• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
রং খেলার সময় অটোচাপায় শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পূর্ণচন্দ্র রায় নামে চার বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।  রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গেন্ডাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।পূর্ণচন্দ্র গেন্ডাবাড়ি এলাকার সুভাস রায়ের ছেলে।   স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবেশীদের সঙ্গে রং খেলার সময় বাড়ি পাশের রাস্তায় একটি ব্যাটারি চালিত আটোরিকশা পূর্ণ চন্দ্রকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৮

আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল অ্যাডাম জাম্পার। তবে নিজের ইচ্ছাতেই নাম প্রত্যাহার করে নেন অজি এই লেগি। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলার কারণ জানিয়েছেন তিনি। সম্প্রতি উইলো টক পডকাস্টে জাম্পার ভাষ্য, ‘বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার জন্য ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি বিশ্বকাপের বছর এবং ২০২৩ সালের ধকলে আমি পুরোপুরি ক্লান্ত। গত বছর পুরো আইপিএলে ছিলাম। বিশ্বকাপের সময়েও ভারতে থাকতে হয়েছে তিন মাস।’  জাম্পা আরও জানান, ‘এবারও আইপিএলে খেলার চেষ্টা করার সর্বোচ্চ ইচ্ছা আমার ছিল। কিন্তু প্রয়োজনের সময়টা যখন এলো, বুঝতে পারলাম যে রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে সেরা ছন্দে উপস্থাপন করতে পারব না। এ ছাড়া সামনে (টি-টোয়েন্টি) বিশ্বকাপও আছে, নিশ্চিতভাবেই যা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’ এই লেগির মন্তব্য, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সবকিছুর ওপরে প্রাধান্য দিতে হয়েছে আমাকে। এ ছাড়াও আরও বেশ কিছু সমীকরণ বিবেচনায় নিতে হয়েছে। তরুণ একটি পরিবার আছে আমার। একাদশে জায়গার জন্য লড়তে হবে, এই পরিস্থিতিতে ভারতে ৯ সপ্তাহ কাটানো সহজ নয়।’  জাম্পার মতে, ‘জানি না, দুটি ম্যাচ পাব নাকি চারটি কিংবা ৬টি। এজন্য মনে হয়েছে, বিশ্রাম নেওয়া, পরিবারকে সবার ওপরে রাখা, শরীরকে প্রাধান্য দেওয়া, এসবই আমার জন্য ভালো। সিদ্ধান্তটি অবশ্যই সহজ ছিল না। কারণ, মনের কোনো সবসময়ই ভাবনা চলতে থাকে যে আইপিএল থেকে সরে দাঁড়ালে লোকে কী বলবে বা কীভাবে নেবে, পরেরবার আইপিএল খেলতে গেলে কী হবে, লোকে কি আমাকে এবারের সিদ্ধান্ত দিয়েই বিচার করবে? অনেক কিছুই মনে হয়েছে। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর অনুভব করেছি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
১২ এপ্রিল ২০২৪, ১২:৩৪

‘ভারতের কারণেই নির্বাচন নিয়ে কেউ অশুভ খেলার সাহস করেনি’
ভারত আমাদের পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অন্য কোনো দেশ অশুভ খেলার সাহস করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৬ মার্চ) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে গায়ে পড়ে তিক্ততার সম্পর্ক তৈরি করে সমস্যার সমাধান সম্ভব না। ভারতের সঙ্গে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল শেখ হাসিনা ও মোদি সরকার তা ভেঙে দিয়েছে। তিনি বলেন, যখন কথা বলি তখন বিশ্বাস থেকেই বলি। বাংলাদেশে ৭৫ থেকে একুশ বছর কারা শাসন করেছিল? সেই একুশ বছর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে বৈরিতা সৃষ্টি করেছিল।  তিনি আরও বলেন, সংখ্যালঘু ভাবনাটাই একটি দাসত্বের শেকল। এটি ভেঙে ফেলতে হবে। হিন্দুদের জমি দখল এবং মন্দির ভাঙচুরের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা সবার অভিন্ন শত্রু, দুর্বৃত্ত। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মুসলমানের ভোট ও আপনার ভোটের মধ্যে কোনো পার্থক্য কি আছে? আপনার ভোটের কি মূল্য কম? তাহলে কেন নিজেকে মাইনরিটি ভাববেন? এই দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সবার অবদান রয়েছে, কারও অবদান কম নয়। তিনি বলেন, যারা হিন্দুদের বাড়ি দখল করে, মন্দির ভাঙচুর করে। তারা আমাদের সবার অভিন্ন শত্রু। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। সম্মেলন উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত।
১৬ মার্চ ২০২৪, ১৬:৪১

স্পেন নয়, মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত সেই দিয়াজের
প্রথমবারের মতো মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ। চলতি মাসে অ্যাঙ্গোলা ও মরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে। ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনের প্রতিনিধিত্ব করেছিলেন ২৪ বছর বয়সী দিয়াজ। সে সময়ে করোনা মহামারীতে কোনো সিনিয়র ফুটবলার খেলতে রাজী না হওয়ায় স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন দিয়াজ।  এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি তিনি। যে কারণে বছরখানেক আগে মরক্কোর নাগরিকত্বের জন্য আবেদন করেন দিয়াজ। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি দিয়াজ। এদিকে বুধবার মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো এই দলে ডাক পেয়েছেন মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন এলিয়েসেন। উল্লেখ্য, আগামী ২২ মার্চ অ্যাঙ্গোলা ও চারদিন পর মরিতানিয়ার মোকাবিলা করবে ওয়ালিদ রেগ্রাগুইয়ের মরক্কো।
১৫ মার্চ ২০২৪, ০৮:১৬

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ২ গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  মঙ্গলবার (৫ মার্চ) সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সময় উভয়পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকারসহ উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছে। আহতরা জেলা সদরসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।  জানা যায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসা গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠীর আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করেন। এ নিয়ে সোমবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তলের ব্যবহার করতেও দেখা যায়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০টি বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 
০৫ মার্চ ২০২৪, ২১:৫৫

শ্রীলঙ্কা সিরিজে খেলার বিষয়ে যা বললেন সাকিব
চলমান বিপিএল শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজের পুরোটা সময় অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে কি না তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এই সব আলোচনা নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন দেশ সেরা এই ক্রিকেটার। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচ না থাকায় বিশ্রামে রয়েছে রংপুর রাইডার্স এর  ক্রিকেটাররা। তবে ব্যস্ত সময় পার করেছে সাকিব। নিজের ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অংশ নেন তিনি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে সেই অনুষ্ঠান। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই টাইগার অলরাউন্ডার। যেখানে শুরুতেই সাকিবের কাছে জানতে চাওয়া হয় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কোনো পরিকল্পনা করছেন কিনা। বিশেষ করে টেস্ট খেলবেন কিনা এমন প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা করা হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি, চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি। কয়েক দিনে আগেই গুঞ্জন উঠেছিল টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে চান সাকিব। এ নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কি বলেছি কখনও আমি ছুটি চাচ্ছি না বা চাচ্ছি। এরপর বিরক্ত হয়ে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন তিনি। ‘কার কাছ থেকে শুনছেন এমন কথা?’ সাকিব আরও  বলেন, যার কাছ থেকে শুনেছেন এমন কথা তার কাছেই শুনেন। আমি যদি বলতাম আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন সে ভালো বলতে পারবে। বিপিএলের শুরু থেকে চোখের সমস্যায় ভুগলেও রানে ফিরেছেন সাকিব। তবে বিপিএল ব্যস্ততায় এখনও সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারেননি মাগুরা-১ আসনের সংসদ সদস্য। তাই শ্রীলঙ্কা সিরিজে সব ফরম্যাটে খেলবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।  
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৩

বিপিএল খেলার ছাড়পত্র পেলেন বাবর-রিজওয়ানরা
আগামীকাল একই সঙ্গে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগের (আইএল টি-টোয়েন্টি) দ্বিতীয় আসর । আসর দুটিতে অংশ নেওয়ার জন্য চার ক্রিকেটারকে ছাড়পত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ছাড়পত্র পাওয়া পাকিস্তানের চার ক্রিকেটার হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তবে শুধু মাত্র পেসার শাহিন আফ্রিদি খেলবেন আমিরাতের টুর্নামেন্টটিতে। বাকি তিন ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। আগের আসরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। এবার সাকিবের রংপুর রাইডার্সে খেলবেন বাবর আজম। এর আগে ২০২২ সালে সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। গত আসরে বিপিএলে খেলেননি পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এ ছাড়া আরেক পাক পেসার ওয়াসিম জুনিয়র এবারের বিপিএলে নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে। অন্যদিকে, আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্স শাহিন আফ্রিদিকে দলে ভিড়িয়েছে। তিন মৌসুমের চুক্তিতে এই পাক পেসারকে দলে নিয়েছে দলটি।। সেখানে আছে তার জাতীয় দল সতীর্থ শাদাব খান ও আজম খানের নামও। তবে এখনও এই দুই ক্রিকেটার টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র পাননি। জানা গেছে,বিপিএল খেলতে ফখর জামান ও আজম খান এনওসি’র অপেক্ষায় রয়েছেন। তবে বিষয়টি পিসিবি খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের মনোভাব বুঝেই তারপর এনওসি দিতে চায় পিসিবি।  এর আগে জাতীয় দলের টেস্ট সিরিজ বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য পিসিবির সঙ্গে বেশ টানাপোড়েন চলেছে পেসার হারিস রউফের। সর্বশেষ জলঘোলা করে পাকিস্তান রউফকে লিগটিতে খেলার অনুমতি দেয়। সেখানে খেলছেন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার জামান খান ও উসামা মির।
১৮ জানুয়ারি ২০২৪, ২০:১৮

বসুন্ধরায় খেলার পরিকল্পনা বিসিবির
দীর্ঘদিন ধরেই টানা খেলার মধ্য দিয়ে যাচ্ছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এতে পিচের মান নিয়েও রয়েছে আলোচনা-সমালোচনা। এমনকি বিসিবি বস সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তার (পাপন) দাবি, টানা খেলার মাঝে মিরপুরের মাঠ ঠিক করারই সময় পাওয়া কঠিন।  আরও পড়ুন : অধিনায়কের নাম জানাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স   এসব কারণ বিবেচনায় এবার বিকল্প ভেন্যু খুঁজছে বিসিবি, ক্রিকেটপাড়ায় এমন জোর গুঞ্জন। বিকল্প ভেন্যু হিসেবে বসুন্ধরা গ্রুপের দিকেই নজর দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার। আর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সও বিসিবিকে সাহায্য করতে প্রস্তুত। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক। তার ভাষ্যমতে, একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়তো বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশা-আল্লাহ। আরও পড়ুন : অধিনায়ক কে, জানাল খুলনা টাইগার্স   এদিকে শুধু ঘরোয়া ক্রিকেটই না, আন্তর্জাতিক ও বিপিএলের ভাবনায়ও আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।  ইশতিয়াকের মন্তব্য, আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায়, অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।  
১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি : নৌপ্রতিমন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, টেনিস এখনো প্রাইমারি লেভেলে। আগে প্রাইমারি লেভেলে ছাত্ররা (টেনিস খেলোয়াড়রা) ঝরে পড়ত; সেকেন্ডারি লেভেলে যেতে পারত না। এখন প্রাইমারি লেভেলে থাকলেও ঝরে পড়ছে না, এটা বড় প্রাপ্তি। টেনিসের প্রতি বর্তমানে অভিভাবক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা আগ্রহ দেখাচ্ছে। আশাব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। টেনিসের প্রতি আগ্রহ, এটা ভাল দিক। টেনিসের একজন প্লেয়ার দরকার। সেখান থেকে ১০০/১০০০ খেলোয়াড় বের হয়ে আসবে। আমাদের একজন বঙ্গবন্ধু ছিল। সেখান থেকে সাড়ে সাত কোটি বাঙালি উজ্জীবিত। আমরা টেনিসের উন্নয়নে কাজ করছি। জানি না কখন সূর্য উদিত হবে। টেনিস ফেডারেশনের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখছে; সেতুবন্ধন তৈরি হচ্ছে। টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি। মানটা বড় কথা। আমাদের টেনিসের সেলিব্রেটি তৈরি করতে হবে। তাহলে তার খেলা দেখার জন্য গ্যালারী ভরে যাবে। প্রতিমন্ত্রী মঙ্গলবার ঢাকায় টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি নিয়াজ আহমেদ, মো. মোতাহার হোসেন, মোহাম্মদ সেলিম, মো. মাসুদ করিম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদসহ কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নাজমুল হাসান পাপন সাহেবকে দায়িত্ব দিয়েছেন। ৪০ বছর পর ক্রীড়াক্ষেত্রে একজন কেবিনেট মন্ত্রী পেলাম। তিনি পারবেন। তিনি ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন। ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। ঢাকায় বেড়ে ওঠা। ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি অন্যান্য ফেডারেশনের ন্যায় টেনিস নিয়ে ভেবেছেন। টেনিসসহ ক্রীড়াঙ্গনের হারানো গৌরব তার নেতৃত্বে ফিরে আসবে।
১৬ জানুয়ারি ২০২৪, ২২:০৪

স্টেডিয়াম নয়, খেলার মাঠ বাড়াতে চান নতুন ক্রীড়ামন্ত্রী 
যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমদিন অফিস করেছেন নাজমুল হাসান পাপন। রোববার (১৪ জানুয়ারি) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ও বিকেলে যান জাতীয় ক্রীড়া পরিষদে। সেখানে ক্রীড়াঙ্গনের সর্বস্তরে মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নতুন ক্রীড়ামন্ত্রী। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নাজমুল হাসান পাপর। এ সময় নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, আমাদের  স্টেডিয়ামসহ যথেষ্ট পরিমাণ ক্রীড়া অবকাঠামো রয়েছে।  ‘বর্তমান প্রেক্ষাপটে স্টেডিয়াম এর চেয়েও আমাদের খেলার মাঠ বেশি জরুরি। যেটি আমাদের তরুণ প্রজন্মসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে। খেলোয়াড় সৃষ্টিতে অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করা হবে।’  শুধু ক্রিকেট নয়, তিনি সব ধরনের খেলার উন্নয়নের জন্য কাজ করবেন বলেন তিনি। পাপন বলেন, ফুটবল ক্রিকেটসহ  অন্যান্য খেলাতেও আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো, যারা আমাদের থেকে আর্থিক সহায়তা নিয়ে থাকে তাদের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।  ‘আগামী তিন বছর পর তারা কোথায় যেতে চাই,  কি অর্জন করতে চাই সেটি তাদের জানাতে হবে। আমি অল্প সময়ের মধ্যেই ইনডিভিজুয়ালি প্রতিটি ফেডারেশনের সাথে বসবো। তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনবো।’  তিনি আরও বলেন, আমাদের অনেক ফেডারেশন ভালো ফলাফল করছে। আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী ফুটবলাররা ভালো করছে। ছেলেরাও উন্নতি করেছে। শুটিং, আর্চারিসহ আরও অনেকে উন্নতি করছে। ক্রিকেটের মতো অন্যান্য খেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মন্ত্রণালয়ের পক্ষে সব রকমের সহযোগিতা করা হবে। এ সময়ে  দেশের যুব গোষ্ঠীর সার্বিক  উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে বলে মন্ত্রী জানান।  এদিন সকাল ৯ টায় মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে আসেন এবং সচিবসহ মন্ত্রণালয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করেন নতুন ক্রীড়ামন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।  পরে আনুষ্ঠানিক  সভায় যুব ও ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন  দিক নির্দেশনা প্রদান করেন। সভার পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া পরিদপ্তর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  এরপর বেলা ৩ টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দসহ  ক্রীড়াঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন মন্ত্রী।
১৪ জানুয়ারি ২০২৪, ১৯:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়