• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
জয়কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ শাকিবের পরিবারের
শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়কে বিদেশ পাঠাচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা জুটি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, শাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে। সময় যত ঘনিয়ে আসছে, বুকটা কেমন জানি ভারি হয়ে যাচ্ছে। বলে বোঝানো যাবে না। তবে সাবেক এই তারকা দম্পতি তাদের ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন, তা আপাতত গোপন রেখেছেন অপু। শাকিব-অপুর ছেলে জয়ের বয়স এখন মাত্র ৮ বছর। এই বয়সেই তাকে একা বিদেশ পাঠানো হবে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, না না আমি ওকে একা রাখব না। আমি বাবা-মা, আমরা ফ্যামেলির সবাই মিলেমিশে থাকা হবে। জয় শুধু আমার জীবনেই গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ। ভিডিও সাক্ষাৎকারে অপু আরও বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি, তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিকমাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে। সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাইহোক, সব কিছু মিলে বছরটি সাজিয়েছি। এদিকে অপু জানান,  সন্তানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্তে মন খারাপ হয়েছিল শাকিবের পরিবারের। তবে তাদের বুঝিয়ে রাজি করাতে সক্ষম হয়েছেন নায়িকা। 
১৬ এপ্রিল ২০২৪, ১৭:১৮

রান্না খারাপ হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিলেন স্বামী
পাকিস্তানের লাহোরে মুরগির মাংস রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিয়েছেন এক স্বামী। গত ৩০ মার্চ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর আগে, গত ৯ মার্চ ঘটনাটি ঘটে।  জানা গেছে, গত ৯ মার্চ পাকিস্তানের লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছে মরিয়ম নামের ওই গৃহবধূর সঙ্গে এ ঘটনা ঘটে।  মুরগির মাংস ঠিকমতো রান্না না করতে পারায় শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে মারধর করে, আর জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন তার স্বামী। পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘটনার নিন্দা করেছেন। সেই সঙ্গে ভুক্তভোগীর স্বামীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় পুলিশ মামলা করে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে। ভাইরাল হওয়া সিসি ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি গলি দিয়ে পথচারীদের সামনে হঠাৎই একজন নারী একটি ভবনের ওপর থেকে নিচের রাস্তায় পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই মহিলা। ওই নারী রাস্তায় পড়ে যাওয়ার পর প্রতিবেশীরা তাকে সাহায্য করতে এগিয়ে যান। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত।  Shocking incident from Lahore Pakistan: A woman was thrown out of a window by her husband Shahbaz, brother-in-law Roman, and mother-in-law Shazia, for not spicing the chicken properly. Incident is from March 9, 2024. One of the main accused was arrested.https://t.co/CyXeOIt1KL pic.twitter.com/YAIvnT3QL1 — Diksha Kandpal (@DikshaKandpal8) March 30, 2024
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪০

‘আমিও একইভাবে ছবি তুলে খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করব’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিত তিনি। কথা বলতে যেন কাউকেই পরোয়া করেন না এই অভিনেত্রী। প্রায় সময়ই নানান বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন স্বস্তিকা। সম্প্রতি একটি ছবির প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন স্বস্তিকা। শুধু তাই নয়, ছবিটির মতো করে নিজের একটি ছবি তুলেও খারাপ মেয়েদেরকে উৎসর্গ করার কথাও জানান তিনি।     ছবিটি শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছে— ‘দারুণ হয়েছে। আমিও এরকম একটা ছবি তুলব, ল্যামপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরা জানত। আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও।’   সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেওয়া মাত্রই পাঁচ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে স্বস্তিকার কমেন্টসবক্সে। অভিনেত্রীর মতো তারাও প্রশংসা করেছে ছবিটির।     বরাবরই স্বাধীনচেতা মানুষ স্বস্তিকা। যে কোনো বিষয় নিয়েই খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি। এমনকি অন্যায়ের বিরুদ্ধেও কথা বলতে পিছপা হন না এই অভিনেত্রী।    
২২ মার্চ ২০২৪, ১৩:২৭

মাথায় পিস্তল ধরলেও রাকিবকে নিয়ে খারাপ কিছু বলব না : মাহি (ভিডিও)
বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। দ্বিতীয় বিয়ের পর স্বামী ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তার দিন। কিন্তু সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এরপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন মাহি-রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। তবে রাকিব বিস্ফোরক মন্তব্য করলেও স্বামীকে নিয়ে খারাপ কিছু বলতে পারবেন বলে সম্প্রতি জানিয়েছেন মাহি।    মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হয়ে নিজের ব্যক্তিগত বিষয়ে নানান কথা বলেন মাহি। এ সময় চিত্রনায়িকা জানান, তার পেটের মধ্যে বোমা মারলেও, মাথায় পিস্তল ধরলেও রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। পাশাপাশি সিনেমা থেকে দূরে সরে আসার কারণও প্রকাশ করেছেন তিনি।  মাহি বলেন, রাকিব আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে অনেক ভালোবেসেছি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি— কারণ তিনি সেটা পছন্দ করতেন না। সে আমাকে কখনও বলেনি যে তুমি সিনেমা করতে পারবে না। কিন্তু আমার মনে হয়েছে যে ওর সিনেমা পছন্দ না। আমি এজন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।  রাকিবকে এখনও সম্মান করেন জানিয়ে তিনি বলেন, রাকিব ফেসবুকে কি লিখল, কি লিখল না সেটা আমার কিছু যায় আসে না। আমি ‘ডন্ট কেয়ার’। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কি প্রবলেম। বিয়ে হলেই দুজনের সমস্যাগুলো বোঝা যায়। ভিডিওবার্তায় সাংবাদিক ও ভক্তদের উদ্দেশে চিত্রনায়িকা বলেন, আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি। কোনো সিনেমা দেখলে ডায়ালগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি। সেজন্য আমার মন খারাপ এমন নয়। তবে হ্যাঁ, দীর্ঘদিনের এক সম্পর্ক থেকে বের হয়ে এসেছি সেজন্য মন খারাপ। তবে এটা নিয়ে যেভাবে নিউজ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি দ্বারে দ্বারে ঘুরতেছি। না, আমার কাউকে লাগবে না। আমার ফারিশ আছে। আমি তাকে নিয়েই ভালো আছি। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।  
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৫

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা 
চাঁপাইনবাবগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৬) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা-সেতু পাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  তাসভির মহিম (১৭) নামের ওই পরীক্ষার্থী ঝিলিম ইউনিয়নের ইব্রাহিম হকের ছেলে। এলাকাবাসী জানান, তাসভির মহিম আমনুরা কশিম উদ্দিন মিয়া (কে এম) উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসএসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) রুটিন অনুযায়ী তার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু তার ভাষ্য পরীক্ষা আশানুরূপ ভালো হয়নি। এজন্য ওই রাতেই নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তাসভির। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

‘যুগে যুগে ইবলিশের অনুসারী খারাপ জ্বীনেরা মানুষকে অপহরণ করেছে’
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘আরারাত’। দর্শকদের বেশ প্রশংসা পাচ্ছে কাজটি। রোমান্টিক থ্রিলার ঘরানার এ কনটেন্ট নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এদিকে সামাজিক মাধ্যমে ওয়েব সিরিজটির প্রচারণা চালাচ্ছেন মেহজাবীন। নিজের ফেসবুকে ‘আরারাত’র একটি ক্লিপ প্রকাশ করেছেন মেহজাবীন। সঙ্গে লিখেছেন, যুগে যুগে ইবলিশের অনুসারী খারাপ জ্বীনেরা মানুষকে অপহরণ করেছে; মুসলিম জাহানের খলিফা ওমরের শাসনকালে এক ব্যক্তির উল্লেখ আছে যাকে খারাপ জ্বীন অপহরণ করেছিল। যে কাজ সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি অপছন্দ করে সেটাই ইবলিশ সবচেয়ে বেশি পছন্দ করে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫

আজ বিশ্বের সবচেয়ে খারাপ বাতাস ঢাকার
বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে আজ উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩১১। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। আরও পড়ুন : শীতে কাঁপছে কুড়িগ্রাম   দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের স্কোর হচ্ছে ২৫১ অর্থাৎ এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের স্কোর ২১৫ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আরও পড়ুন : বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, মাঘের শীতে কাবু মানুষ   বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
১৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৮

‘ড. ইউনূসের সাজায় বিদেশিদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না’
পররাষ্ট্রমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিচার আইন অনুযায়ী হয়েছে। এতে কোনও দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে। আদালতে আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ তিনি পেয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির পাড়ে প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ। তিনি শান্তিতে নোবেল পুরস্কারজয়ী। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু সম্মানিত লোক আছেন, যারা ক্রাইম করেন। তারা শাস্তিও পান। ড. ইউনূস অপরাধ করেছেন। আমি যেটা জানি, তিনি শ্রমিকদের টাকা দেননি। তাদের ঠকিয়েছেন। সেজন্য শাস্তি পেয়েছেন। এটি আদালতের ব্যাপার। আইন অনুযায়ী তার বিচার হয়েছে।  তিনি আরও বলেন, শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান করি। পৃথিবীতে অনেক নোবেলজয়ী অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এজন্য তাদেরও শাস্তি হয়েছে। এতে কোনও দেশের সঙ্গে কোনও দেশের সম্পর্ক নষ্ট হয়নি। কারণ প্রত্যেক দেশই আইনকে শ্রদ্ধা করে। ফলে ড. ইউনূসের সাজা হওয়ায় আমাদেরও কোনও সমস্যা হবে না। নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, না আপনারা দেখেন যে, বিবিসি বিভিন্ন রকম প্রতিবেদন দেয়; প্রায়ই তারা দেয়। তারা বলল, বাংলাদেশে কোভিডের কারণে ৫ থেকে ১০ কোটি লোক মারা যাবে। এত লোক মারা যায়নি। ওরা একটা বলার জন্য দেয়, এটা মিডিয়া। আপনার মিডিয়ার লোক, মিডিয়া অনেক সময় রকমারি কিছু বলেন, যাতে আকর্ষণ হয়। বাংলাদেশের এই নির্বাচনটা অনেকেই নিয়ে আলোচিত করছে। আপনারাও রকমারি কিছু একটা দিয়েন। আমার মনে হয় না কোনো রিপোর্টের ভিত্তিত্বে কোনো সরকার সিদ্ধান্ত নিবে। আমাদের সব দেশের সঙ্গেই সুর্ম্পক রয়েছে, এ ক্ষেত্রে একটা দুটো রিপোর্ট নিয়ে আমরা। 
০৩ জানুয়ারি ২০২৪, ০২:৫১

কোনো খারাপ লোকের হাতে সেনবাগ তুলে দেবেন না : মোরশেদ আলম
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, আপনাদের দোহাই সেনবাগকে কোনো খারাপ লোকের হাতে তুলে দেবেন না।  সোমবার (১ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাটে মনা কোম্পানির বাড়িতে মহিলা সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় নারী ভোটাররা উপস্থিত ছিলেন। আবারও নির্বাচিত হলে কেবল উন্নয়ন নয়, সেনবাগের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখার কথা জানান তিনি। বলেন, ১০ বছর এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তি বজায় রাখতে চেষ্টা করেছেন। তৃতীয় বার সুযোগ পেলে সেই ধারা অব্যাহত রেখে সেনবাগকে সারাদেশের মধ্যে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। সেনবাগের প্রতিটি মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান মোরশেদ আলম। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ গোলাম কবির, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন মাহমুদ, বিজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন মনা কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন, জসিম উদ্দিন, আমেরিকান প্রবাসী জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়