• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
রমজানে ক্লাস, অফিস ও বাসের সময়সূচি পরিবর্তন করল কুবি
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস, অফিস ও বাসের সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী এবং পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বিষয়গুলো নিশ্চিত করেন। সোমবার (১১ মার্চ) রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমজান মাসে ক্লাস সময়সূচি থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস কার্যক্রম থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া প্রতিদিন ক্লাস ও অফিস চলাকালীন নামাজের বিরতি থাকবে দুপুর ১টা পনেরো মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত। একই দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে নতুন বাসের সময়সূচি প্রদান করা হয়। যেখানে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা ১৫ মিনিটে একটি নীল বাস ও ৮টি লাল বাস, সকাল ১০টায় ৪টি নীল বাস ও ৬টি লাল বাস শহরের পূর্ব নির্ধারিত রুট থেকে ক্যাম্পাসে ছেড়ে আসবে। পরবর্তীতে সকাল ১১টা ৪৫ মিনিটে ৬টি লাল বাস, দুপুর ১টা ৪৫ মিনিটে পাঁচটি নীল বাস ও সাতটি লাল বাস, বিকাল ৩টা ৩০ মিনিটে সাতটি নীল বাস ও আটটি লাল বাস ক্যাম্পাস থেকে পূর্ব নির্ধারিত রুটে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিকাল ৫টায় শহরের টমছমব্রীজ রুটে তিনটি ও পুলিশ লাইন রুটে তিনটিসহ মোট ছয়টি নীল বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
১২ মার্চ ২০২৪, ১৫:০৫

রমজানে মাদরাসার ছুটির তালিকা সংশোধন, ক্লাস চলবে যতদিন
রমজান উপলক্ষে ৭ মার্চ থেকে মাদরাসায় ছুটি শুরুর কথা থাকলেও তা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন বলা হয়, ২০২৪ সালের মাদরাসার ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো। এরপর মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকেও ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সব মাদরাসায় শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এর আগে, চলতি বছরের বাৎসরিক ছুটির প্রকাশিত তালিকায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রাখা হয়েছিল। পরে গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় রোজায় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে রোজার প্রথম ১০ দিন এবং কলেজগুলো ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশ রমজান শুরু হতে পারে।
০৫ মার্চ ২০২৪, ১৬:৪৬

ছাত্রকে গুলি : টেবিলে পিস্তল রেখে ক্লাস নিতেন সেই শিক্ষক
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই শিক্ষকের পিস্তলটি অবৈধ ছিল, তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শিক্ষার্থীদের ভাষ্য, তিনি টেবিলে পিস্তল রেখে ক্লাস নিতেন। সোমবার (৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এদিন সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে অস্ত্র রাখায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। মামলায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উল্লেখ করেন, আমার ছেলে আরাফাত আমিন তমাল (২২), শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জে ৩য় বর্ষে অধ্যয়নরত আছে। অন্য ৩য় বর্ষের আইটেম পরীক্ষা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমী ভবনের ৪র্থ তলায় ডা. সামাউন নূরের কক্ষে অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আমার ছেলের বন্ধু আক্তারুজ্জামান বিকেল ৪টার দিকে ফোন করে বলে, আপনি দ্রুত সিরাজগঞ্জ চলে আসেন। আমার ছেলে আরাফাত আমিন তমাল হাসপাতালে ভর্তি আছে। আমি তাৎক্ষণিক বগুড়া থেকে রওনা হয়ে সিরাজগঞ্জ এসে আমার ছেলেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সংকটাপন্ন অবস্থায় দেখি। ঘটনার বিষয়ে জানতে চাইলে আমার ছেলে আরাফাত আমিন তমালের ক্লাসমেটসহ তার অনেক সহপাঠী জানান, আসামি কমিউনিটি মেডিসিন বিভাগের লেকচারার। তিনি সর্বদা শিক্ষকদের সঙ্গে রূঢ় আচরণ করেন। তিনি সবসময় ব্যাগে অস্ত্র ও ছোরা নিয়ে ক্লাসে এসে অস্ত্র টেবিলের ওপর রেখে ক্লাসে লেকচার দিতেন। ছাত্রছাত্রীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসে না আসতে বললে তিনি তাদের ভয়ভীতি ও গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আজ পরীক্ষা চলাকালে বিকেল ৩টার দিকে আসামি হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্রছাত্রীদের অহেতুক বকাবকি করেন। বকাবকির একপর্যায়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে আমার ছেলেকে হত্যার করার উদ্দেশ্যে গুলি করলে গুলিটি আমার ছেলের ডান পায়ের উরুর উপরের অংশ লেগে গুরুতর জখম করে। তিনি আরও উল্লেখ করেন, সহপাঠীরা আমার ছেলেকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যেতে চাইলে আসামি অস্ত্র উঁচু করে সবাইকে ভয় দেখিয়ে বলে, তোরা যদি ওকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যাস তাহলে তোদের সবাইকে গুলি করে মেরে ফেলব। তাৎক্ষণিকভাবে পরীক্ষা চলাকালে আমার ছেলের বন্ধুরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে সিরাজগঞ্জ থানা পুলিশ, ডিবি ঘটনাস্থলে গিয়ে আসামিকে অস্ত্রসহ থানায় নিয়ে যায়। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিচার ও কলেজ থেকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।  শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ডা. রায়হান শরিফ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ডা. রায়হান শরিফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার সত্ত্বেও ফরেনসিক বিভাগে ক্লাস নিয়ে থাকেন। এ ছাড়া ক্লাস চলাকালীন ছাড়াও প্রায় সময়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন।’ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন আহমেদ শুভ বলেন, ‘আমাদের ভয় দেখানোর জন্য তিনি পিস্তল নিয়ে ক্লাসে আসতেন। কলেজে যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকে দেখতাম তিনি ক্লাসরুমে পিস্তল নিয়ে ঢুকতেন এবং টেবিলের ওপর পিস্তল ও গুলি রেখে দিতেন। শুধু তাই নয়, ছাত্রীদের তিনি কুপ্রস্তাব দিতেন। ছাত্রীদের মোবাইলে মেসেজ দিতেন তার কাছে আসার জন্য।’  তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক জাহান রিজা বলেন, ‘কোনো কারণ নেই। তিনি যখন ক্লাস নিতে আসেন প্রথমেই ব্যাগ থেকে পিস্তল ও ধারালো ছুরি বের করে টেবিলের ওপর রাখতেন। তারপর পিস্তলে গুলি লোড করে আমাদের দিকে তাক করে রাখেন। এমনটাই তিনি সব সময় করে থাকেন। অনেক আগে থেকেই তমালকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিলেন শিক্ষক রায়হান। এ ছাড়া নারী শিক্ষার্থীদের ফোনে রাতে ভিডিও কল, কুরুচিপূর্ণ মেসেজ দিতেন তিনি। এ নিয়ে অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। উল্টো তার ক্ষোভ বেড়েছে শিক্ষার্থীদের ওপর।’ এর আগে সোমবার (৪ মার্চ) বিকেল ৩টায় ফরেনসিক মেডিসিন আইটেম ক্লাস চলাকালীন শিক্ষার্থীকে গুলির ঘটনা ঘটে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. রায়হান শরিফ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। সোমবার বিকেলে ক্লাস চলাকালীন দেশীয় পিস্তল ও ১০ থেকে ১৩টা দেশীয় ধারালো চাকু নিয়ে হঠাৎ করে ওই শিক্ষক অষ্টম ব্যাচের ২০২১-২২ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। পরে তমালের চিৎকারে সবাই এগিয়ে আসলে ডা. রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখা হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছাত্র তমালকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অভিযুক্ত ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। আহত তমাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওই মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বগুড়া পৌর শহরের নাটাই পাড়া ধানসিঁড়ি মহল্লার আবদুল্লা আলামিনের ছেলে।
০৫ মার্চ ২০২৪, ১১:২৩

ক্লাস টিচারের ছেলে প্রথম প্রেমের চিঠি দিয়েছিল : জাহারা মিতু
পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দুইয়ের সংমিশ্রণে এক অনন্য দিবস পালন করছে দেশবাসী। এই দিনে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে অন্যরকম এক উদ্দীপনা কাজ করে। বিশেষ করে শোবিজের তারকাদের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনটিকে ঘিরে তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনা, তাদের স্টাইলসহ সবকিছুই তাদের ভক্তরা অনুকরণ করতে চায়, জানতে চায়। এবারের ভালোবাসা দিবসকে ঘিরে আরটিভি তার পাঠকদের পছন্দের তারকাদের অজানা কথা জানার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় কথা হয় বর্তমান সময়ের নায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুর সঙ্গে। প্রথম প্রেম, ভালোবাসাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন আরটিভির বিনোদন প্রতিবেদক আসিফ আলম। ভালোবাসার মানে কী, জানতে চাইলে এই নায়িকা বলেন, ভালোবাসা একটি অনুভূতি। আপনি যাকে ভালোবাসবেন শত রাগারাগির পরও তার মুখ দেখলে আপনার হাসি আসবে, তার কষ্টে আপনার কষ্ট লাগবে, তার সাথে কাটানো প্রতিটি সময়ই আপনার কাছে মধুর মনে হবে। এই ভালোবাসা কিন্তু কখনো বিশেষ মানুষের সাথে হয়, কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় আপনার পরিবার, আত্মীয়সজন, বন্ধু-বান্ধবদের প্রতি ভালোবাসাটাই টিকে থাকে জন্ম-জন্মান্তর।  ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, তবে কোনো একটি বিশেষ দিন যদি থাকে যে দিনটাকে আপনি আপনার মতন করে আয়োজন করে ভালোবাসার মানুষদের জানান দিতে পারেন তাতে দোষের কী? এসব বিশেষ দিন মানসিকভাবে কিন্তু ভীষণ প্রভাব ফেলে। চারিদিকে একটি উৎসব উৎসব আমেজ থাকে।  ক্লাস ওয়ানে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পান এই নায়িকা। মিতু বলেন, ক্লাস টিচারের ছেলে আমাকে চিঠি দিয়েছিল এবং আমি সেই চিঠি ম্যাডামকেই দিয়েছিলাম নিজে পড়তে পারছিলাম না বলে। কী মারটাই না খেয়েছিল সেদিন। বুঝতেই পারিনি আমি আসলে। এখন মনে পড়লে বলি আহারে বেচারা!  প্রাক্তন প্রেমিকদের নিয়ে এই নায়িকা বলেন, লিস্টতো খুব লম্বা না। হা হা হা। তবে সে যেখানেই থাকুক ভালো থাকুক। ভালোবাসারতো শুরু হয়, শেষ হয় না। তাই তাকে এখনো ভালোবাসি।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩১

ব্যস্ততার মাঝেও ঢাবিতে ক্লাস নিলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সমুদ্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের ‘ক্লাইমেট চেঞ্জ’ বিষয়ক কোর্সের ক্লাস নিয়েছেন মন্ত্রী।  জানা যায়, ২০১৮ সাল থেকেই ড. হাছান মাহমুদ ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপনা করে আসছেন। তিনি বিভাগের ৭ম এবং ৮ম সেমিস্টারের ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ’ ও ‘ইভ্যুলেশন অ্যান্ড আর্থ বায়োস্ফিয়ার’ এ দু’টি কোর্সে শিক্ষার্থীদের ক্লাস নেন। সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যস্ততা, প্রতি সপ্তাহে নির্বাচনী এলাকায় গমন, বিদেশ সফর ইত্যাদি ব্যস্ততার মধ্যেও নিয়মিত ঢাবির সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপনা করেন আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এদিন প্রথম সমুদ্র বিজ্ঞান বিভাগে ক্লাস নিতে গেলে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ড. হাছানকে অভিনন্দন জানান। রাজনৈতিকভাবে প্রচণ্ড ব্যস্ততা থাকা সত্ত্বেও ড. হাছান মাহমুদ নিয়মিত খন্ডকালীন অধ্যাপনার সঙ্গে যুক্ত। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে অধ্যাপনায় যুক্ত ছিলেন। তার আগে তিনি পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ড. হাছান মাহমুদ। এরপর বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি এবং ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩টি বিষয়ে স্নাতকোত্তর শেষে পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি করেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৪

‘হয় ক্লাস শেষে রাজনীতি করেন, না হয় শিক্ষকতা ছাড়ুন’
যে সকল স্কুল কলেজের শিক্ষক রাজনীতির সাথে যুক্ত তাদেরকে উদ্দেশ্য করে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা বলেছেন, হয় ক্লাস শেষে রাজনীতি করেন, না হয় শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতি করেন। কিন্তু শিক্ষকতা এবং রাজনীতি দুইটি একসাথে করবেন না।  শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর আদর্শ কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  নাঈমুজ্জামান ভূইয়া বলেন, ক্লাসরুমে দায়িত্বটা পালন করে তারপর রাজনীতি করেন। ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন না ছাত্রছাত্রীদের কিন্তু বিভিন্ন জায়গায় নেতা হিসেবে আমার কাছে দাবী নিয়ে আসলে আমি সেই দাবী গ্রহণ করবো না। আমি জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেছি, যে সকল জায়গায় শিক্ষক রাজনীতির সাথে যুক্ত ঐ সকল শিক্ষকদের উপস্থিতি বেশি বেশি যাচাই করেন।  সাংসদ বলেন, ধর্মীয় বিষয়ে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সন্তানদের দীক্ষিত করতে না পারি তারা যদি সাম্প্রদায়িক হয়ে গড়ে উঠে তাহলে এত উন্নয়ন বার্থ হয়ে যাবে। যদি অমার সন্তানেরা আলোকিত মানুষ না হয়। তাহলে আমাদের সকল আয়োজন বার্থ হয়ে যাবে।  কলেজের গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে, বলরামপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদ বকুল, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল হুদা, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, পঞ্চগড় পৌর কাউন্সিলর হাসনাত হামিদুর, পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান উপস্থিত ছিলেন।  এর আগে সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে ফুল দিয়ে ওই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র ছাত্রীরা সংবর্ধনা দেন। পরে একই মঞ্চে বেতার ও টেলিভিশনের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  
২৭ জানুয়ারি ২০২৪, ২২:৪২

শীতে প্রাথমিকের ক্লাস কার্যক্রমের সময় পরিবর্তন
চলমান শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে বিদ্যালয়ের ক্লাস শুরু হবে সকাল ১০টায়, যা ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এ ছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।  সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়া ইতোপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারিকৃত যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল থাকবে। এদিকে তীব্র শীত ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় দেশের বেশকিছু জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, নীলফামারী ও লালমনিরহাট।  
২২ জানুয়ারি ২০২৪, ১৯:৪২

জাবিতে প্রথম বর্ষের সশরীর ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সশরীর ক্লাস আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। এছাড়া তাদের হল বন্টনের প্রজ্ঞাপন আগামী ৩১ জানুয়ারি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, আগামী ২৪ থেকে ২৫ জানুয়ারির মধ্যে নতুন হল দুইটি খুলে দেওয়া হবে। এর আগে হলে আবাসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নতুন হলে ৪৮তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা আসন বরাদ্দ পাবে। এর আগে, গত বছরের ৩০ নভেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন মাধ্যমে ক্লাস শুরু হয়।
১৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

ইবিতে অনলাইন ক্লাস বাতিল 
সাড়ে ৫ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করেছে কর্তৃপক্ষ। আগামী ২২ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সোমবারের অনলাইন ক্লাসের পরিবর্তে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলবে। উল্লেখ্য, এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ৩০ জুলাই প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। 
১৬ জানুয়ারি ২০২৪, ১৫:২১

জাবিতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস শুরু করাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান, তবে তা নাকচ করে দেন শিক্ষার্থীরা। পরে বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। তাদের অন্য দাবিগুলো হলো, আগামী ২০ জানুয়ারির মধ্যে আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া এবং চলতি মাসের শেষ সপ্তাহে সশরীরে ক্লাস শুরু করা ও ক্লাস শুরুর ৩০ কর্মদিবসের মধ্যে কোনো পরীক্ষা না নেওয়া। কর্মসূচি পালনকালে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফারাবী বলেন, ‘সব শিক্ষার্থীর আর্থিক অবস্থা একরকম নয়। তাই অনলাইনে ক্লাস করা যেমন অনেকের জন্য ব্যয়বহুল তেমনি অনেক জটিলতায় পড়তে হয়। পড়াশোনায় নিয়মিত ব্যাঘাত ঘটছে।’ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মুনা বলেন, ‘একটি ব্যাচকে অনলাইনে রেখে পরবর্তী ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন চলছে। অথচ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা হলে থেকে সশরীরে ক্লাস করতে পারছি না। এর চেয়ে দুঃখের ও লজ্জার বিষয় কি হতে পারে? আমাদের দাবি বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচিতে যাবো।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত নতুন হল খোলার পর ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের আসন বরাদ্দ দিতে পারব। তাই আরও কিছুদিন সময় দরকার। আশা করি, চলতি মাসের শেষ সপ্তাহে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদে আসন বরাদ্দ দিতে পারবো এবং তখন থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে।’ এর আগে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আবাসন সংকট দেখিয়ে গত ৩০ নভেম্বর থেকে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু করা হয়।
১৫ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়