• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
মালিবাগে ক্রেন ভেঙে পড়লো ৫০ ফুট নিচে, নিহত ১
রাজধানীর মালিবাগ মোড়ে ক্রেন ভেঙে নিচে পড়ে নাঈম (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।  রোববার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পাইলিংয়ের মাটি সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ক্রেন চালকের সহকারী ছিলেন। আর আহতরা হলেন, ক্রেন চালক রাতুল প্রামাণিক (১৭), আব্দুল্লাহ আল নোমান (২৭), ভেকু মেশিনের সহকারী সাদেক (২০) ও জিয়ারুল (২৬)‌। ক্রেন চালক নোমান বলেন, আমরা মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পাইলিংয়ের মাটি ক্রেন ও ভেকু দিয়ে সরাচ্ছিলাম। এ সময় ক্রেন ভেঙে প্রায় ৫০ ফুট মাটির নিচে পড়ে যায়। এতে আমি ও আমার সরকারীসহ পাঁচজন গুরুতর আহত হই। পরে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় নাঈমকে মৃত ঘোষণা করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।
২৪ মার্চ ২০২৪, ২৩:১৪

এক্সপ্রেসওয়ের ক্রেন ফের দুর্ঘটনায়, ট্রেন চলাচল বিঘ্ন
ফের দুর্ঘটনায় পতিত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত ক্রেন। এতে রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ হয়ে যায়। ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি। এর আগেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত ক্রেন দুর্ঘটনায় পতিত হলে রেল চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে।  
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২

এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার পড়ে শ্রমিক নিহত
রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার ছিটকে পড়ে ঘটনাস্থলেই শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তেজকুনী পাড়া রেল কলোনি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার সাদাঘর কান্দি গ্রামের আলী হোসেনের সন্তান। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ক্রেন দিয়ে কনটেইনার সরানো হচ্ছিল। এসময় হঠাৎ ক্রেন থেকে কনটেইনারটি ছিটকে নিচে পড়ে যায়। এতে কনটেইনারে চাপা পড়ে শ্রমিক শামীম মারা যান। তিনি বলেন, এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়