• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
জাতীয় ক্রিকেট দলের তিন ফরমেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ফুটবল দলের প্লে-মেকার রাকিব হোসেনও ছিলেন সেরা হবার দৌড়ে। কিন্তু জনপ্রিয় দুই খেলার শীর্ষ পারফর্মারকে পেছনে ফেলে, বর্ষসেরার খেতাব জিতে নেন জাতীয় রেকর্ডধারী দৌড়বিদ ইমরানুর রহমান। ২০২৩ সালে জাতীয় চ্যাম্পিয়নের পাশাপাশি, এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে দ্রুততম মানব হবার কীর্তি, বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে মূল পর্বে জায়গা পাওয়া, এশিয়ান গেমসে সেমিফাইনাল খেলাসহ বেশ কয়েকটি অর্জন ইমরানুরকে এনে দিয়েছে সেরার পদক। তার দাবি, জয়ের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।  ২০২৩ সালে জীবনের সেরা পারফর্মেন্স করায়, বর্ষসেরা ক্রিকেটার ঠিকই হয়েছেন শান্ত। আর প্রথম টাইগ্রেস হিসেবে সেঞ্চুরি করাসহ নিজেকে মেলে ধরার পুরস্কার হিসেবে বর্ষসেরার খেতাব বাগিয়েছেন ফারজানা হক পিংকি। পিংকির মন্তব্য, আমি এক বা দুটি সেঞ্চুরিতে সন্তুষ্ট থাকতে চাই না। দলের হয়ে আরও বড় বড় স্কোর করতে চাই। সামনে অনেক চ্যালেঞ্জ, ভালো কিছু করার চেষ্টা করছি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার স্বাভাবিক ভাবেই উঠেছে রাকিব হোসেনের ঝুলিতে। তার আক্রমণের সঙ্গী শেখ মোরসালিনের জুটেছে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি। তবে অবাক করা বিষয় হলো, ইমরানুর ও শান্তকে টপকে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও বাগিয়ে নিয়েছেন, বসুন্ধরা কিংসের এ  খেলোয়াড়। শেখ মোরসালিনের ভাষ্য, ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। সাফ থেকে আমাদের পারফরম্যান্স ভালো। আশা করি, ফুটবল আরও এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি- বিএসপিএ’র এ অনুষ্ঠানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসে খেলোয়াড় সংগঠকদের মিলন মেলা। যেখানে বক্সিংয়ে সেলিম হোসেন ও টেবিল টেনিসে রামহিম লিওন বম বর্ষসেরার পুরস্কার জেতেন। আর শ্যুটিংয়ে সেরার স্বীকৃতি পেয়ে, আন্তর্জাতিক পদক বন্ধ্যাত্ব ঘোচানোর প্রত্যয় জানান কামরুন নাহার কলি। ১৯৯৯ সালে খেলোয়াড় হিসেবে বর্ষসেরার স্বীকৃতি পাওয়া ফুটবলার আলফাজ আহমেদ এবার মোহামেডানকে কোচিং করিয়ে আদায় করেছেন পুরস্কার। তবে তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব মেহেরপুরের ভারোত্তোলন কোচ মোয়াজ্জেম হোসেনকে স্বীকৃতি অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছে।
২২ এপ্রিল ২০২৪, ১০:৪৯

‘মিস আমেরিকা’ খেতাব জিতলেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা
‘মিস আমেরিকা ২০২৪’ মুকুট জিতেছেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা ম্যাডিসন মার্শ। রোববার (১৩ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসেছিল সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।     আর সেখানেই সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর ২২ বছর বয়সী এই সেকেন্ড লেফটেন্যান্ট।  সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।  জানা গেছে, ম্যাডিসন মার্শ পেশায় মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। একইসঙ্গে হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামে মাস্টার্সেও পড়াশোনা করছেন তিনি।  ‘মিস আমেরিকা’ খেতাব জয়ের পর মার্কিন বিমান বাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, ‘আমাদের এয়ারয়ারম্যান দ্বিতীয় লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন, যিনি সবেমাত্র ‘মিস আমেরিকা ২০২৪’ মুকুট জিতেছেন! প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি এই শিরোপা জিতেছেন মার্শ।  কলম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস আমেরিকা ২০২৪’ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন মার্শ।    প্রতিযোগিতায় এদিন প্রথম রানার আপ হয়েছেন এলি ব্রেউক্স, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালোরি হাডসন এবং চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলিন প্যারেন্ট।   মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যান।    খেতাব জয়ের পর মার্শ বলেন, আপনি চাইলে যেকোনও কিছুই অর্জন করতে পারেন। আকাশও আপনার সীমা নয় এবং আপনিই কেবল আপনাকে থামাতে পারেন। প্রসঙ্গত, গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন। তিনি ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি স্নাতক হন। সূত্র : এনডিটিভি  
১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়