• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
কোম্পানীগঞ্জে খাদে পড়ে শিশুর মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে একটি খাদে পড়ে ২ বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম ইব্রাহিম আলী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়নের পূর্বপাড়া কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশু ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাজল সিংহ বলেন, ইব্রাহিমের মা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় সে বাইরে খেলতে গিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের খাদে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ। তিনি জানান, বাড়ির পাশের একটি খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
০৫ এপ্রিল ২০২৪, ১১:১৪

সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে প্রাণ আরএফএল কোম্পানির পণ্য পরিবহনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে এক মাহেন্দ্রচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় ভ্যালির কংলাক পাহাড়ে যাওয়ার সময় পণ্যবাহী মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে চালক নিহত হন। তার নাম মো. চাঁন মিয়া। চাঁন মিয়া খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার উত্তর রশিদনগর এলাকার বাসিন্দা৷  প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে প্রাণ আরএফএল কোম্পানির ডিলারের মালামাল নিয়ে রুইলুই পাড়া হতে কংলাক পাড়ায় যাওয়ার পথে খাস্রাং রিসোর্টের সামনে পাহাড় ওঠার সময় মালামাল ভর্তি মাহেন্দ্র গাড়ি ব্রেক ফেল করে পাহাড়ের নিচে প্রায় ১০০ ফুট খাদে পড়ে যায়। এ সময় চালক মারা যান। তবে গাড়িতে থাকা আরও দুজন খাদে পড়ার আগেই লাফ দিয়ে নেমে গেলে সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে ঘটনাস্থলে সাজেক থানা পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের নিয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সাজেক ভ্যালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনাটি বেলা সাড়ে ১২টার দিকে ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাজেক থানায় পাঠাই। সেখান থেকে দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং গাড়িটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে সাজেক থানার ওসি আবুল হাসান খান জানান, খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক ভ্যালিতে যাওয়ার পথে খাস্রাং রিসোর্টের সামনে উঁচুটিলা উঠার সময় মাহেন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চাঁন মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২৯ মার্চ ২০২৪, ১৯:৩৪

নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।  শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক বলে জানা গেছে। হাইওয়ে ধরে শ্রীনগরে যাচ্ছিলেন তারা। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং গাড়িটি রামবান জেলার ব্যাটারি চেশমা​নামক স্থানে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এনডিটিভি বলছে, নিহতরা অভিবাসী শ্রমিক এবং তারা শ্রীনগরের দিকে যাচ্ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে মৃতদেহ উদ্ধারের জন্য কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি পুলিশও সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে।
২৯ মার্চ ২০২৪, ১৬:৪৩

সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
দক্ষিণ আফ্রিকায় সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ১৬৫ ফুট গভীর খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। ৪৫ জনের প্রাণহানি হয়েছে এতে। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিশু। খবর বিবিসির।  শুক্রবার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) গভীর খাদে পড়ে যাওয়ার পর ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য বৃহস্পতিবারের এ ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুকে একমাত্র জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে। জোহানেসবার্গের প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলটি। দুর্ঘটনার শিকার সবাই ছিলেন তীর্থযাত্রী এবং তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিলেন।  জানা গেছে, বাসটি পথিমধ্যে জোহানেসবার্গের প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) উত্তরে মোকোপানে এবং মার্কেনের মধ্যে অবস্থিত মামামতলাকালা পর্বত গিরিপথের একটি সেতু পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ অবস্থায় সেতুর ব্যারিয়ারে ধাক্কা দিয়ে ছিটকে ১৬৫ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। খাদে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায় বাসটিতে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা। একই সঙ্গে মর্মান্তিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহ ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণ তদন্ত করবে। এ সময় ইস্টার উইকএন্ড উপলক্ষে রাস্তায় মানুষের ভিড় বৃদ্ধি পাওয়ায় আরও বেশি সতর্কতার সঙ্গে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন মন্ত্রী।
২৯ মার্চ ২০২৪, ১২:৩১

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের অশোকাঠি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে এবং কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
২২ মার্চ ২০২৪, ০৯:৫৭

লাশবাহী প্রাইভেটকার খাদে, পুলিশসহ আহত ৭
ঝালকাঠিতে সড়কে থেমে থাকা কাভার্ডভ্যান অতিক্রমকালে সবজির ভ্যানের সঙ্গে লাশবাহী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।  শনিবার (২ মার্চ) দুপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে করে এক মৃত নবজাতক শিশুকে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছিলেন স্বজনরা। ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় আসলে সড়কে থেমে থাকা একটি কাভার্ডভ্যান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা সবজি বহনকারী একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানগাড়িটি ছিটকে যায় এবং প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একটি বাড়ির সীমানা প্রাচীরে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য আমিনুল ইসলাম এবং দুটি গাড়ির চালক ও যাত্রীসহ আহত হন ৭ জন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাভার্ডভ্যানসহ তার চালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০২ মার্চ ২০২৪, ১৬:১৬

মুন্সীগঞ্জে ৩০ যাত্রী নিয়ে বাস খাদে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহতরা হলেন শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক অবস্থায় বাকিদের নাম জানা যায়নি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেকে নেমে যেতে পেরেছেন।চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভিতরে কোনো যাত্রী পাওয়া যায়নি।  জানা গেছে, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ ১৫-৯৬৬১) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন। কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। এই গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান। পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজিরবাগ বনভিটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ২০
দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের মথুরাপুর গ্রামের জবাইদুর রহমানের স্ত্রী আকলিমা আকতার (৪২), একই এলাকার বেগুনবাড়ী গ্রামের মহেনের ছেলে শংক উদীপ (৭০), রানীগঞ্জ গ্রামের মঙ্গলের স্ত্রী পুতুল (২৮), পঞ্চগড় জেলার হালুয়াপাড়া গ্রামের মাহাবুবের কন্যা মিনতি (৩০), একই এলাকার সোনারবাগ গ্রামের মো. আমজাদের কন্যা হাবিবা (১০), দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার মৃত দানেশ আলীর ছেলে নজরুল ইসলাম (৫৬), একই এলাকার বাঁশেরহাট গ্রামের মো. শামসুল (৩৫), খানসামা উপজেলার বাসিন্দা গোলাপী (২০), লিপি (৫০), আমেনা (১৩), বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের লামিয়া আকতার (১০), সামিয়া আকতারসহ (৭০) ২০জন আহত হন। বীরগঞ্জ থানার এসআই মিস্টার আলী জানান, বিকেলে তহমিনা পরিবহনের একটি বাস (সিলেট-জ ১১-০২৯১) ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. অমৃত সরকার জানান, এখন পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৩

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  রোববার (২১ জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।  আহতরা হলেন হোসেনপুর উপজেলার একে মোস্তাকিম আরেফীন (২৬), হাবিবুর রহমান (৪০), কুলসুম (৫০), পাকুন্দিয়া উপজেলার আলম মিয়া (৪০), নান্দাইল উপজেলার আসন মিয়া (৫০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার শাহজাহান সিরাজ (৪০)। এর মধ্যে মোস্তাকিম আরেফীন, আলম ও আসন মিয়া গুরুতর আহত হয়েছেন।  পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফারুক প্রধান বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পাকুন্দিয়া থানার এস আই মো. নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পেরেছি বাসে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
২১ জানুয়ারি ২০২৪, ২০:০৮

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে : নিহতদের একজন ঢাবি শিক্ষার্থী
বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি পাহাড়ের খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।  শনিবার (২০ জানুয়ারি) রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে এ দুর্ঘটনা ঘটে।   আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতরা সবাই নারী। ‘ভ্রমণ কন্যা’ নামের একটি সংগঠনের হয়ে তারা কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।  তিনি জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে পর্যটক ছিলেন ১৩ জন। দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুজনের মধ্যে ফিরোজা বেগম (৫৩) প্রথম আলোর সহসম্পাদক সজীব মিয়ার শাশুড়ি। অন্যজন জয়নাব খাতুন (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী। আহতরা হলেন রাফান (১২), উষসী নাগ (১৫) ও  জবা রায় নাগ (৪৫), মাহফুজা ইসলাম (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজিম তালুকদার (১৯), তাননিম, রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।  তিনি জানান, হতাহতদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন। গাড়ির চালক পলাতক রয়েছেন। পর্যটকদের গাইড মুনথাং বম জানান, ‘ভ্রমণ কন্যা’ নামের এই পর্যটক দলটি ক্রেওক্রাডং দেখে ফিরছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে উল্টে যায়। হতাহতদের প্রথমে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. আব্দুল্লাহ আল হাছান বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের সহযোগিতায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ জানুয়ারি ২০২৪, ২২:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়