• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে।  সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে খনন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রকল্পটির নামকরণ করা হয়েছে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স সূত্র বলছে, দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরও গতিশীল করতে বাড়তি গ্যাস প্রয়োজন। এ প্রতিপাদ্যে মানুষের চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। ২০২৫ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।  সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার সকাল থেকে দুই শতাধিক খনন প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এ কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন। খনন কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কূপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী ১২০ দিন চলবে এ খননের কাজ। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কূপ খননের জন্য ‘ড্রিলিং রিগ’ স্থাপনের কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে মাটির নিচে ৩ হাজার ২০০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কূপের ৪টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করছি আমরা।  তিনি আরও বলেন, খনন কার্যক্রম শেষ হলে প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করার সুযোগ রয়েছে। যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে।
৭ ঘণ্টা আগে

পুকুর খনন করতে গিয়ে মিলল মহামূল্যবান বিষ্ণু মূর্তি
দিনাজপুরের বিরলে পুকুর খনন করতে গিয়ে এক মহামূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের এক পুকুর থেকে এ মূর্তিটি পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আজিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী। ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বলেন, গত বুধবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় এ মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে মূর্তিটি আসাদুল ইসলাম তার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে বিরল থানা-পুলিশ প্রায় ২ কোটি টাকা মূল্যের মূর্তিটি উদ্ধার করে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়