• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে বেশ ছন্দে রয়েছেন মোস্তাফিজুর রহমান। এর আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও ধোনির সঙ্গে ফিজের বোঝাপড়াটা বেশ জমে উঠেছে। তাই এবারের মিনি নিলাম থেকে চেন্নাইয়ের ডাক পাওয়ার পরের অনুভূতি, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে আলোচনা ও দলের অভ্যন্তরীণ আবহ নিয়ে কথা বলেছেন এই টাইগার পেসার।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চেন্নাইয়ের মিডিয়া বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে এই বাংলাদেশি পেসার বলেন, এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবার খেলতে আসা। ২০১৬ সালে আইপিএলে আমার অভিষেক হয়, তবে সবসময় স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির (চেন্নাই) হয়ে খেলা।  ‘যখন চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারারাত আর ঘুম আসতেছিল না। এক রকম উত্তেজনা কাজ করছিল। কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল, তাই ঘণ্টাখানেকের মতো ঘুমাই, এরপর থেকে শুধু মেসেজ আসতে ছিল। রাত দেড়টার মতো বাজে তখন, সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে।’ গত আসরগুলোতে মোস্তাফিজের ফিল্ড সেটাপ নিয়ে অভিযোগ তুলেছে অনেকেই। তবে এবারে আসরে সেই অভিযোগকে ভুল প্রমাণ করেছেন ধোনি। ফলে ধোনি-ব্রাভোদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন ফিজ। তিনি বলেন, এখানকার সবাই খুব আন্তরিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। জাতীয় দলে যেমন সবার সঙ্গে বন্ধুত্ব, তেমনি এখানেও শুরু থেকে আমার অস্বস্তি লাগেনি। এখানে বড় ভূমিকা ছিল মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাইয়ের, ডিজে ব্রাভো (চেন্নাইয়ের বোলিং কোচ) এবং অন্যান্য কোচিং স্টাফের। ডেথ ওভারে ফিল্ডিং সেট-আপ থেকে শুরু করে ছোট ছোট কিছু বিষয় জানায়, সেগুলো আমার ডেথ ওভারের বোলিংয়ে খুব ভালো কাজে লাগে।’ ফিজ আরও বলেন, মাহি ভাইয়ের সঙ্গে বেশিরভাগ বোলিং নিয়েই কথা হয়, তবে যা হয় মাঠেই। এর বাইরে তেমন কথা হয় না। মাহি ভাই এসেই বলেন যে এটা (কৌশল) করলে ভালো হয়।  ‘আইপিএলে খেললে একজন ক্রিকেটার অনেক আত্মবিশ্বাস পায়, পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক সব তারকা ক্রিকেটাররা থাকে। এখানে যদি আমি সফল হই, যেকোনো জায়গায় সফল হওয়াটা সহজ হয়।’ জাতীয় দলের হয়ে খেলা এই টাইগার পেসার বলেন, যখন আমি বাংলাদেশের হয়ে খেলি তখন বাড়তি প্রেরণা কাজ করে। আর বিশেষ করে যখন ভারত, পাকিস্তানসহ অন্য বড় দলের সঙ্গে খেলি, যেখানে হাইলাইটস হয় বেশি, সবমিলিয়ে বড় দলের সঙ্গে খেলতে সবসময় ভালো লাগে। এসব ম্যাচে দর্শক থাকে অনেক বেশি। খেলা দেখি কম, তবে খেলতে পছন্দ করি। 
১১ ঘণ্টা আগে

জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
বিশ্বকাপে শক্তিশালী দল তৈরি করতে জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। যার জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। যেখানে নাম নেই সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের। তবে জিম্বাবুয়ের সিরিজের সাকিবের না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক। এবার মুখ খুললেন সাকিব নিজেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে, মানুষ কত রকম চিন্তা করতে পারে।  ‘যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।’ জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে এই টাইগার অলরাউন্ডার বলেন, জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব। ‘আসলে কোচ-অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’ এর আগে প্রধান এই নির্বাচক লিপু বলেছিলেন, সাকিব বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন। সেখানে স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি ম্যাচ যেহেতু পাঁচটা, শেষের দিকে তিনি যেন খেলেন।  
১২ ঘণ্টা আগে

ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আইপিএলে আজ (২৫ এপ্রিল) হায়দরাবাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে ম্যানচেস্টার সিটি ও ব্রাইটন। এ ছাড়াও রয়েছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী–গাজী গ্রুপ সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল শাইনপুকুর–শেখ জামাল সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল মোহামেডান–প্রাইম ব্যাংক সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল চতুর্থ টি–টোয়েন্টি পাকিস্তান–নিউজিল্যান্ড রাত ৮টা ৩০ মিনিট, এ স্পোর্টস ও জিও সুপার আইপিএল সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রাইটন–ম্যানচেস্টার সিটি রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
২০ ঘণ্টা আগে

টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট আইপিএল চেন্নাই-লক্ষ্ণৌ রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি ঢাকা প্রিমিয়ার লিগ গাজী টায়ার্স-সিটি ক্লাব সকাল ৯টা, ইউটিউব/বিসিবি ফুটবল ফেডারেশন কাপ ফুটবল শেখ জামাল–বাংলাদেশ পুলিশ বেলা ৩টা, টি স্পোর্টস এএফসি চ্যাম্পিয়নস লিগ আল হিলাল-আল আইন রাত ১২টা, টি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ আর্সেনাল-চেলসি রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৮

মিলান ডার্বিসহ টিভিতে আজকের খেলা
ডিপিএলের সুপার লিগ পর্ব শুরু আজ (২২ এপ্রিল)। অন্যদিকে রাতে মিলান ডার্বিতে জয় পেলেই সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হবে ইন্টার মিলান। এ ছাড়াও রয়েছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী-প্রাইম ব্যাংক সকাল ৯টা, ইউটিউব/বিসিবি শাইনপুকুর-গাজী গ্রুপ সকাল ৯টা, ইউটিউব/বিসিবি মোহামেডান-শেখ জামাল সকাল ৯টা, ইউটিউব/বিসিবি আইপিএল রাজস্থান-মুম্বাই রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি উয়েফা ইয়ুথ লিগ : ফাইনাল অলিম্পিয়াকোস-এসি মিলান রাত ১০টা, সনি স্পোর্টস ২ সিরি আ রোমা-বোলোনিয়া রাত ১০টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল এসি মিলান-ইন্টার মিলান রাত ১২টা ৪৫ মিনিট, র‍্যাবিটহোল
২২ এপ্রিল ২০২৪, ০৮:৩২

বার্সা-রিয়াল এল ক্লাসিকোসহ টিভিতে আজকের খেলা
লা লিগায় আজ (২১ এপ্রিল) বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আইপিএলে আছে দুটি ম্যাচ। এ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচসহ রয়েছে বেশ কিছু খেলা। তৃতীয় টি–টোয়েন্টি  পাকিস্তান–নিউজিল্যান্ড                             রাত ৮টা ৩০ মিনিট, জিও সুপার ও এ স্পোর্টস আইপিএল   কলকাতা নাইট রাইডার্স–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  বিকেল ৪টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস পাঞ্জাব কিংস–গুজরাট টাইটানস                              রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস লা লিগা রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা    রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১ এফএ কাপ : সেমিফাইনাল কভেন্ট্রি–ম্যানচেস্টার ইউনাইটেড             রাত ৮টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটন–নটিংহাম ফরেস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা–বোর্নমাউথ রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফুলহাম–লিভারপুল               রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ জার্মান বুন্দেসলিগা বরুসিয়া ডর্টমুন্ড–লেভারকুসেন রাত ৯টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
২১ এপ্রিল ২০২৪, ০৮:৩১

নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ (২০ এপ্রিল) মাঠে নামবে পাকিস্তান। অন্যদিকে রাতে এফএ কাপ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। এ ছাড়াও বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল ফর্টিস এফসি–বসুন্ধরা কিংস বিকেল ৩টা, টি স্পোর্টস দ্বিতীয় টি–টোয়েন্টি  পাকিস্তান–নিউজিল্যান্ড  রাত ৮টা ৩০ মিনিট, এ স্পোর্টস ও জিও সুপার আইপিএল   দিল্লি ক্যাপিটালস–সানরাইজার্স হায়দরাবাদ               রাত ৮টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস ও গাজী টিভি এফএ কাপ : সেমিফাইনাল                                   ম্যানচেস্টার সিটি–চেলসি   রাত ১০টা ১৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ  লুটন টাউন–ব্রেন্টফোর্ড  রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ উলভারহ্যাম্পটন–আর্সেনাল  রাত ১২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা   জিরোনা–কাদিজ    রাত ১টা, র‍্যাবিটহোল জার্মান বুন্দেসলিগা  ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ   রাত ১০–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫       
২০ এপ্রিল ২০২৪, ১৩:১২

মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আইপিএলে আজ (১৯ এপ্রিল) রাতে লখনৌর মুখোমুখি মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। অন্যদিকে রাতে সৌদি প্রো লিগে আল-নাসরের প্রতিপক্ষ আল-ফায়হা । এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ মোহামেডান-ব্রাদার্স সকাল ৯টা, ইউটিউব/বিসিবি গাজী গ্রুপ-সিটি ক্লাব সকাল ৯টা, ইউটিউব/বিসিবি রূপগঞ্জ টাইগার্স-পারটেক্স সকাল ৯টা, ইউটিউব/বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল আবাহনী-শেখ জামাল বেলা ৩টা ৪৫ মিনিট, টি স্পোর্টস আইপিএল লখনৌ-চেন্নাই রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি সৌদি প্রো লিগ আল নাসর-আল ফায়হা রাত ৯টা, সনি স্পোর্টস ২ বুন্দেসলিগা ফ্রাঙ্কফুর্ট-অগসবুর্গ রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫
১৯ এপ্রিল ২০২৪, ০৮:১২

নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে পাকিস্তান। এ ছাড়াও টিভিতে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। ক্রিকেট প্রথম টি-টোয়েন্টি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সরাসরি, রাত ৮টা, পিটিভি স্পোর্টস আইপিএল পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী লিমিটেড বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব সরাসরি, সকাল ৯-৩০ মিনিট, বিসিবি/ইউটিউব গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সরাসরি, সকাল ৯-৩০ মিনিট, বিসিবি/ইউটিউব লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব সরাসরি, সকাল ৯-৩০ মিনিট, বিসিবি/ইউটিউব ফুটবল উয়েফা ইউরোপা লিগ রোমা বনাম মিলান সরাসরি, রাত ১টা, সনি টেন ১ আটালান্টা বনাম লিভারপুল সরাসরি, রাত ১টা, সনি টেন ২ ওয়েস্ট হ্যাম বনাম বেয়ার লেভারকুসেন সরাসরি, রাত ১টা,  সনি টেন ৫ মার্শেই বনাম বেনফিকা সরাসরি, রাত ১টা, সনি টেন ৩
১৮ এপ্রিল ২০২৪, ০৮:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়