• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিমুল
শোবিজের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুল। ক্যারিয়ারে অসংখ্য টেলিফিল্ম, নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী নাদিয়া আহমেদের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন এই অভিনেতা। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাদের সেই সংসার। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই সংসার জীবনের ইতি টানেন নাদিয়া-শিমুল।   পরবর্তীতে অভিনেতা নাঈম আহমেদকে বিয়ে করে পুনোরায় ঘর বাঁধেন নাদিয়া। বর্তমানে বেশ সুখেই আছেন তারা। নাদিয়া নতুন নীড়ের খোঁজ পেলেও শিমুল এখনও একাই রয়ে গেছেন। আগের মতো অভিনয়েও খুব একটা দেখা যায় না তাকে। এবার বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন শিমুল।   সম্প্রতি দেশের এক গণমাধ্যমে ব্যক্তিগত জীবন, বিয়ে-বিচ্ছেদ, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানান বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেতা।  এ সময় বিয়ে করছেন কবে? এমন প্রশ্নের জবাবে শিমুল বলেন, কখনোই বিয়ে করতে চাইনি। তবে সময়ের প্রয়োজনে বিয়ে করলাম। ভাবলাম জীবনটা সাজাবো। কেউ তো  ডিভোর্স চায় না। কিন্তু ডিভোর্স হয়ে গেল। বিয়ে যখন করব না বলেছিলাম, তখন আমার অনেক বড় বড় প্রজেক্ট ছিল, তখন আমি এগুলোর মধ্যে আবার ফিরে এলাম।   অভিনেতা আরও বলেন, বিয়ে হয়তো করব। কাউকে পছন্দ হয়ে গেলে, তার সঙ্গে বাকি জীবনটা হয়তো কাটাতে পারি। না হলে আমি এতগুলো প্রজেক্ট করেছি যে এদের সঙ্গে আমার জীবন কেটে যাবে। আমার বন্ধুদের একটি এতিমখানা আছে, চিন্তা করলাম, একজন বাচ্চাকে বড় না করে বেশ কিছু বাচ্চাকে বড় করি। আমি সব সময়ই অনেক আনন্দে থাকি, সৎ থাকি।  ডিভোর্স প্রসঙ্গে শিমুল বলেন, একটা বড় হুমকি ছিল, ডিভোর্সটা হয়ে গেলে মানুষ কী বলবে? কিছুই হয় না আসলে, এর চেয়েও খারাপ খারাপ জিনিস হয়। আমি জীবনে কোনো দিন ফাঁকি দিইনি। আমার সামনে থেকে কোনো প্রাণী-মানুষ অভুক্ত যায়নি।  অভিনয়ে অনিয়মিত থাকার ব্যাপারে তিনি বলেন, আগে ছিল বেগ, এখন হচ্ছে আবেগ। সব সময়ই বেছে বেছে কাজ করেছি আমি। টাকার জন্য কখনোই কাজ করিনি। আমরা ভালোবেসে কাজ করতাম। তবে এখন সময়টা পাল্টেছে। ভালো কাজের জন্য পরিবেশটাও জরুরি। ক্ষমতা, অর্থ থেকে শিল্পীদের একটু দূরে থাকাই উচিত। সিনেমা পরিচালনা নিয়ে শিমুল বলেন, সিনেমা বানানোর  পরিকল্পনা তো রয়েছেই।  সেই স্বপ্ন ২০ থেকে ২৫ বছরের। প্রাথমিক কাজ শুরু করেছি। মরে যাওয়ার আগে অন্তত একটা-দুটো-তিনটে সিনেমা বানাব।   
৫ ঘণ্টা আগে

তারকাদের গোপনে বিয়ে করানো প্রসঙ্গে যা বললেন তুষার খান
টিভি নাটকের জনপ্রিয় মুখ তুষার খান। চার দশকের বেশি সময় ধরে যেমন মঞ্চ, তেমনি টেলিভিশন নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয় তিনি। সালমান শাহ অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় আসেন এই অভিনেতা। নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন। বলছি দর্শকপ্রিয় অভিনেতা তুষার খানের কথা। অভিনেতার পাশাপাশি তুষার খানের আরও একটি পরিচয় আছে। সম্প্রতি একটি টেলিভিশনে হাজির হয়েছিলেন তিনি, বলেছেন অনেক কিছু। প্রশ্ন করা হয়, শুনেছি আপনি টেলিভিশনের অনেককে বিয়ে করিয়েছেন। সেই গল্পটা জানতে চাই। কাকে কাকে বিয়ে করিয়েছেন—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তুষার খান বলেন, বৃন্দাবন-খুশি, আ খ ম হাসান, জয়রাজ, শামীম জামান, ফিল্মের একজন প্রডিউসার আছেন, উনি আমার কাজিন হন। বাইরে আরও বেশ কিছু এবং এটার অনেক মজার মজার ঘটনা আছে। এ নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তুষার খানের ভাষ্য, ‘না। একদিন হঠাৎ রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা দিকে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দেখলাম হাসান। বলল ভাই, মেয়ে তো পালিয়ে আসছে। তখন বললাম, ও পালিয়ে আসছে, নাকি তুই নিয়ে আসছস। রাত ১২টার সময় লালমাটিয়া কাজি অফিসের কাজি সাহেবকে ডেকে এনে বিয়ে দেওয়ালাম। তুষার খান আরও বলেন, শামীমের তো আরেক রকমের মজা। ওর আক্‌দ হওয়ার কথা। মেয়ে তুলে নিয়ে আসার কথা। তখন শামীমের শাশুড়ির সঙ্গে এত মজার মজার কথা হলো। বললাম খালা, মেয়েকে নিয়ে গেলাম। বলল, নাও। এমনকি শামীমের বউকে আমি নিয়ে এসেছিলাম। সেদিন ওর বউয়ের আসার কথা নয়। আরও অনেক মজার মজার কথা। সব কথা তো বলা যায় না। প্রসঙ্গত, ১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন তুষার। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হয় তার। মুহম্মদ হান্নানের পরিচালনায় সালমান শাহের সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে পরিচিত পান তুষার।
২২ ঘণ্টা আগে

জায়েদ খানকে নিয়ে যা জানালেন ডিপজল
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। সেখানে উঠে আসে জায়েদ খান প্রসঙ্গও। এ সময় ডিপজল বলেন, সমিতি থেকে যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের একজনকেও বাদ দেওয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।পাশাপাশি নেওয়া হবে আরও নতুন সদস্য। তিনি আরও বলেন, ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা আমার জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। সে একজন আর্টিস্ট। বিষয়টি নিয়ে আমরা সভায় কথা বলবো। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে যে সিদ্ধান্ত হয়, সেটা আমরা নেবো। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি ২ মার্চ (শনিবার) জায়েদ খানের সদস্যপদ বাতিল করে।  
২৩ ঘণ্টা আগে

যে কারণে থানায় যেতে হলো আমির খানকে
বর্তমানে সাধারণ মানুষের পাশাপাশি ডিপফেকের শিকার হচ্ছেন তারকারাও। ইতোমধ্যে রাশমিকা মন্দানা, ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন অভিনেত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাদেরকে।  শুধুমাত্র অভিনেত্রীরাই এই সমস্যায় পড়ছেন না, এবার ডিপফেকের শিকার হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। যদিও অভিনেতার কোনো অশালীন ভিডিও নয়, অন্য ধরনের ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও নজরে পড়তেই থানায় যান আমির। এদিকে আমির খানের অফিসের পক্ষ থেকে পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়।  জানা গেছে, আমিরের মুখ ব্যবহার করে একটি রাজনৈতিক দলের প্রচারের ভিডিও তৈরি করা হয়েছে। মূলত ডিপফেক প্রযুক্তি ব্যবহার করেই ওই ভিডিওতে আমিরের মুখ ব্যবহার করা হয়েছে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে আমির ‘জুমলা’র থেকে সতর্ক থাকতে বলছেন বলেই দেখা গেছে। অন্যদিকে আমিরের অফিসের দাবি, তার মুখ মর্ফ করে ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এমন কোনো প্রচারণার ভিডিও শুট করেননি তিনি।  শুধু থানায় অভিযোগ নয়, আমিরের অফিসের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। এতে জানানো হয়, ৩৫ বছরের বলিউড ক্যারিয়ারে আমির খান কখনও কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারণায় অংশ নেননি। আমিরের অফিস থেকে অভিযোগ পেতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (অন্যকে নকল করা), ৪২০ (প্রতারণা) সহ একাধিক ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।  সূত্র : টিভি নাইন
১৯ এপ্রিল ২০২৪, ১২:০৪

হঠাৎ গায়েব জোভান-মাহির ফ্যানপেজ
বর্তমানে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহি অভিনীত নাটক ‘রূপান্তর’। নাটকের মূল দুই চরিত্রে অভিনয় করেছেন তারা। নাটকটি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এসবের মাঝেই হঠাৎ উধাও হয়ে গেল জোভান-মাহির ফ্যানপেজ।   জানা গেছে, জোভানের ১৯ লাখ ও মাহির ২৪ লাখ ফলোয়ারের পেজ দুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি কেবল সমালোচনায় থেমে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে তুলোধোনার পাশাপাশি তাদের দুজনের ফ্যানপেজও গায়েব করে দেওয়া হয়েছে।    নাটক ‘রূপান্তর’র অভিনয়ের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জোভান। সেই সমালোচনার আঁচড় লেগেছে মাহির গায়েও! কারণ তিনিও এতে অভিনয় করেছেন। ফলে বাধ্য হয়ে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘রূপান্তর’ নাটকটি।  সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন জোভান। তিনি বলেন, আমি বুঝতে পারছি না, নাটকটি নিয়ে কেন এত সমালোচনা! নাটকটির ভিউ নব্বই হাজার হয়েছিল। কিন্তু বাকি মানুষ তো দেখেনি। আমার কাছে মনে হয় তারা নাটকটি না দেখেই সমালোচনা করছে। এ নিয়ে ঘোরের মধ্যে আছি আমি। বুঝতে পারছি না, ঠিক কী হচ্ছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য জোভানের বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়ার বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন এই অভিনেতা। জোভানের ভাষ্য, হতে পারে এটা উদ্দেশ্যপ্রণোদিত। কেননা সামগ্রিকভাবে কথা বলার থেকে ব্যক্তিগত আক্রমণই বেশি করা হচ্ছে। তিনি আরও বলেন, দর্শক যেহেতু পছন্দ করছে না, তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না। এরপর থেকে এসব করব না আর। একইসঙ্গে নেটিজেনদের উদ্দেশে জোভান বলেন, ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। সেখানে আমার সব কথা জানাব। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।  নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নাটক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নেটদুনিয়ায় বলা হচ্ছে— ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে ভালোভাবে না জেনেই মনগড়া কথা বলছেন নির্মাতা। অন্য একটি পক্ষের দাবি, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো নাটকটি। 
১৮ এপ্রিল ২০২৪, ১৬:০২

যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
বলিউড তারকারা খ্যাতি পাওয়ার পরই নিজেদের নিরাপত্তার জন্য দেহরক্ষী নিয়োগ দেন। বিশ্বস্ত ও অনুগত দেহরক্ষী থাকা যেন তাদের জন্য আশীর্বাদ। বলিউডের বড় বড় সব তারকারই বিশ্বস্ত দেহরক্ষী রয়েছে। যেমন— বলিউড অভিনেতা সালমান খানের দেহরক্ষী শেরা, অমিতাভ বচ্চনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডে, শাহরুখ খানের রবি সিং। জনপ্রিয় এ তারকাদের ছায়ার মতো অনুসরণ করেন দেহরক্ষীরা। অন্যদিকে তারকাদের বদৌলতে তাদের দেহরক্ষীরাও জনপ্রিয় হয়ে উঠেছেন। পাশাপাশি কুড়িয়েছেন অর্থ-সম্মানও।  ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। এই তারকা দম্পতিরও দেহরক্ষী রয়েছে। যার নাম প্রকাশ সিং সোনু। তবে কত টাকা বেতন পান সোনু?      ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, আনুশকা-বিরাটের বডিগার্ড সোনুর বার্ষিক বেতন ১ কোটি ২০ লাখ রুপি; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৭ লাখ টাকার বেশি।  তারকাদের দেহরক্ষীর বেতনের পরিমাণ জানার পর অনেকের চোখই কপালে উঠতে পারে। কারণ ভারতের অনেক প্রতিষ্ঠানের সিইও-এর বেতনের চেয়েও বেশি।  তবে বিরাটের সঙ্গে পরিচয়ের আগে থেকেই আনুশকার দেহরক্ষী হিসেবে কাজ করতেন সোনু। বিয়ের পর থেকে তাদের দুজনেরই দেহরক্ষী হিসেবে কাজ করছেন তিনি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন আনুশকা-বিরাট। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তানের মা হন আনুশকা। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা-বাবা হন তারা।  সূত্র : সিয়াসাত ডটকম   
১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৩

সালমানের জন্য অঝোরে কাঁদলেন রাখি সাওয়ান্ত (ভিডিও)
বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কাজের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ডেই বেশি খবরের শিরোনামে থাকেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবনে যতই ঝামেলা কিংবা সমালোচনা থাকুক না কেন, বলিউড অভিনেতা সালমান খানের বিপদের কথা শুনলেই অস্থিরতায় ভোগেন রাখি। কেননা বরাবরই সালমানকে ভাই বলে সম্বোধন করেন তিনি। এবার সালমানের জন্য অঝোরে কাঁদলেন রাখি সাওয়ান্ত।     জানা গেছে, গত ১৪ এপ্রিল সালমানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত। এদিন ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এ ঘটনা ঘটে। যদিও অভিযুক্তদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এই ঘটনায় অস্থির অবস্থা বিরাজ করছে বলিপাড়ায়। সালমানের বাড়িতে এই হামলার বিষয়টি প্রকাশ্যে আসতেই কেঁদে বুক ভাসালেন রাখি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। যেখানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতি সালমানকে না মেরে ফেলার অনুরোধ করে কাঁদতে দেখা যায় রাখিকে।  ভারতীয় গণমাধ্যমের ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিষ্ণোই গ্যাংয়ের কাছ হাত জোড় করে কাঁদছেন রাখি। এ সময় তিনি বলেন, তাকে ছেড়ে দিন। দয়া করে সালমান খানকে মারবেন না। তার এখনও পর্যন্ত নিজের সংসার হয়নি। সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ।  এর আগে, গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে। অভিনেতার পরিণতিও সিধু মুসেওয়ালার মতোই হবে, এমন বার্তাই লেখা ছিল সেই মেইলে। পরবর্তীতে মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬-২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় এফআইআর দায়ের করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন  সূত্র : পিংকভিলা  
১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৬

ডিগবাজি নিয়ে যা বললেন জায়েদ খান (ভিডিও)
জায়েদ খান। ঢাকাই সিনেমার বহুল আলোচিত-সমালোচিত এক অভিনেতা। ঈদের চতুর্থ দিন অতিথি হয়ে তিনি এসেছিলেন আরটিভির টক শো ‘ঈদ কার্ণিভাল’-এ । সেখানে এই অভিনেতা কথা বলেছেন ডিগবাজি নিয়ে। জায়েদ খান বলেন, বিষয়টি আমি এনজয় করি। সিগনেচার স্টেপ। পৃথিবীর বিভিন্ন দেশে শো করতে গিয়েছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। তিনি আরও বলেন, একটা জায়গায় ভুল করে একটা স্টেপ ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে। এবারের ঈদে জায়েদ খান  অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ অভিনয় করেছেন।
১৬ এপ্রিল ২০২৪, ২০:০৭

সালমান খানের বাড়ির সামনে গুলি, যা জানালেন তার ভাই
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত। রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এ ঘটনা ঘটে। তারপর থেকে নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। জোরদার করে ভাইজানের বাড়ির নিরাপত্তা।  তবে বিষয়টি নিয়ে সালমান খান এখনও কোনো মন্তব্য না করলেও এবার তার পরিবারের হয়ে সোমবার (১৫ এপ্রিল) মুখ খুললেন তার ভাই আরবাজ খান।  ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে আরবাজ লিখেছেন, ‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এ ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ঘটনায় আমাদের পরিবার বিস্ময়াহত। দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ দাবি করে মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।’  একইসাথে ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘যারা দাবি করছেন তাদের পরিবার বিষয়টাকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়।’ পাশাপাশি  তাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত  সংবাদমাধ্যমকে কোনো বিবৃতি দেওয়া হয়নি বলেও তিনি লেখেন। সাথে এও উল্লেখ করেন, ‘পরিবারের সদস্যরা আপাতত পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন। আর তাদের সুরক্ষার বিষয়ে ভরসা রাখছেন পুলিশের ওপর। ’ ইনস্টগ্রামের ওই পোস্ট পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানান আরবাজ খান। 
১৬ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

জয়কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ শাকিবের পরিবারের
শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়কে বিদেশ পাঠাচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা জুটি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, শাকিব ও আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছরই পড়াশোনার জন্য জয় বিদেশে যাবে। সময় যত ঘনিয়ে আসছে, বুকটা কেমন জানি ভারি হয়ে যাচ্ছে। বলে বোঝানো যাবে না। তবে সাবেক এই তারকা দম্পতি তাদের ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন, তা আপাতত গোপন রেখেছেন অপু। শাকিব-অপুর ছেলে জয়ের বয়স এখন মাত্র ৮ বছর। এই বয়সেই তাকে একা বিদেশ পাঠানো হবে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, না না আমি ওকে একা রাখব না। আমি বাবা-মা, আমরা ফ্যামেলির সবাই মিলেমিশে থাকা হবে। জয় শুধু আমার জীবনেই গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ। ভিডিও সাক্ষাৎকারে অপু আরও বলেন, যখন আমি আমার জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি, তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সেই সঙ্গে এখন সামাজিকমাধ্যম যতটা উপকারী আমার মনে হয় তার থেকে বেশি ক্ষতিকর। মানুষ অনেক কথাই বলবে। সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি। যাইহোক, সব কিছু মিলে বছরটি সাজিয়েছি। এদিকে অপু জানান,  সন্তানকে বিদেশ পাঠানোর সিদ্ধান্তে মন খারাপ হয়েছিল শাকিবের পরিবারের। তবে তাদের বুঝিয়ে রাজি করাতে সক্ষম হয়েছেন নায়িকা। 
১৬ এপ্রিল ২০২৪, ১৭:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়