেকেই সংসদ সদস্যদের মেয়াদ শুরু হবে। ওই মামলায় আপিল বিভাগে লড়েছিলেন ব্যারিস্টার খোকন। রায় তিনি বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, আপিল বিভাগের রায়ে অস্পষ্টতা রয়েছে। েউ উল্লেখ্য, দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ সংসদের ২৯০ সদস্যের নেওয়া শপথের বৈধতা নিয়ে ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন বিএনপিপন্থি আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। ওই রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছিলেন হাইকোর্ট।
২৩ জানুয়ারি ২০২৪, ১৪:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়